নয়াদিল্লি: দেশজুড়ে আজ থেকে শুরু হল ৩ দিন ব্যাপী পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। পোলিও টিকাকরণ এই কর্মসূচি মূলত রবিবার হয়ে থাকে। তাই পোলিও রবিবার বলেই পরিচিত। ৩১ জানুয়ারি প্রতিবছর জাতীয় পোলিও দিবস হিসেবে পালিত হয়। পোলিও টিকাকরণের এই কর্মসূচি শেষ হবে মঙ্গলবার।

২০১৪ সালে পোলিওমুক্ত ভারত বলে ঘোষণা করা হয় ভারতকে। চলতি বছরের পালস পোলিও কর্মসূচি শুরু করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে। জানা গিয়েছে, ৫ বছর বা তার কম বয়সি ১৭ কোটি শিশুকে টিকা দেওয়া হবে। দেশজুড়ে ২৪ লক্ষ স্বেচ্ছাসেবি এবং দেড় লক্ষ সুপারভাইজার এই কর্মসূচিতে অংশ নেবেন। প্রায় ২ কোটি স্বাস্থ্যকর্মী বাড়ি গিয়ে টিকা দেবেন।

৩ দিনের এই কর্মসূচিতে শুধুমাত্র উত্তরপ্রদেশে উপকৃত হবে ৩কোটি ৪০ লক্ষ শিশু। শিশুদের টিকা দিয়ে এই কর্মসূচি উদ্বোধন কার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথের। এদিন লক্ষ্ণৌর ডাফরিন হাসপাতালে এই কর্মসূচি মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশের ১ লক্ষ ১০ হাজার বুথে এই টিকাদান শুরু হয়েছে। ৬৯ হাজার দল এই কাজ করবে। বাড়িতে গিয়েও টিকা দেওয়া হবে বলে খবর। কোভিড পরিস্থিতিতে যাবতীয় বিধি মেনেই হবে এই কর্মসূচি। বাধ্যতামূলক সামাজিক দূরত্ববিধি মানা, মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানতে হবে। কোভিড পরিস্থিতিতে শিশুদের সঙ্গে বয়স্কদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

এর আগে ১৭ জানুয়ারি এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু করোনা টিকাকরণ। বিবৃতি দিয়ে সরকার জানায়, ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হবে করোনার টিকাকরণ। তাই রাষ্ট্রপতির দফতরের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্যমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে পোলিও টিকাকরণ কর্মসূচি হবে।