মদের দোকানে লাইন দেওয়ার টোকেন নিন অ্যাপে! কেরলে আসছে নতুন সুবিধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2020 02:15 PM (IST)
প্রকাশ্যে এসেছে BevQ নামে একটি অ্যাপ, যা কেরল স্টেট বেভারেজ কর্পোরেশনের (Bevco) অনুমতি মিললেই ব্যবহার করা যাবে।
তিরুবনন্তপুরম: লকডাউনে দীর্ঘদিন মদের দোকান বন্ধ থাকায় একপ্রকার হাঁপিয়ে উঠেছিল সুরাপ্রেমীরা। তারই প্রতিফলন দেখা যায়, লকডাউনের তৃতীয় দফায় দোকান খোলার পর। ভিড় উপছে পড়ে পানীয়র জন্য শুরু হয় বিশৃঙ্খলা। সামাজিক দূরত্ববিধি শিকেয় ওঠে। তাতে বেড়ে যায় করোনা আশঙ্কা। এবার পরিস্থিতি সামাল দিতে মদের দোকানে লাইন দেওয়া যাবে ভার্চুয়ালি অর্থাৎ অ্যাপ মারফত। প্রকাশ্যে এসেছে BevQ নামে একটি অ্যাপ, যা কেরল স্টেট বেভারেজ কর্পোরেশনের (Bevco) অনুমতি মিললেই ব্যবহার করা যাবে। আবগারি দফতরের মন্ত্রী টি পি রামকৃষ্ণন এই অ্যাপ আনুষ্ঠানিক ভাবে সবার জন্য নিয়ে আসবেন ফাইনাল ট্রায়ালের পর। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। এখান থেকেই মদ কেনার টোকেন মিলবে। যাদের ফোনে অ্যাপ ডাউনলোডের সুবিধে নেই, তাদের এসএমএসে এই সুবিধে দেবে বেভকো। যিনি অ্যাপ থেকে নিজের টোকেন বুক করবেন, তাঁকেই সশরীরে আসতে হবে দোকানে। অন্য কাউকে পাঠালে চলবে না।