নয়াদিল্লি: সংসদে (Lok Sabha Security Breach) তাণ্ডব, সিনিয়র মন্ত্রীদের কড়া বার্তা উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)। লঘু করে নয়, গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার কড়া বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। মন্ত্রীদের এনিয়ে রাজনীতির মধ্যে না ঢোকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সবাইকে আগাম সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
চলতি বছর ঝাঁ চকচকে সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানেই ঘটে গিয়েছে নজিরবিহীন ঘটনা। তাও আবার সংসদ হামলার ২২ বছর পূর্তিতে। গতকাল লোকসভার অধিবেশন চলাকালীন আচমকাই গ্যালারির দর্শকাসন আচমকা ঝাঁপ দেয় ২ যুবক। একের পর এক বেঞ্চ টপকে সংসদের ভিতরে রং স্প্রে ছড়াতে থাকে তারা। তার সঙ্গে স্লোগান। কয়েকশো কোটি টাকা খরচ করে তৈরি নতুন সংসদের লোকসভার কক্ষ তখন হলুদ ধোঁয়ায় ভরে গিয়েছে। ২ যুবককে ধরার মরিয়া চেষ্টা করছেন সাংসদরা।
কড়া বার্তা প্রধানমন্ত্রীর: ২২ বছর আগে আজকের দিনই ভয়ঙ্কর জঙ্গি হানা ঘটেছিল সংসদে। ক্ষমতায় তখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে প্রায় হাজার কোটি টাকা ব্যয়েএই অত্য়াধুনিক সংসদ ভবন, হাই-টেক নিরাপত্তার পরও কী করে ২ যুবক লোকসভার ভিতরে ঢুকে গেল? তাঁদের হাতে যদি বোমা কিংবা আগ্নেয়াস্ত্র থাকত, তাহলে কী হত? দেশের গণতন্ত্রের পীঠস্থানের নিরাপত্তায় এত বড় খামতির দায় কে নেবে? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আর এবার কড়া বার্তা দিলেন খোদ প্রধানমন্ত্রী। ক্যাবিনেটের বর্ষীয়ান মন্ত্রীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তিনি। একইসঙ্গে বিষয়টি গুরুত্ব দিয়েও দেখার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রীরা যেন রাজনীতির মধ্যে না ঢোকেন তারও নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি।
বুধবার সকালেই, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশাল মিডিয়ায় লিখেছিলেন, ২০০১ সালের আজকের দিনে সন্ত্রাসের হাত থেকে আমাদের সংসদকে রক্ষা করার জন্য যাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। আর বিদেশমন্ত্রীর এই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই, ঘটে যায় এই ঘটনা। যা সংসদ ভবনের নিরাপত্তা নিয়েই গুরুতর প্রশ্ন তুলে দিল। গতকালের এই হামলার ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Burdwan: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু, FIR দায়ের রাজ্য পুলিশের