নয়াদিল্লি: পুলিশ কমেমোরেশন ডে উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো পুলিশকর্মীদের শ্রদ্ধা জানালেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালে মৃত পুলিশকর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বলেন, এখনও পর্যন্ত ৩৫,৩৯৮ জন পুলিশকর্মী কর্তব্যরত অবস্থায় দেশের জন্য প্রাণ বিসর্জন করেছেন।


প্রতি বছর ২১ অক্টোবর পালিত হয় ন্যাশনাল পুলিশ কমেমোরেশন ডে। শাহ বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ৩৪৩ জন পুলিশকর্মী। পুলিশ মেমোরিয়ালের দেওয়ালে তাঁদের নাম খোদিত রয়েছে। তাঁর কথায়, এই স্মৃতিসৌধ শুধু ইট, সিমেন্ট দিয়ে তৈরি হয়নি। এটি আমাদের সেনাদের প্রাণ বিসর্জনের কথা মনে পড়ায়। স্বাধীনতার পর থেকে যাঁরা দেশরক্ষার লড়াইয়ে নেমে নিজেদের প্রাণ দিয়েছেন তাঁদের আমরা সেলাম করি।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভয়ঙ্কর অপরাধ থেকে আইনশৃঙ্খলা রক্ষা করা, বিপর্যয় মোকাবিলায় সাহায্য থেকে করোনার বিরুদ্ধে লড়াই- পুলিশকর্মীরা কোনও ইতস্তত না করেই সব সময় তাঁদের সেরাটা দেন। যেভাবে তাঁরা সব সময় দেশের মানুষকে সাহায্য করেন, তাতে আমরা গর্বিত। তাঁদের বলিদান এবং সহায়তা সব সময় স্মরণ করবেন মানুষ।



১৯৫৯-এ লাদাখের হট স্প্রিং এলাকায় চিনা সেনার আচমকা হামলায় শহিদ হন ১০ জন পুলিশকর্মী। তাঁদের স্মরণে পালন করা শুরু হয় ন্য়াশনাল পুলিশ কমেমোরেশন ডে।