বারাণসী : ভারতের দেশীয় অস্ত্রের কী ক্ষমতা তা গোটা বিশ্ব দেখেছে 'অপারেশন সিঁদুরের' সময়। ফের একবার হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। সেই প্রসঙ্গের কথা এদিন নিজের নির্বাচনী ক্ষেত্র বারাণসীর এক জনসভায় তুললেন প্রধানমন্ত্রী। স্বদেশী সামগ্রীর কথা তুলে ধরে তিনি বলেন, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল ও ড্রোন 'আত্মনির্ভর ভারতের' ক্ষমতা জুগিয়েছে। হিন্দিতে প্রধানমন্ত্রী বলেন, "ভারতের শত্রুদের মনে ভয় ধরিয়ে দিয়েছে 'ব্রহ্মোস' মিসাইল। ব্রহ্মোস মিসাইলের শব্দ শুনলে পাকিস্তান ঘুমায় না।" লখনউয়ে ব্রহ্মোস অ্যারোস্পেসের নতুন উদ্বোধনীকৃত ইন্টিগ্রেশন এবং টেস্টিং সুবিধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে, তিনি খুশি যে এখন উত্তরপ্রদেশে ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। তাঁর কথায়, "পাকিস্তান আবার যদি কোনও পাপ করে তাহলে উত্তরপ্রদেশের তৈরি ক্ষেপণাস্ত্র জঙ্গিদের ধ্বংস করে দেবে।"

দিন কয়েক আগে অপারেশন সিঁদুর (Operation Sindoor Discussion in Parliament) নিয়ে আলোচনায় উত্তাল হয়ে উঠেছিল সংসদ। শাসক-বিরোধী উভয়পক্ষই একে অপরকে নিশানা করে। এদিন ফের একবার অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। একহাত নেন কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে। তিনি বলেন, "প্রত্যেকেই বুঝতে পারছে যে পাকিস্তান হতাশ। কিন্তু, পাকিস্তান যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে সেই যন্ত্রণা সহ্য করতে পারছে না কংগ্রেস ও সমাজবাদী পার্টি। পাকিস্তান কাঁদছে, আর এখানে, জঙ্গিদের অবস্থা দেখে কংগ্রেস এবং সপাও কাঁদছে।" "বাহিনীর বীরত্বকে ক্রমাগত অপমান করে যাচ্ছে কংগ্রেস", এমন অভিযোগ তুলেও সরব হন তিনি। 'অপারেশন সিঁদুর' নিয়ে সংসদে আলোচনার মধ্যেই 'অপারেশন মহাদেব' চালিয়ে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় জড়িত তিন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। যে প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর প্রশ্ন, "সমাজবাদী পার্টির নেতারা প্রশ্ন করছেন ওই নির্দিষ্ট দিনেই কেন পহেলগাঁও হামলার জঙ্গিদের মারা হল ? কোনও পদক্ষেপ নেওয়ার আগে কি তাহলে ফোন করে ওদের অনুমতি নিতে হবে ?" প্রধানমন্ত্রী বক্তব্য, পহেলগাঁও হামলায় ২৬ জন নিরীহকে খুনের প্রতিশোধ নেওয়ার জন্য তাঁর যে প্রতিশ্রুতি ছিল তা ভগবান শিবের আশীর্বাদে অপারেশন সিঁদুরের মাধ্যমে পূরণ হয়েছে। তাঁর কথায়, "১৪০ কোটি দেশবাসীর একতা অপারেশন সিঁদুরের শক্তি হয়ে উঠেছে।"