নয়া দিল্লিঃ তিন দিনের ইউরোপ (Europe) সফরে রয়েছেন মোদি (Narendra Modi)। এই সফরে জার্মানি (Germany), ডেনমার্ক (Denmark) ও ফ্রান্স (France) সফরে আছেন প্রধানমন্ত্রী। সোমবার বার্লিনে (Berlin) একাধিক কর্মসূচি ছিল নরেন্দ্র মোদির। জার্মানির চ্যান্সেলের সঙ্গেও বৈঠকও করেন  তিনি। অংশ নেন বাণিজ্য সংক্রান্ত বৈঠকে। এ বছর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। 


এই সফরে বেশ খোশমেজাজেই ছিলেন মোদি। সোমবার ভারতীয় দূতাবাসের তরফে যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, সেখানে ভারতীয় শিশুর সঙ্গে একটি দেশাত্মবোধক গান গেয়ে জার্মানিতে তার তিন দেশের ইউরোপ সফরের প্রথম পর্ব শুরু করেন। এরপর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তার সফর শেষ করেন।                                           


বার্লিন সফরের শুরুতেই মোদিকে বিশেষ বার্তায় স্বাগত জানান বার্লিনের প্রবাসী ভারতীয়রা। তাঁরা বন্দে মাতরমের ধ্বনিতে স্বাগত জানান তাঁরা। বার্লিনের প্রেক্ষাগৃহে মোদির ভাষণের শুরুর আগেই নমোর জন্য গমগম করে উঠল বার্লিনের ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহ। সেখানে প্রবাসী ভারতীয়দের বলতে শোনা যায় "২০২৪ মোদি আরেক বার"। পতাকা উত্তোলনও করা হয় বলে জানান হয়। যদিও প্রধানমন্ত্রীর দাবি নিজের বা তাঁর সরকারের প্রচার করতে তিনি বার্লিনে যাননি৷


 






আরও পড়ুন, গাছে লুকিয়ে একাধিক প্রাণী, আপনি দেখতে পাচ্ছেন?


ওয়াকিবহাল মহলের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে মোদির এই সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। যদিও প্রধানমন্ত্রী জানিয়েছেন, এমন এক সময়ে আমি ইউরোপ সফরে যাচ্ছি যখন তাদের বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। আমি চাই আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ককে আরও মজবুত করতে।