আগরতলা: কাল ত্রিপুরার (Tripura) আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা। তার ২৪ ঘণ্টা আগে করোনার আশঙ্কার কথা বলে সভাস্থল বদলের নোটিস দিল পুলিশ। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। আগরতলার রবীন্দ্রভবনের সামনে সভা করতে অনড় তৃণমূল (TMC)। সভাস্থল বিতর্কে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ করছে তারা। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও (BJP)।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের আগে ফের সম্মুখ সমরে বিজেপি ও তৃণমূল। রবিবার আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা। তার ২৪ ঘণ্টা আগে সভাস্থল পরিবর্তনের নির্দেশ দিল ত্রিপুরা পুলিশ। তা নিয়েই বেধেছে সংঘাত। ঠিক ছিল রবিবার আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য মঞ্চ তৈরিও সম্পূর্ণ।


কিন্তু, শনিবার দুপুরে হঠাৎই জনসভার জায়গা বদলের জন্য নোটিস দেয় ত্রিপুরা পুলিশ। বলা হয়,  করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় সভা করতে হবে আগরতলার আস্তাবল ময়দানে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, "বিজেপি এভাবে ষড়যন্ত্র করছে, প্রথমে RT PCR জারি, সভা বানচাল করার কৌশল।" 


আরও পড়ুন, ‘দেশের সর্বত্র যাওয়ার সবার অধিকার আছে’, গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়


ত্রিপুরার বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেছেন, "তৃণমূলের অভিযোগের পার্টি, শুধু অভিযোগ করে।" ত্রিপুরা প্রশাসন শেষ মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল বদলের নির্দেশ দেওয়ায়, পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুস্মিতা দেব, কুণাল ঘোষরা।


এর আগে গত ১৫, ১৬ ও ২১ সেপ্টেম্বর - পরপর তিনদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় অনুমতি দেয়নি ত্রিপুরা প্রশাসন। সেই সময়ও দানা বেধেছিল বিতর্ক। কিন্তু এবার রবীন্দ্রভবনের সামনে সভা করতে অনড় তৃণমূল। তাদের যুক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায় Z PLUS ক্যাটিগরির নিরাপত্তা পান। সেই মতো সমস্ত আয়োজন করা হয়েছে। শেষ মুহূর্তে সভাস্থল পরিবর্তন সম্ভব নয়। 






এই বিতর্কের মধ্যেই করোনা বিধি নিয়ে কড়াকড়ি করে আরও একটি নির্দেশিকা জারি করে ত্রিপুরা সরকার। তাতে বলা হয়েছে,ভিনরাজ্য থেকে ত্রিপুরায় আসার ৪৮ ঘণ্টা আগে করানো RT-PCR নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখা বাধ্যতামূলক। রিপোর্ট না নিয়ে ত্রিপুরায় ঢুকলে, রাজ্য সরকারই যাত্রীর RT-PCR টেস্ট করাবে। সেই রিপোর্ট যতক্ষণ না আসছে, ততক্ষণ পর্যন্ত কোথাও যেতে পারবেন না ওই যাত্রী।


ত্রিপুরার বিজেপি সরকারের কোভিড সংক্রান্ত নির্দেশিকায় কেরল, হিমাচল প্রদেশ, সিকিম ও মণিপুরের পাশাপাশি নাম আছে বাংলার। ফলে এখন বাংলা থেকে কেউ ত্রিপুরায় গেলে, ৪৮ ঘণ্টা আগে করানো RTPCR নেগেটিভ রিপোর্ট থাকা আবশ্যিক। এই নির্দেশিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল।