কলকাতা: ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। পথে বেপরোয়া লরির ধাক্কায় মাপা গেলেন জনৈক পুলিশ অফিসার। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ একবালপুরের ডায়মন্ড হারবার রোডে ঘটনাটি ঘটেছে।
মৃত অফিসার কলকাতা পুলিশের এএসআই ছিলেন, নাম বিকাশচন্দ্র রায়। গার্ডেনরিচ থানায় ডিউটি সেরে উত্তর কলকাতার বাড়িতে ফিরছিলেন তিনি। একবালপুর সিগনালে দাঁড়িয়ে থাকার সময় তাঁর মোটরবাইকে একটি পণ্য বোঝাই লরি ধাক্কা মারে। বছর পঞ্চাশের ওই পুলিশ অফিসারকে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
লরি নিয়ে চালক পলাতক। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরিটি চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
ডিউটি সেরে ফেরার পথে বাইকে ধাক্কা মারল লরি, মৃত্যু পুলিশ অফিসারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jul 2020 08:40 AM (IST)
লরি নিয়ে চালক পলাতক। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরিটি চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -