PM Modi Speech Live Updates: '২০২৮-এ আবার অনাস্থা আনবেন বিরোধীরা, একটু হোমওয়ার্ক করে আসবেন', কটাক্ষ মোদির

Parliament News LIVE updates: সংসদের নিম্নকক্ষে আজ জবাবি ভাষণ মোদির। দেখে নিন সেই খবরের লাইভ আপডেটস...

ABP Ananda Last Updated: 10 Aug 2023 11:55 PM
Parliament LIVE News Updates: 'যে যে সংস্থাকে বলেছে খারাপ হবে, তাঁরাই এখন মজবুত হচ্ছে'

'যে যে সংস্থাকে বলেছে খারাপ হবে, তাঁরাই এখন মজবুত হচ্ছে', কংগ্রেসকে দুষে মন্তব্য মোদির 

PM Narendra Modi Speech LIVE Updates: 'একাধিক বিদেশি বিনিয়োগ আসছে'

এদিন সংসদে মোদি বলেন, একাধিক বিদেশি বিনিয়োগ আসছে, গরীবরা এখন স্বপ্ন দেখতে পারবে, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতের গরীবের সংখ্যা কমেছে। ভারত আজ অতি গরীব কমিয়েছে, জানিয়েছে আইএমএফ

Parliament LIVE News Updates: 'এতদিন ধরে দেশকে হতাশ করেছেন, আরও একবার না হয় সেটাই করবেন'

'এতদিন ধরে দেশকে হতাশ করেছেন, আরও একবার না হয় সেটাই করবেন', সংসদে বিরোধী শিবিরকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

PM Narendra Modi Speech LIVE Updates: দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা বিরোধীদের, আক্রমণে মোদি

দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা বিরোধীদের, আক্রমণে মোদি। 'দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে, বুঝতে না পারলে চুপ করে বসে থাকুন। দেশে মণিপুরের থেকেও বড় সমস্যা আছে, কিন্তু সবাই একসঙ্গে মিলে তা দূর করতে হবে। রাজনীতি নয়, ব্যথা উপলব্ধি করে ওষুধের ব্যবস্থা করুন। অনাস্থা প্রস্তাব না আনলে এতটা বলার সুযোগ পেতাম না, তাই বিরোধীদের ধন্যবাদ'। 

Parliament LIVE News Updates: ধ্বনিভোটে লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ

ধ্বনিভোটে লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ। বিরোধীদের ওয়াকআউট, মোদি সরকারের বিরুদ্ধে খারিজ অনাস্থা প্রস্তাব 

PM Narendra Modi Speech LIVE Updates: 'মণিপুর নিয়ে যত কম রাজনীতি করব, তত তাড়াতাড়ি শান্তি ফিরবে'

'উত্তর-পূর্ব ভারতের সমস্যার জন্য একমাত্র দায়ী কংগ্রেস। মণিপুর নিয়ে যত কম রাজনীতি করব, তত তাড়াতাড়ি শান্তি ফিরবে। ভোটের জন্য নয়, উন্নয়নের জন্যই উত্তর-পূর্ব ভারতকে প্রাধান্য দিচ্ছি আমরা', সংসদে মন্তব্য মোদির

PM Modi Speech LIVE Updates: '২০২৮-এ আবার অনাস্থা আনবেন বিরোধীরা, একটু হোমওয়ার্ক করে আসবেন'

'২০২৮-এ আবার অনাস্থা আনবেন বিরোধীরা, একটু হোমওয়ার্ক করে আসবেন', কটাক্ষ মোদির 

PM Narendra Modi Speech LIVE Updates: মণিপুর আবার উন্নয়নের রাস্তায় ফিরবে, আশ্বাস মোদির

মণিপুর আবার উন্নয়নের রাস্তায় ফিরবে, আশ্বাস মোদির। ভারতকে টুকরো টুকরো করাই কংগ্রেসের ইতিহাস, আক্রমণে মোদি। সস্তার রাজনীতি করছে বিরোধীরা, আক্রমণে মোদি

PM Modi Speech LIVE Updates: 'মণিপুরে শান্তির সূর্য উঠবে', মোদির মুখে মণিপুর প্রসঙ্গ

বিরোধী শূন্য লোকসভায় মণিপুর নিয়ে ভাষণ প্রধানমন্ত্রীর। 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুর-হিংসা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। মণিপুরে শান্তির সূর্যোদয় হবেই', আশ্বাস মোদির। দেশ মণিপুরের পাশে আছে, দোষীরা শাস্তি পাবেই, আশ্বাস মোদির

PM Narendra Modi Speech LIVE Updates: অহংকারের জন্যই আজ কংগ্রেস ৪০০ থেকে ৪০ হয়েছে, খোঁচা মোদির

'কংগ্রেসের এত অহঙ্কার যে, মাটিতে পা থাকে না। ১৯৬২ সালের পর ৬১ বছর পার, কংগ্রেসে অনাস্থা তামিলনাড়ুর মানুষের। পশ্চিমবঙ্গ-বিহার-উত্তরপ্রদেশের মানুষেরও কোনও আস্থা নেই কংগ্রেসের ওপর। অহংকারের জন্যই আজ কংগ্রেস ৪০০ থেকে ৪০ হয়েছে', খোঁচা মোদির 

PM Modi Speech LIVE Updates: ভাষণের ৫০ মিনিট পার, এখনও মণিপুর নিয়ে নীরব কেন মোদি? ট্যুইটে প্রশ্ন তৃণমূলের

মণিপুর ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। সেই প্রেক্ষিতে আজ জবাবি ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদি। কিন্তু ভাষণের ৫০ মিনিট পার, এখনও মণিপুর নিয়ে নীরব কেন মোদি? ট্যুইটে প্রশ্ন তৃণমূলের

PM Narendra Modi Speech LIVE Updates: 'আজ হাওয়াই চটি পরা গরিব বিমানে ওঠে', নাম না করে কাকে নিশানা করলেন মোদি?

'আজ হাওয়াই চটি পরা গরিব বিমানে ওঠে', নাম না করে কাকে নিশানা করলেন মোদি? 

PM Modi Speech LIVE Updates: 'মোহাব্বত কা দুকান নয়, ঝুট কা দুকান', মোদির নিশানায় কংগ্রেস

'মোহাব্বত কা দুকান নয়, ঝুট কা দুকান। দেশের সব বেচে দিয়েছে ওরা', মোদির নিশানায় কংগ্রেস

PM Narendra Modi Speech LIVE Updates: 'মানুষও বুঝে গিয়েছে বিরোধীরা যেটিকে খারাপ বলবে সেখানেই বিনিয়োগ করতে হবে', সংসদে মন্তব্য মোদির

'মানুষও বুঝে গিয়েছে বিরোধীরা যেটিকে খারাপ বলবে সেখানেই বিনিয়োগ করতে হবে', সংসদে মন্তব্য মোদির





PM Modi Speech LIVE Updates: 'বিরোধী জোটের সবাই প্রধানমন্ত্রী হতে চায়', কটাক্ষ মোদির

বিরোধীরা জোটের নামও এনডিএ থেকে চুরি করেছে। বিরোধীদের জোট ইন্ডিয়ায় সবাই প্রধানমন্ত্রী হতে চায়। পশ্চিমবঙ্গে সিপিএম-তৃণমূল-কংগ্রেস বিরোধী। এদিকে, দিল্লিতে সব এক। মন্তব্য মোদির 

PM Narendra Modi Speech LIVE Updates: মোদির নিশানায় কংগ্রেসও

মোদির নিশানায় ছিল কংগ্রেসও। তিনি বলেন, 'ভারতের বদলান করার জন্য কংগ্রেস মুখিয়ে থাকে। বিদেশিরা কিছু বললেই সেটাকে নিয়ে দেশের বিরুদ্ধে বলে চলেন। দেশের কিছুতেই ভরসা নেই ওদের। বিদেশের ওপর বেশি ভরসা।' 

PM Modi Speech LIVE Updates: মোদির ভাষণের মধ্যে উঠল 'মণিপুর' স্লোগান

মোদির ভাষণের মধ্যে উঠল 'মণিপুর' স্লোগান। সংসদে বিরোধীরা বলতে শুরু করেন- 'উই ওয়ান্ট মণিপুর', 'ইন্ডিয়া ওয়ান্ট মণিপুর'

PM Narendra Modi Speech LIVE Updates: 'বিরোধীদের যাঁদের খারাপ চান, তাঁদের ভাল হয়, এর উদাহরণ আমি নিজেই'

'বিরোধীদের যাঁদের খারাপ চান, তাঁদের ভাল হয়, এর উদাহরণ আমি নিজেই। ওদের পর নিশ্চয়ই কোনও বরদান আছে। আরও উদাহরণ দিচ্ছি। বললেন- ব্যাঙ্কিং, অর্থনীতি ডুবে যাবে। বিদেশ থেকে লোক এনে বলে গেল বিরোধীরা। এত খারাপ চেয়েছে অথছ এখন আমাদের পাবলিক সেক্টর ব্যাঙ্ক দ্বিগুণ মুনাফা দিচ্ছে। আমার এত খারাপ চেয়েছেন, অথচ ২০ বছর ধরে বেঁচে আছি তো আমি।'

PM Modi Speech LIVE Updates: সংসদে এদিন বিরোধীদের একহাত নিলেন মোদি

শুভ কাজে যাতে নজর না লাগে সেই কারণে যেমন কালো টিকা লাগানো হয়, তেমন বিরোধীরা কালো কাপড় এসে আমাদের সরকারের শুভ কাজে নজর দিচ্ছেন না। 

PM Narendra Modi Speech LIVE Updates: 'নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতের গরীবের সংখ্যা কমেছে'

ভারতের যুবকরা রেকর্ড সংখ্যক স্টার্ট আপ শুরু হয়েছে, একাধিক বিদেশি বিনিয়োগ আসছে, গরীবরা এখন স্বপ্ন দেখতে পারবে, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতের গরীবের সংখ্যা কমেছে। ভারত আজ অতি গরীব কমিয়েছে, জানিয়েছে আইএমএফ। সংসদে জানালেন মোদি

PM Modi Speech LIVE Updates: 'নিরাশার বদলে বিরোধীরা দেশকে কিছুই দিতে পারেনি'

নিরাশার বদলে বিরোধীরা দেশকে কিছুই দিতে পারেনি। যাঁদের নিজেদের বহিখাতার ঠিক নেই, তাঁরা আমাদের থেকে হিসেব চাইছে এখন। নিশানা মোদির। 

PM Narendra Modi Speech LIVE Updates: 'কলকাতা থেকে কারও ফোন এসেছিল না কি? অধীরবাবুর জন্য আমার সমবেদনা রইল'

কংগ্রেস বারবার ওঁকে অপমান করে। অধীরবাবুকে কেন ঠিক মতো কথা বলতে দেওয়া হচ্ছে না? কলকাতা থেকে কারও ফোন এসেছিল না কি? অধীরবাবুর জন্য আমার সমবেদনা রইল। সংসদে মন্তব্য মোদির।

PM Modi Speech LIVE Updates: সংসদে নাম না নিয়ে কাকে কটাক্ষ মোদির

'সবচেয়ে বড় বিরোধী দলের প্রধান মুখের তো নামই ছিল না স্পিচ লিস্টে', নাম না নিয়ে কাকে কটাক্ষ মোদির? 

PM Narendra Modi Speech LIVE Updates: 'বিরোধীদের অনাস্থা প্রস্তাব আমাদের জন্য শুভ', সংসদে মন্তব্য মোদির

৫ বছরেও কিছু করতে পারেননি বিরোধী দলেরা, আমরা তো সময় দিয়েছিলাম। তারপরও বিপক্ষ দলগুলি কিছুই করতে পারেনি, কটাক্ষ মোদির। 'বিরোধীদের অনাস্থা প্রস্তাব আমাদের জন্য শুভ', সংসদে মন্তব্য মোদির

PM Modi Speech LIVE Updates: 'দেশের জনতা আমাদের সরকারের প্রতি বারবার বিশ্বাস রেখেছে

'জনতার আশীর্বাদে আমাদের সরকার ক্ষমতায় এসেছে। ২০১৮ তেও বিরোধীরা অনাস্থা এনেছিল। দেশবাসী আমাদের সরকারের ওপর বিশ্বাস রেখেছে', সংসদে জানালেন মোদি

PM Narendra Modi Speech LIVE Updates: লোকসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি

লোকসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, গত তিন দিন ধরে বিরোধীরা বক্তব্য রেখেছেন। সকলের কথাই আমি শুনেছি। দেশের জনতা আমাদের সরকারের প্রতি বারবার বিশ্বাস রেখেছে। দেশের কোটি কোটি নাগরিককে আমার শ্রদ্ধা তাই। ভগবান অনেক দয়ালু। উনি কারও মাধ্যমে নিজের ইচ্ছের পূরণ করে।  তাই আজ বিরোধীরা বলার জায়গা পাচ্ছেন। 

Parliament LIVE Updates: রাজ্যসভায় বিল পেশ মোদি সরকারের

মোদি সরকারের বিরুদ্ধে ফের প্রতিষ্ঠানকে কব্জা করার চেষ্টার অভিযোগ। দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করবে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন প্যানেল। প্যানেলে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন এক কেন্দ্রীয় মন্ত্রী ও বিরোধী দলনেতা।রাজ্যসভায় বিল পেশ মোদি সরকারের। সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করে প্যানেল তৈরির বিল পেশের অভিযোগ

Parliament LIVE News Updates: মোদির বিরুদ্ধে মন্তব্যের জন্য বিরোধীদের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সিন্ধিয়া

প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, "আমি ২০ বছর ধরে সংসদে ছিলাম কিন্তু এরকম কিছু দেখিনি৷ প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে করা মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত, শুধু সমাবেশে নয়, পুরো জাতির সামনে।  

Parliament LIVE Updates: প্রধানমন্ত্রী উত্তর-পূর্বকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছেন: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের নিন্দা করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, "গতকাল রাহুল গান্ধী বলেছিলেন যে প্রধানমন্ত্রীর জন্য মণিপুর ভারতের অংশ নয়। আমি আপনাকে বলতে চাই যে প্রধানমন্ত্রী উত্তর-পূর্বকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছেন... ভারতকে বিভক্ত দেখার আদর্শ আপনার, আমাদের নয়।"

Parliament LIVE News Updates: মণিপুরে কংগ্রেস শাসনের তুলনায় অশান্তি ৩ গুণ কম হয়েছে, অধীরকে পাল্টা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

মণিপুরে হিংসা নিয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিবৃতির প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “গত নয় বছর অশান্তির দৃষ্টিকোণ থেকে মণিপুরে সবচেয়ে শান্তিপূর্ণ ছিল। কংগ্রেসের ১০ বছরের শাসনের তুলনায় তিনগুণ কম অশান্তি এবং ছয় গুণ কম মৃত্যু হয়েছে।

Parliament LIVE Updates: 'মণিপুর ইস্যুতে বিরোধীদের সঙ্গে একমত', মন্তব্য করেছিলেন অমিত শাহ

এর আগে, অনাস্থা প্রস্তাবের আলোচনার সময়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বলেছিলেন যে তিনি মণিপুর ইস্যুতে বিরোধীদের সঙ্গে একমত যে সেখানে যে সেখানে হিংসা রয়েছে। আমরাও দুঃখিত। যে ঘটনা ঘটেছে তা লজ্জাজনক, কিন্তু এটা নিয়ে রাজনীতি করা আরও লজ্জাজনক।

PM Narendra Modi Speech LIVE Updates: বিকেল ৪টেয় সংসদের নিম্নকক্ষে বক্তব্য রাখবেন মোদি

পিএমও-এর তরফে জানান হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকেল ৪টেয় সংসদের নিম্নকক্ষে মণিপুর নিয়ে বক্তব্য রাখবেন। 


 





PM Modi Speech LIVE Updates: সংসদের নিম্নকক্ষে মণিপুর নিয়ে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী

আজ বিকেল ৪টেয় সংসদের নিম্নকক্ষে মণিপুর নিয়ে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই সূত্রের খবর। 

Parliament LIVE Updates: লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাবি বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী

আজ, সংসদের লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাবি বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুরের হিংসা ও অশান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী সংসদে কী বক্তব্য রাখেন, সে দিকে নজর থাকবে সকলের।

প্রেক্ষাপট

নয়া দিল্লি: বিরোধীদের (Opposition) অনাস্থা প্রস্তাব, স্লোগানের মধ্যেই লোকসভায় (Lok Sabha) নরেন্দ্র মোদি (Narendra Modi)। অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার জবাব দিতে পারেন তিনি, এমনটাই সূত্রের খবর। বুধবারই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, বিরোধীদের অনাস্থা প্রস্তাবের জবাব ১০ অগাস্ট লোকসভাতে দেবেন মোদি। সেই কারণে গোটা দেশের নজরে আজ সংসদ (Parliament)।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.