মুম্বই: মহারাষ্ট্রের বুলধানা জেলার চিখালি থানা আলোর মালায় সেজে উঠল ৯ বছরের মেয়ের ধর্ষণে ২ অভিযুক্তের দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ড হওয়ার ঘটনায়। মেয়েটি ন্যয়বিচার পেয়েছে বলে জানিয়ে পুলিশকর্মীরা থানার ভবন আলোয় সাজিয়ে মিষ্টি বিলি করেন, বাজি ফাটান। ২০১৯ এর ২৬ এপ্রিল মেয়েটি ধর্ষণের শিকার হয়। তার বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। দ্রুত দুই অভিযুক্ত ধরা পড়ে। পুলিশ সব তথ্যপ্রমাণ সংগ্রহ করে চার্জশিট জমা দেয়। বিশেষ দায়রা আদালত তাদের ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ অনুচ্ছেদ ও শিশু যৌন নির্যাতন রোধ আইনে (পকসো) দোষী সাব্যস্ত করে মৃত্য়ুদণ্ড দেয়। পুলিশের বক্তব্য, মেয়েটি দ্রুত ন্যয়বিচার পেল। এতে তাঁরা যেমন খুশি, তেমনই খুশি স্থানীয় বাসিন্দারাও। সেলিব্রেশনে মেয়েটি, তার বাবাও ছিলেন।
তবে দোষীদের হাতে আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে আপিল করার সময় আছে, তাই তাদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দিনক্ষণ ঘোষণা করা হয়নি।