West Bengal News LIVE: বাংলা পেল ২ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বালুরঘাট, ঠাকুরনগরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস

West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 09 Jun 2024 10:44 PM
West Bengal News LIVE: দেগঙ্গায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতা, অভিযোগ আইএসএফের বিরুদ্ধে

দেগঙ্গায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতা, অভিযোগ আইএসএফের বিরুদ্ধে

West Bengal News LIVE: বাংলা পেল ২ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বালুরঘাট, ঠাকুরনগরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস

বাংলা পেল ২ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ফের প্রতিমন্ত্রী হলেন শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। বালুরঘাট, ঠাকুরনগরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। 

West Bengal News LIVE: কে হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি? শুরু হয়েছে জোর জল্পনা

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। ফলে, বিজেপির 'এক ব্যক্তি এক পদ নীতি মেনে, তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে। সুকান্ত মজুমদারের জায়গায়, কে হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি? এনিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

West Bengal News LIVE: তৃতীয় মোদি সরকারেও ক্যাবিনেট মন্ত্রী-বিহীন বাংলা

তৃতীয় মোদি সরকারেও ক্যাবিনেট মন্ত্রী-বিহীন বাংলা

West Bengal News LIVE: মোদির শপথে যোগদান ঘিরে ভিন্ন অবস্থান নিল ইন্ডিয়া জোটের দুই শরিক

মোদির শপথে যোগদান ঘিরে ভিন্ন অবস্থান নিল ইন্ডিয়া জোটের দুই শরিক। প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে যোগ দিলেও দেখা গেল না তৃণমূলের কোনও প্রতিনিধিকে। শপথগ্রহণের দিনও NDA সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 

West Bengal News LIVE: বাংলা পেল ২ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

বাংলা পেল ২ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ফের প্রতিমন্ত্রী হলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। প্রতিমন্ত্রী হলেন রাজ্য বিজেপির সভাপতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও।

West Bengal News LIVE: বিজেপিতে কি এবার শুরু হল পোস্ট যুদ্ধ?

বিজেপিতে কি এবার শুরু হল পোস্ট যুদ্ধ? দিলীপ ঘোষের পরাজয়ের পরই, সোশ্য়াল মিডিয়ায় নাম না করে, বিরোধী দলনেতাকে আক্রমণ শানাল দিলীপ অনুরাগীরা। পাল্টা ফেসবুকেই আক্রমণের জবাব দিল শুভেন্দু অধিকারীর অনুগামীরা। 

WB News Live Updates: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি, বাংলা থেকে মন্ত্রী ২ জন 

তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি, বাংলা থেকে মন্ত্রী ২ জন 

West Bengal News LIVE: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদির, বাংলা থেকে মোদি মন্ত্রিসভায় ২ জন সাংসদ

তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদির, বাংলা থেকে মোদি মন্ত্রিসভায় ২ জন সাংসদ

WB News Live Updates: বাংলা থেকে মোদি মন্ত্রিসভায় যাচ্ছেন ২ জন সাংসদ

বাংলা থেকে মোদি মন্ত্রিসভায় যাচ্ছেন ২ জন সাংসদ

West Bengal News LIVE: কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৪৫টিতেই এগিয়ে বিজেপি

কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৪৫টিতেই এগিয়ে বিজেপি

WB News Live Updates: 'বাংলার মানুষ যে রায় দিয়েছেন, সেজন্য আমরা তাঁদের কাছে ঋণী,' লোকসভা ভোটে বাংলায় সবুজ ঝড়ের পর বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

'বাংলার মানুষ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তার সম্মান বজায় রাখতে হবে'
'তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিদের আরও দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে'
'বাংলার মানুষ যে রায় দিয়েছেন, সেজন্য আমরা তাঁদের কাছে ঋণী'
লোকসভা ভোটে বাংলায় সবুজ ঝড়ের পর বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News LIVE: প্রতিমন্ত্রী পদেই শপথ নেবেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর

প্রতিমন্ত্রী পদেই শপথ নেবেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর

WB News Live Updates: বাংলা থেকে মোদি মন্ত্রিসভায় যাচ্ছেন ২ জন সাংসদ

বাংলা থেকে মোদি মন্ত্রিসভায় যাচ্ছেন ২ জন সাংসদ

West Bengal News LIVE: লোকসভা ভোটে বিপুল জয়েও পুর এলাকায় তৃণমূলে 'পদ্ম-কাঁটা'

লোকসভা ভোটে বিপুল জয়েও পুর এলাকায় তৃণমূলে 'পদ্ম-কাঁটা'। কলকাতার ২টি আসনেই তৃণমূল জিতলেও বহু ওয়ার্ডে ফুটল পদ্মফুল। 

WB News Live Updates: মোদির শপথে আমন্ত্রণ পেলেও যাচ্ছে না তৃণমূল

মোদির শপথে আমন্ত্রণ পেলেও যাচ্ছে না তৃণমূল
জানিয়ে দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়
'শপথে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রহ্লাদ জোশী'
'কিন্তু দল শপথে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে'
জানালেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়

West Bengal News LIVE: পুরুলিয়া, রানাঘাটের পর রানিগঞ্জ, একই কায়দায় সেনকোর শোরুমে ডাকাতি

পুরুলিয়া, রানাঘাটের পর রানিগঞ্জ, একই কায়দায় সেনকোর শোরুমে ডাকাতি

WB News Live Updates: রানিগঞ্জের পর আসানসোলে শ্যুটআউট

রানিগঞ্জের পর আসানসোলে শ্যুটআউট। গাড়ি ছিনতাই, মালিককে লক্ষ্য করে গুলি। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম গাড়ির মালিক সহ ২। গাড়ি ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা

West Bengal News LIVE: তৃতীয় মোদি সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম

তৃতীয় মোদি সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অস্থায়ী শপথ বলেও কটাক্ষ।

Narendra Modi LIVE: আজ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ মোদির, আমন্ত্রিত একাধিক রাষ্ট্রপ্রধান

আজ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ মোদির। আমন্ত্রিত একাধিক রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি ভবনে সন্ধে সোয়া ৭টায় শপথ। সকালে শ্রদ্ধা জানালেন রাজঘাট ও অটল সমাধি স্থলে। 

PM Modi oath ceremony LIVE: মন্ত্রী হচ্ছেন সুকান্ত, শান্তনু

মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার। মোদি মন্ত্রিসভার নতুন সদস্য রাজ্য বিজেপির সভাপতি। শপথ নেবেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও। এবারও পূর্ণ মন্ত্রী পাচ্ছে না বাংলা।

Narendra Modi LIVE: মোদির বাসভবনে সাংসদদের সঙ্গে চা-চক্র শেষ

মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার। বাংলা থেকে মোদি মন্ত্রিসভায় যাচ্ছেন ২ সাংসদ। মোদি মন্ত্রিসভার নতুন সদস্য রাজ্য বিজেপির সভাপতি। ফের মন্ত্রী হিসেবে শপথ নেবেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর

PM Modi oath ceremony LIVE: ফের মন্ত্রিসভায় সামিল হচ্ছে জে পি নাড্ডা, নাম নেই অনুরাগ ঠাকুরের

স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, বিদেশের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক হাতে রাখছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রক থাকছে অমিত শাহর হাতেই, প্রতিরক্ষায় রাজনাথ, খবর সূত্রের।  ফের মন্ত্রিসভায় সামিল হচ্ছে জে পি নাড্ডা, নাম নেই অনুরাগ ঠাকুরের।মন্ত্রিত্ব থাকছে এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, নিতিন গডকড়ী, পীযূষ গোয়েলের। প্রহ্লাদ জোশী, অর্জুনরাম মেঘওয়ালও ফিরছেন মন্ত্রিত্বে। 

PM Modi LIVE: মোদির শপথে যাচ্ছে না তৃণমূল, যাচ্ছেন কংগ্রেসের খাড়গে

মোদির শপথে যোগদান ঘিরে ভিন্ন অবস্থান ইন্ডিয়া জোটের দুই শরিকের। মোদির শপথে যাচ্ছে না তৃণমূল, যাচ্ছেন কংগ্রেসের খাড়গে। তৃণমূলে শপথের আমন্ত্রণে সাড়া না দিলেও সাড়া দিল কংগ্রেস। প্রধানমন্ত্রী পদে মোদির তৃতীয়বারের শপথ অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত খাড়গের

Narendra Modi LIVE: মুরলীধর সেন লেনে বিজেপি দফতরে উৎসব

কেন্দ্রে তৃতীয় দফায় সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদি। রাজ্যে খারাপ ফল বিজেপির। মন ভাল নেই বাংলার বিজেপি কর্মীদের। এর মধ্যেই মুরলীধর সেন লেনে বিজেপি দফতরের সামনে জড়ো হয়েছেন তাঁরা। মোদির শপথগ্রহণকে কেন্দ্র করে চলছে উৎসব পালনের প্রস্তুতি। 

PM Modi oath ceremony LIVE: বিরোধী দলনেতা রাহুল?

লোকসভার বিরোধী দলনেতা হোন রাহুল। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রস্তাব পাশ। পরে সিদ্ধান্ত জানাবেন রাহুল। ফের কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গাঁধী। 

PM Modi LIVE: রাইসিনা হিলসে সাজো সাজো রব, উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও হাইপ্রোফাইল ব্যক্তিরা

আজ সন্ধে সোয়া ৭টা নাগাদ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। রাইসিনা হিলসে সাজো সাজো রব। উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও হাইপ্রোফাইল ব্যক্তিরা৷ রাইসিনা হিলসকে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার বজ্র আঁটুনিতে৷ ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে একে পৌঁছচ্ছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে, মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুর, নেপাল, ভুটান, মরিশাস প্রধানমন্ত্রী। শপথগ্রহণর পরে রাষ্ট্রপতি ভবনে আয়োজন করা হয়েছে নৈশভোজের। 

Narendra Modi LIVE: নতুন মন্ত্রিসভার শপথের আগে মোদির বাড়িতে চা-চক্র

নতুন মন্ত্রিসভার শপথের আগে মোদির বাড়িতে চা-চক্র। মোদির বাসভবনে পৌঁছলেন অমিত শাহ, জে পি নাড্ডা। চা-চক্রে রয়েছেন অর্জুন রাম মেঘওয়াল, চিরাগ পাসোয়ান। মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে শপথের জন্য যাচ্ছে ফোন। বাংলা থেকে ফোন পেলেন শান্তনু ঠাকুর। ফের মোদির মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু। নীতীশের দল জেডিইউ থেকে ডাক পেয়েছেন লালন সিংহ, রামনাথ ঠাকুর। টিডিপি থেকে মন্ত্রী হচ্ছেন রামমোহন নায়ডু। আমন্ত্রণ পেলেন জেডিএস-এর কুমারস্বামী

PM Modi oath ceremony LIVE: শপথে নেই তৃণমূল

মোদির শপথ অনুষ্ঠানে থাকছে না তৃণমূল। রাতেই ফোনে আমন্ত্রণ, দল সিদ্ধান্ত নিয়েছে না যাওয়ার, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

PM Modi LIVE: মন্ত্রিসভায় মোদির চ্যালেঞ্জ 'ভারসাম্য'

শরিক সামলে ভারসাম্যের মন্ত্রিসভায় জোর মোদির। জেডিইউ, টিডিপি, এলজেপি, ফোন যাচ্ছে মন্ত্রিত্বের জন্য। বাংলা থেকে ফের শান্তনু ঠাকুরকে ডাক।

WB News LIVE Updates: তৃতীয় মোদি সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দেহপ্রকাশ

তৃতীয় মোদি সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অস্থায়ী শপথ বলেও কটাক্ষ করেছেন তিনি। মোদি থাকবেন, নিজে থাকবেন কিনা ভাবুন, পাল্টা কটাক্ষ ব্যারাকপুরের পরাজিত বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের।

West Bengal News LIVE Updates: তৃণমূল বিধায়ক সোহমের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের

তৃণমূল বিধায়ক সোহমের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের। ম্যানেজারের পর সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন রেস্তোরাঁর মালিকও। অন্যদিকে রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধেও টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন সোহম। তিনটি অভিযোগের ভিত্তিতে জামিনযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের

WB News LIVE Updates: ভাবী মন্ত্রীদের সঙ্গে সকাল সাড়ে ১১টায় চা-চক্রে যোগ দেবেন মোদি

ভাবী মন্ত্রীদের সঙ্গে সকাল সাড়ে ১১টায় চা-চক্রে যোগ দেবেন মোদি। নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে শপথের জন্য ফোন যাচ্ছে একের পর এক সাংসদের কাছে। বাংলা থেকে ডাক পেয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। নীতীশের দল JD(U) থেকে ডাক পেয়েছেন লালন সিং, রামনাথ ঠাকুর। TDP থেকে মন্ত্রী হচ্ছেন কিঞ্জারাপু রামমোহন নায়ডু। আমন্ত্রণ পেয়েছেন JD(S)-এর HD কুমারস্বামী। ফোন গেছে অর্জুনরাম মেঘওয়াল, সর্বানন্দ সোনোওয়াল, অনুপ্রিয়া প্য়াটেলের কাছে। ফোন পেয়েছেন LJP-র চিরাগ পাসোয়ান, হামের জিতনরাম মাঝি। ফের মন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, নিতিন গডকড়ী, পীযূষ গোয়েল। মন্ত্রিত্ব পেতে পারেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

West Bengal News LIVE Updates: বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমের খুনে অন্যতম চক্রীকে গ্রেফতারের পরেই উদ্ধার হল হাড়

বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমের খুনে অন্যতম চক্রীকে গ্রেফতারের পরেই উদ্ধার হল হাড়। আজ সকালে দক্ষিণ ২৪ পরগনার উত্তর কাশীপুর থানা এলাকায় বাগজোলা খাল থেকে হাড় উদ্ধার করে CID। সূত্রের খবর, ঝিনাইদহের সাংসদকে নিউটাউনের ফ্ল্যাটে খুনের পর হাড়-মাংস আলাদা করা হয়। এরপর হাড় প্যাকেটবন্দি করে নিয়ে যাওয়া হয় উত্তর কাশীপুর থানা এলাকায়। সেখানে প্যাকেট থেকে বার করে বাগজোলা খালে ফেলে দেওয়া হয় হাড়। শুক্রবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তে বনগাঁ থেকে গ্রেফতার করা হয় সাংসদ খুনে অন্যতম চক্রী সিয়ানকে। 

WB News LIVE Updates: মোদির শপথে আমন্ত্রণ পেলেও যাচ্ছে না তৃণমূল

মোদির শপথে আমন্ত্রণ পেলেও যাচ্ছে না তৃণমূল। জানিয়ে দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। 'শপথে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রহ্লাদ জোশী, কিন্তু দল শপথে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে',জানালেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়

West Bengal News LIVE Updates: নিউটাউনের রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধেও টেকনো সিটি থানায় পাল্টা অভিযোগ দায়ের

নিউটাউনের রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধেও টেকনো সিটি থানায় পাল্টা অভিযোগ দায়ের হল। নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধর করার ঘটনায় ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম। এবিপি আনন্দর হাতে এল শুক্রবারের ঘটনার সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে, রেস্তোরাঁ মালিককে মাটিতে ফেলে লাথি ও কলার ধরে চড় মারছেন সোহম। ঘটনায় টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করলেন রেস্তোরাঁর ম্য়ানেজার। 

WB News LIVE Updates: 'রাজনীতিতে পুরনো লোকেদের ভুললে চলবে না', ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

'রাজনীতিতে পুরনো লোকেদের ভুললে চলবে না,সংগঠন দুর্বল হয়েছে, সাংগঠনিক বদলের উপরেও মানুষ আস্থা রাখতে পারেনি। নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। পার্টির নেতা বানানো যায়, জনগণের নেতা বানানো যায় না', দলেরই একাংশকে নিশানা করে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

West Bengal News LIVE Updates: ফের ভোট লুঠের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

ফের ভোট লুঠের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। 'পূর্ব মেদিনীপুরে ভোট লুঠ করা হয়েছে। ডিএম, আইসি বদলে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট লুঠ', কালীঘাটে বৈঠক শেষে অভিযোগ তৃণমূল নেত্রীর

Narendra Modi Oath Taking Ceremony LIVE Updates: আজ সন্ধেয় তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি

আজ সন্ধেয় তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তার আগে সকালে রাজঘাটে যান মোদি। এরপর সেখান থেকে যান অটলবিহারী বাজপেয়ীর সমাধিস্থলে। ওয়ার মেমোরিয়ালেও যান মোদি। সূত্রের খবর, আজ রাষ্ট্রপতি ভবনে মোদির সঙ্গে প্রায় ৫৫ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন। কিন্তু, বাংলার কতজন মন্ত্রিত্ব পাবেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে। 

West Bengal News LIVE Updates: মালদা দক্ষিণ লোকসভার মানিকচকে কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ

মালদা দক্ষিণ লোকসভার মানিকচকে কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মৃতের নাম আকমল শেখ। অভিযোগ, গতকাল রাত ৮টা নাগাদ মানিকচকের জেসারত টোলা এলাকায় হামলার ঘটনা ঘটে। বাড়ি ফেরার সময়, কংগ্রেস কর্মী বছর বাইশের আকমল শেখকে এলোপাথাড়ি কোপায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিবার তৃণমূলের অঞ্চল সভাপতি মহম্মদ নাসিরের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।  পঞ্চায়েত ভোটের আগে থেকেই উত্তপ্ত মানিকচকের এই এলাকা। পঞ্চায়েত ভোটের দিন খুন হন তৃণমূল কর্মী শেখ মালেক। তিনি তৃণমূল অঞ্চল সভাপতির আত্মীয় ছিলেন। খুনের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে।

West Bengal News LIVE Updates: দিন পেরিয়ে রাত, শিয়ালদা স্টেশনে চরমে যাত্রী দুর্ভোগ

দিন পেরিয়ে রাত, শিয়ালদা স্টেশনে চরমে যাত্রী দুর্ভোগ। স্টেশনেই রাত কাটল অসংখ্য যাত্রীর। রেলের বিরুদ্ধে অব্যবস্থতার একরাশ অভিযোগ উঠেছে। রাতভর বিক্ষোভ চলল শিয়ালদা স্টেশনে।

West Bengal News LIVE Updates: 'অনড়' অধীর

ডবল হ্যাটট্রিকের আগেই থেমেছে বিজয়রথ। তৃণমূলের নবাগত ইউসুফ পাঠানের কাছে হারতে হয়েছে ৫ বারের সাংসদকে। বহরমপুরে নিজের পরাজয়ের জন্য এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অধীর চৌধুরী। টানলেন রামনবমীর বিকেলে মুর্শিবাদের শক্তিপুর বাজারে সংঘর্ষের ঘটনার প্রসঙ্গ। নাচতে না জানলে উঠোন বাঁকা, কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম।

West Bengal News LIVE Updates: ভোটে তার হারের পিছনে দায়ী তৃণমূলেরই একাংশ, বিস্ফোরক সুজাতা মণ্ডল

ভোটে তার হারের পিছনে দায়ী তৃণমূলেরই একাংশ। বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। অন্য়দিকে  লোকসভা ভোটে একাধিক কেন্দ্র  হাতছাড়া হওয়ার পর তৃণমূলেরই একাংশের দিকে আঙুল তুলছে  স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও।

WB News LIVE Updates: আইন প্রণেতার মস্তানি

রেস্তোরাঁর মালিককে পিটিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক সোহম। পাশাপাশি এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগকারী রেস্তোরাঁ মালিকের দাবি, শুক্রবার রাতে কোনও অভিযোগ নেই বলে সাদা কাগজে লিখিয়ে নিয়েছিল পুলিশ। যদিও পুলিশ সূত্রে পাল্টা দাবি, তিনিই তখন অভিযোগ নেই বলে জানিয়েছিলেন।

West Bengal News LIVE Updates: তৃণমূল বিধায়কের দাদাগিরি

নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধর করার ঘটনায় ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম। এবিপি আনন্দর হাতে এল শুক্রবারের ঘটনার সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে, রেস্তোরাঁ মালিককে মাটিতে ফেলে লাথি ও কলার ধরে চড় মারছেন সোহম। ঘটনায় টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করলেন রেস্তোরাঁর ম্য়ানেজার।

প্রেক্ষাপট

কলকাতা: কেন্দ্রে তৃতীয় দফায় সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদি। রাজ্যে খারাপ ফল বিজেপির। মন ভাল নেই বাংলার বিজেপি কর্মীদের। এর মধ্যেই মুরলীধর সেন লেনে বিজেপি দফতরের সামনে জড়ো হয়েছেন তাঁরা। মোদির শপথগ্রহণকে কেন্দ্র করে চলছে উৎসব পালনের প্রস্তুতি। 


মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার। বাংলা থেকে মোদি মন্ত্রিসভায় যাচ্ছেন ২ সাংসদ। মোদি মন্ত্রিসভার নতুন সদস্য রাজ্য বিজেপির সভাপতি। ফের মন্ত্রী হিসেবে শপথ নেবেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন শান্তনু


মোদির শপথে আমন্ত্রণ পেলেও যাচ্ছে না তৃণমূল। জানিয়ে দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। 'শপথে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রহ্লাদ জোশী, কিন্তু দল শপথে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে', জানালেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.