নয়াদিল্লি : ২৬ জন নিরীহ পর্যটক খুনের জবাব কবে দেওয়া হবে ? গোটা দেশ এখন মুখিয়ে সে দিকেই। পহেলগাঁওয়ে জঙ্গিরা হত্যালীলা চালানোর পর থেকেই ক্ষোভে ফুঁসছে ভারত। পাকিস্তানি জঙ্গিদের খুঁজে বের করে তাদের নিকেশ করাই শুধু নয়, বরাবর সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকেও যাতে জোরাল জবাব দেওয়া যায়, সেটাই চাইছেন ভারতবাসী। এই আবহে জঙ্গি ও তাদের মদতদাতাদের দমনে কেন্দ্রের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে বড় ইঙ্গিতের আভাস।
YUGM কলক্লেভে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, "আমরা উন্নত ভারত গঠনের জন্য ২৫ বছরের একটা লক্ষ্য নির্ধারণ করেছি। আমাদের হাতে সময় কম আছে। কিন্তু, লক্ষ্য বড়। বর্তমান পরিস্থিতি নিয়ে এটা বলছি না। এই কারণেই আমাদের ধারণার প্রোটোটাইপ থেকে পণ্য পর্যন্ত যাত্রাটি যতটা সম্ভব কম সময়ের মধ্যে সম্পন্ন করা গুরুত্বপূর্ণ। যখন আমরা ল্যাব থেকে বাজারের দূরত্ব কমিয়ে আনি, তখন গবেষণার ফলাফল দ্রুত মানুষের কাছে পৌঁছাতে শুরু করে। এটি গবেষণাকে অনুপ্রাণিত করে।"
পহেলগাঁওয়ে জঙ্গি-হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে অবনতির আবহে প্রধানমন্ত্রীর এই মন্তব্য জল্পনা উস্কে দেয়।
ভূস্বর্গ কাশ্মীরে মঙ্গলবারের ভয়ঙ্কর হত্যালীলার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ। ভয়াবহ জঙ্গি হামলা কেড়ে নিয়েছে ২৬টা প্রাণ। বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হিন্দু পর্যটকদের। পাকিস্তানি জঙ্গিদের এই কাপুরুষোচিত হামলার প্রত্য়াঘাত চাইছে গোটা দেশ। রীতিমতো যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে তিন বাহিনীর সেনাও। এই পরিস্থিতিতে রবিবার মন কি বাত অনুষ্ঠানে জঙ্গি ও তাদের মদতদাতাদের কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, "পহেলগাঁওয়ে ওই হামলা, যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে তাদের হতাশা, কাপুরুষতাকে প্রকাশ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয়র পাশে রয়েছে গোটা বিশ্ব। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আবার আশ্বাস দিচ্ছি, তারা ন্যায়বিচার পাবে। ন্যায় মিলবেই। এই হামলায় দোষী ও ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে।"
এর আগে বিহারের সভামঞ্চ থেকে পহেলগাঁও হামলার ৪৮ ঘণ্টার মধ্যে, নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওইদিন তিনি বলেন, "আমি সমগ্র বিশ্বকে বলছি, ভারত প্রত্যেক জঙ্গিকে চিহ্নিত করে, খুঁজে বের করে শাস্তি দেবে এবং তাদের যারা মদত দেয়, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও তাদের ধরে আনা হবে। সন্ত্রাসবাদ কখনই ভারতের প্রাণশক্তি ভাঙতে পারবে না। সন্ত্রাসবাদীদের শাস্তি পেতেই হবে। "
সবিস্তারে আসছে...