পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাড়িতে কেউ ছিল না। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে সর্বস্ব নিয়ে চম্পট দিল চোরের দল। বুধবার রাতে সিমলাপাল থানা এলাকার পার্শ্বলা গ্রাম পঞ্চায়েতের কুঁকড়াকোন্দড় গ্রামের ঘটনা।


সর্বস্ব নিয়ে চম্পট: স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামের রাজীব লোচন মল্লিক ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বাঁকুড়া শহরে থাকেন। গ্রামের বাড়িতে কেউ না থাকায় গতকাল রাতে দরজা ভেঙে চোরের দল নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে গ্রামের বাড়িতে আসেন রাজীব লোচন মল্লিক। রাজীব লোচন মল্লিক ও তাঁর স্ত্রী রুমা মল্লিকদের দাবি, বাড়িতে রাখা নগদ দু'লক্ষ টাকা ও ছ'ভরি সোনার গয়না চুরি হয়ে গিয়েছে। খবর পেয়ে গ্রামে যায় সিমলাপাল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।


চলতি মাসেই মঙ্গলকোটে মন্দির থেকে চুরি হয়ে গিয়েছে বহুমূল্যবান দুটো প্রাচীন বিষ্ণুর প্রস্তরমূর্তি। ২০২২ সালের এপ্রিল মাসে অজয় নদ থেকে গ্রামবাসীরা মূর্তি দুটো উদ্ধার করার পর মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেছিলেন। গ্রামবাসীদের অভিযোগ, মন্দিরের ভিতরের  বেদি থেকে উপড়ে মূর্তি দুটো মূর্তি চোরেরা নিয়ে গিয়েছে। তাঁদের আশঙ্কা, এলাকায় মূর্তি চোরের দল আবার সক্রিয় হয়েছে। মঙ্গলকোটের খেঁড়ুয়া গ্রামের মূর্তি চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। 


এর আগে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) বেলদায় মন্দির থেকে প্রায় ৩ লক্ষ টাকার গয়না চুরি হয়ে যায়। ঘটনাটি ঘটে বেলদা থানায় তঁরুয়া গ্রামে। শ্যামসুন্দরজিউ ও রাধাকৃষ্ণ মন্দিরের তালা ভেঙে ঠাকুরের সব গয়না লুঠ করে নিয়ে যায়। তঁরুয়া মজুমদার বাড়ির প্রায় চারশো বছরের পুরনো এই রাধাকৃষ্ণ মন্দির। স্থানীয় সূত্রে খবর, চোর চুরি করে পালানোর সময় ঘুম থেকে উঠে পড়েন বেশ কয়েকজন। বুঝতে পেরে চম্পট দেয় চোর। মন্দিরের রাধাকৃষ্ণের গলার হার, গয়না চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে, লক্ষ্মী নারায়ণ অধিকারীর বাড়ির শ্যামসুন্দরের মন্দিরের রুপোর গয়না, পদক, সহ অন্যান্য গয়না চুরি হয়ে যায়। মন্দিরের ভেতরে থাকা আলমারি ভাঙার সময়, আওয়াজে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। বুঝতে পেরে পালিয়ে যায় চোর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Malda News: অ্যাডমিট কার্ড জাল করে পরীক্ষাকেন্দ্রে, হাতেনাতে পাকড়াও ভুয়ো পরীক্ষার্থী