পুলকার নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, পরামর্শ পাঠাল খড়গপুর আইআইটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Feb 2020 08:15 AM (IST)
পাশাপাশি পোলবাকাণ্ডে ধরা পড়ার পর পুলকার চালক দাবি করেছেন, নিয়মিত বদল হত পুলকার। গোটা বিষয়টি চলত অভিভাবকদের অন্ধকারে রেখেই।
কলকাতা: পোলবাকাণ্ডের পর পুলকার নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া যায়, তা খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের কাছে জানতে চেয়েছিল পরিবহণ দফতর। সেই পরামর্শ পাঠিয়েছে খড়গপুর আইআইটি। এর আগেও পুলকার নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়। পোলবাকাণ্ডে এসএসকেএমে ভর্তি ঋষভ সিংহর মৃত্যুর পর প্রশ্ন উঠছে, এবারও আইআইটি-র পরামর্শ মেনে চলা হবে তো? পাশাপাশি পোলবাকাণ্ডে ধরা পড়ার পর পুলকার চালক দাবি করেছেন, নিয়মিত বদল হত পুলকার। গোটা বিষয়টি চলত অভিভাবকদের অন্ধকারে রেখেই।