নয়া দিল্লি: মঙ্গলবারই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। এই প্রেক্ষিতে এদিন বাজেট নিয়ে ভার্চুয়ালি বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশবাসীর উদ্দেশে কী জানালেন?
- ‘১০০ বছরে সবথেকে বড় মহামারীর সঙ্গে লড়ছে দেশ’
- ‘করোনাকালের আগের বিশ্ব এবং পরের বিশ্ব আলাদা’
- ‘করোনা পরবর্তী সময়ে অনেক কিছুই বদলে যাবে’
- ‘নতুন সঙ্কল্প নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে’
- ‘ভারতকে আত্মনির্ভর করতে হবে, এটাই আদর্শ সময়’
- ‘আধুনিক ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রের বাজেট’
- ‘আগের সমস্ত নীতিগত ত্রুটি শোধরানো হচ্ছে’
- ‘কেন্দ্রের বাজেট দেশের সার্বিক বিকাশে গতি আনবে’
- ‘দেশের অর্থব্যবস্থা ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকায় পৌঁছে গিয়েছে’
- ‘কেন্দ্রের বাজেটে দেশের অর্থব্যবস্থা মজবুত হবে’
- ‘৪ কোটি বাড়িতে জল সরবরাহের লক্ষ্য কেন্দ্রের’
- ‘গরিবের জন্য ৮০ লক্ষ পাকা বাড়ি তৈরি করা হবে’
- ‘নতুন পাকা বাড়ি তৈরির জন্য ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ’
- ‘মহিলাদের নামে বাড়ির মালিকানা দেওয়া হবে’
এদিন প্রধানমন্ত্রী বলেন, "সীমান্ত সুরক্ষা আরও বাড়াতে হবে। সীমান্তবর্তী গ্রামেও উন্নয়নের গতি আনতে হবে। উন্নয়নের কাজ যত হবে, ততই সুরক্ষিত হবে সীমান্ত। সীমান্তবর্তী এলাকার শিশুদের এনসিসি-র প্রতি আকর্ষণ বাড়াতে হবে। পার্বত্য এলাকায় জাতীয় রোপওয়ে কর্মসূচি নেওয়া হয়েছে। বাজেটে কৃষকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ। কৃষিকাজে আরও টেকনোলজির সাহায্যের কথা বলা হয়েছে। জমি থেকে রাসায়নিক সার দূর হলে কৃষিকাজ ভাল হবে। এতদিন দারিদ্র দূরীকরণের কথা বলা হত শুধু, কাজ হত না। ইন্ডাস্ট্রিয়াল করিডোর হত কি? এত রাস্তা হত কি?। এবার প্রাকৃতিক কৃষি করিডোর হবে। প্রথম পর্যায়ে উত্তরাখণ্ড-উত্তরপ্রদেশ-বিহার-ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ প্রাকৃতিক কৃষি করিডোর। গঙ্গার ধার ধরে ৫ কিলোমিটার ধরে প্রাকৃতিক কৃষি করিডোর হবে। অর্গানিক চাষ হলে, সেই শস্যের চাহিদা আরও বাড়বে। কর্মসংস্থানের লক্ষ্যে স্টার্ট আপ ভারত’।