সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ায় (bhatpara) ফের শ্যুটআউট(shootout)! এবার টার্গেট তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) ভাগ্নে (nephew)! গুলিবিদ্ধ তৃণমূল কর্মী রাজ পাণ্ডে অ্যাপোলো হাসপাতালে ভর্তি। কী কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ।


কী জানা গেল?
ভূত চতুর্দশীর রাতে আলোর রোশনাইয়ে ভাসছে চারদিক। সেইসময় তিনসুতিয়া লাইন এলাকায় কালীপুজোর মণ্ডপে বসেছিলেন তৃণমূল কর্মী রাজ পাণ্ডে। পুলিশ সূত্রে খবর, রাত ১.৩০টা নাগাদ হঠাৎই সেখানে একটি বাইকে চড়ে তিনজন আসে। অভিযোগ, এরপরই রাজু পাণ্ডেকে গুলি চালায় দুষ্কৃতীরা। হাতে গুলি লাগে তৃণমূল কর্মীর। তাঁকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু কারা করল এরকম?ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ পাণ্ডের বক্তব্য, 'যারা দলবদল করেছে তারা নেপথ্যে থাকতে পারে।' যদিও বিজেপি অন্য কথা বলছে। তাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জের এটি। হঠাৎ কেন আক্রমণ চলল তৃণমূল কর্মীর উপর? খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। 


এক ঘটনা আগেও...
ভাটপাড়ায় শ্যুটআউট কোনও নতুন ঘটনা নয়। দিন চার-পাঁচেক আগেই ভাটপাড়ার তৃণমূলের পার্টি অফিসের মধ্যে শাসকদলের এক কর্মীকে লক্ষ্য করে চলার গুলি অভিযোগ উঠেছিল। দাবি করা হয়, ৪ জন দুষ্কৃতী স্কুটারে চেপে এসে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে এলোপাথাড়ি গুলি চালায়। ৩ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ওই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন ওই তৃণমূল কর্মী। তাঁর কোমর ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। বছরদুয়েক আগে,  ২০২০ সালে, টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে খুন হন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির দাপুটে এবং বাহুবলী নেতা মণীশ শুক্লা। বিধানসভা ভোটের আগে, তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন সিংহর ডান হাত বলে পরিচিত মণীশ শুক্লাকে যেভাবে ভরসন্ধেয়, টিটাগড় থানার কাছে ঝাঁঝরা করে দেওয়া হয়, তা নিয়ে তোলপাড় হয়ে যায় ব্যারাকপুর শিল্পাঞ্চল। 
বার বার কেন একই ভাবে রক্তপাত ঘটছে এই এলাকায়? প্রশাসন কি যথেষ্ট সতর্ক নয়? আতঙ্কের চোরা-স্রোত রয়েছে সাধারণ মানুষের মধ্যে।


আরও পড়ুন:সিত্রাং-এর অর্থ কী? কেন এমন নাম ঘূর্ণিঝড়ের? কীভাবে ঠিক হয় ঘূর্ণিঝড়ের নাম?