শিবাশিস মৌলিক, কলকাতা: বুধবার, কলকাতায় ১৫ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি পরিবহণ প্রকল্পের (Kolkata Metro Projects Inauguration) উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের আশা, এর ফলে মহানগরে যান-চলাচলের চাপ কমবে, বাড়বে যাত্রী-স্বাচ্ছন্দ্য। উদ্বোধনের আগে প্রকল্পগুলি নিয়ে সাধারণ মানুষের মনে উৎসাহ তুঙ্গে। একনজরে জেনে নেওয়া যাক প্রকল্পগুলি সম্পর্কে?


হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো...
গঙ্গার মতো এমন বিপুল নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবা গোটা দেশে এই প্রথম। হাওড়া মেট্রো স্টেশনই ভারতের সবথেকে গভীরতম মেট্রো স্টেশন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে রুটের উদ্বোধন করবেন, তার নাম Green Line। কদিন আগে মেট্রোর তরফে ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৫ টাকা, ধর্মতলা আসতে ১০ টাকার টিকিট কাটতে হবে। দক্ষিণেশ্বর যেতে লাগবে ৩০ টাকা। বরাহনগর, নোয়াপাড়া পর্যন্তও ভাড়া ৩০ টাকাই। আবার দক্ষিণে মাস্টারদা সূর্যসেন, গীতাঞ্জলী, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ পর্যন্তও ৩০ টাকা ভাড়া।  
আরও একটি তথ্য জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। তা হলে হাওড়া স্টেশন থেকে কলকাতার উত্তর বা দক্ষিণ যে দিকেই যাওয়া হোক না কেন, আলাদা করে বার বার টোকেনের প্রয়োজন নেই। একটি টোকেনেই সম্ভব হবে। ধরা যাক, হাওড়া থেকে ধর্মতলায় এসে কাউকে লাইন বদল করতে হল। সেক্ষেত্রে তাঁকে আর নতুন করে টোকেন কাটতে হবে না। ওই এক টোকেনেই যাত্রা করতে পারবেন তিনি।


তারাতলা-মাঝেরহাট মেট্রো স্টেশন (জোকা-এসপ্ল্যানেড মেট্রো লাইনের অংশ)
আগামীকাল এই রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে মাঝেরহাট মেট্রো স্টেশনের একটি বিশেষত্ব থাকছে। যে ভাবে উচ্চতা বাড়িয়ে এটি তৈরি করা হয়েছে, তা স্বতন্ত্র। 


কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো সেকশন 
আগামীকাল এই অংশটিরও উদ্বোধন হওয়ার কথা। মেট্রো রেলের তরফে চিফ পাবলিক রিলেশনস অফিসার কৌশিক মিত্র বলেন, 'কলকাতার মানুষের জন্য এগুলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার। বহু দিন ধরে দেখে আসা একটি স্বপ্ন এই উদ্বোধনের পর বাস্তবায়িত হবে।' প্রসঙ্গত, গত ২ মার্চ, কৃষ্ণনগরের সভা থেকে প্রধানমন্ত্রী ফরাক্কা থেকে রায়গঞ্জ পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়কের উদঘাটন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ হাজার কোটি টাকা খরচ হয় এতে, জানান তিনি। এবার আরও তিন প্রকল্পের উদ্বোধন।


আরও পড়ুন:বিচারপতি পদ থেকে ইস্তফা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, এবার দেখা যাবে মানুষের আদালতে