২০১৮র মে মাসের মন কি বাত-এর একটি ক্লিপও মোদি শেয়ার করেছেন যাতে তিনি সাভারকরের উল্লেখ করেছিলেন। সেই ক্লিপে তিনি বলেছিলেন, এটা সত্যিই দুঃখজনক যে, আমরা দীর্ঘদিন ধরে ১৮৫৭র ঘটনাবলীকে শুধুমাত্র সেনাবিদ্রোহ বলে দেখে আসছি। বীর সাভারকরই প্রথম তাঁর লেখায় জোরের সঙ্গে বলেছিলেন, ১৮৫৭-য় যা হয়েছিল, সেটা দেশের প্রথম স্বাধীনতার লড়াই। বহু মানুষকে স্বাধীনতার লড়াইয়ে সামিল হতে উদ্বুদ্ধ করেছিলেন, সাভারকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2020 04:53 PM (IST)
তিনি ট্যুইট করেছেন, সাহসী বীর সাভারকর জয়ন্তীতে তাঁকে মাথা নত করে শ্রদ্ধা জানাই। ওনার সাহস, অন্য অনেককে স্বাধীনতা যুদ্ধে যোগদানে প্রাণিত করা ও সমাজ সংস্কারে গুরুত্ব দেওয়ার জন্য ওনাকে স্মরণ করছি।
নয়াদিল্লি: বিনায়ক দামোদর সাভারকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ১৮৮৩ সালে জন্ম হয়েছিল সাভারকরের। স্বাধীনতা সংগ্রামে প্রয়াত সাভারকরের ভূমিকা, অবদান নিয়ে প্রবল বিতর্ক আছে। ইতিহাসবিদদের একাংশ স্বাধীনতা সংগ্রামীর চেয়ে বেশি তাঁকে চিহ্নিত করে থাকেন হিন্দুত্ববাদের প্রবক্তা হিসাবে। প্রধানমন্ত্রী মোদি অবশ্য সাভারকর বহু মানুষকে স্বাধীনতার লড়াইয়ে সামিল হতে উদ্বুদ্ধ করেছিলেন বলে অভিমত জানিয়েছেন। তিনি ট্যুইট করেছেন, সাহসী বীর সাভারকর জয়ন্তীতে তাঁকে মাথা নত করে শ্রদ্ধা জানাই। ওনার সাহস, অন্য অনেককে স্বাধীনতা যুদ্ধে যোগদানে প্রাণিত করা ও সমাজ সংস্কারে গুরুত্ব দেওয়ার জন্য ওনাকে স্মরণ করছি।