নয়াদিল্লি: ব্রিটেনের (britain) ভারতীয় বংশোদ্ভূত (indian origin) নতুন প্রধানমন্ত্রী (PM) ঋষি সুনককে (rishi sunak) শুভেচ্ছা (congratulations) জানিয়ে ট্যুইট (tweet) করলেন ভারতের (india) প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদী (Narendra Modi)। সঙ্গে বার্তা, '২০৩০-র রোডম্যাপ বাস্তবায়নে আমরা একসঙ্গে কাজ করব, সে দিকেই তাকিয়ে রয়েছি।'
ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত অ-শ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী...
ঘটনাচক্রে যে দিন বিপুল ভোটে জিতে ব্রিটেনের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করলেন ঋষি সুনক, সে দিনই দীপাবলি। ভারতের প্রধানমন্ত্রীর ট্যুইটে সেই উপলক্ষ্যও পরোক্ষ ভাবে কিছুটা উঠে আসে। লেখেন, 'ঋষি সুনক, আপনাকে অনেক শুভেচ্ছা! যেহেতু আপনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে চলেছেন, তাই আপনার সঙ্গে বিশ্বের জরুরি বিষয়গুলি নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রইলাম। ২০৩০-র রোডম্যাপ বাস্তবায়নেও আমরা একসঙ্গে কাজ করব। আমাদের ঐতিহাসিক সম্পর্ক আধুনিক মোড় নিচ্ছে। এই উপলক্ষ্যে ব্রিটেনের ভারতীয়দের দীপাবলির জন্য বিশেষ শুভেচ্ছা। '
ফিরে দেখা...
ইতিহাস বলছে, ঋষি সুনকের দাদু ছিলেন অবিভক্ত ভারতের পাঞ্জাবের বাসিন্দা। তখনই চাকরি নিয়ে ইংল্যান্ড গিয়েছিলেন ঋষির ঠাকুমা। ইংল্যান্ডেই জন্ম ঋষি সুনকের। তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তির জামাইও তিনি। নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতাকে বিয়ে করেন ঋষি সুনক। একসময় বেঙ্গালুরুতে এন আর নারায়ণমূর্তির গ্যারাজে তৈরি হয়েছিল ইনফোসিস৷ ধীরে ধীরে শাখা-প্রশাখা ছড়িয়ে তা পরিণত হয় মহীরূহে। শূন্য থেকে শুরু করে, যেমন শীর্ষে পৌঁছেছিলেন নারায়ণ মূর্তি। ঠিক তেমনই, উত্থান তাঁর ভারতীয় বংশোদ্ভূত জামাইয়েরও। ২০০৯ সালে, ক্যালিফর্নিয়ায় নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার সঙ্গে পরিচয় হয় ঋষির। প্রথম দেখাতেই ভালো লাগা। সে বছরই বিয়ে করেন তাঁরা। ঋষি-অক্ষতার ২ মেয়ে, অনুষ্কা ও কৃষ্ণা। সদ্য চল্লিশ পেরোনো ঋষি সুনকের জন্ম, ১৯৮০ সালের ১২ মে। ব্রিটেনের বন্দর শহর সাউদাম্পটনে জন্মেছিলেন ঋষি। বাবা পেশায় চিকিৎসক। মা ফার্মাসিস্ট, তাঁর ওষুধের দোকান ছিল। ছোট থেকেই ঋষি'র দু'চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। পড়াশোনাতেও তুখোড় ছিলেন ঋষি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তিনি। রাজনীতিতে নামার আগে তিনি ছিলেন একজন বিনিয়োগ ব্যবসায়ী। ব্রিটেনের অন্যতম বড় বিনিয়োগ প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ঋষি আপাতত ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিও দখল করলেন।
আরও পড়ুন:প্রাইম মিনিস্টার ঋষি সুনক, ব্রিটেনের রাশ ভারতীয় বংশোদ্ভুতের হাতে