জলপাইগুড়ি: দেখা গেল, কেরলের মত পশ্চিমবঙ্গেও বন্যপ্রাণীরা নিরাপদ নয়। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানের কোর এলাকায় ঢুকে চোরাশিকারীরা একটি বাইসন শিকার করেছে। এখানেই শেষ নয়, সেই বাইসনের মাংস ও হাড়িয়া সহযোগে আসর বসিয়েছিল তারা।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার বনবস্তির ৯ জন বাসিন্দা জাতীয় উদ্যানের কোর এলাকায় ওই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হওয়ার পর বন দফতরের কুকুর নিয়ে তল্লাশি চালানো হয়। ৯ জন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে ধৃতকে রাখা হয় মেটলি থানায়।  ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বাইসনের রান্না করা মাংস।

এই ঘটনায় গরুমারা জাতীয় উদ্যানের সুরক্ষা ব্যবস্থা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।