সমীরণ পাল, খড়দা: ভোট চলাকালীন খড়দা (Khardah) স্টেশন রোডে আক্রান্ত প্রাক্তন সিপিএম (CPIM) বিধায়ক তন্ময় ভট্টাচার্য (Tanmay Bhattacharya)। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। মাথা ফাটে প্রাক্তন সিপিএম বিধায়কের। তন্ময় বলেন, "কয়েক জায়গায় আমাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি। আমরা চাই, নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক।''


দমদম উত্তরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য জানিয়েছেন, তিনি যখন গাড়ি থেকে নেমে হেঁটে দলীয় কার্যালয় থেকে আসে ছিলেন তখনই পিছন থেকে একটা পাথর বা ইট তাঁর ঘাড়ে গিয়ে পড়ে। তাঁর প্রচণ্ড আঘাত লাগে। তিনি পিছন ফিরে দেখেন কালো মাস্ক পরা একটি ছেলে দৌড়ে চলে যাচ্ছে। তাঁর সন্দেহ ওই ব্যক্তি ইট মেরেছে। যদিও কাউকে দেখতে পাননি বলে সরাসরি অভিযোগ করছেন না তন্ময় ভট্টাচার্য। 


এর পাশাপাশি মোটের উপর নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে বলেই মন্তব্য করেন প্রাক্তন সিপিএম বিধায়ক। তিনি বলেন, আমি  নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি। এখনও নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হচ্ছে। ব্যতিক্রম গতকাল রাতে এবং আজ সকালে অপূর্বনগরে পোলিং এজেন্টকে বাধা দেওয়া হয়েছে। শহরে কোনও সমস্যা নেই। অপূর্বনগর, মহিষপোতা, পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি। তেঘরিয়ার একটি বুথে বসতে পেরেছেন পোলিং এজেন্ট। 


এদিকে ভোট শুরু হওয়ার একঘণ্টার মধ্যেই বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের যুগবেড়িয়ায় তৃণমূলের (TMC) বিক্ষোভের মুখে পড়েন খড়দার (Khardah) বিজেপি (BJP) প্রার্থী জয় সাহা (Joy Saha)। তৃণমূল কর্মীদের অভিযোগ, প্রতীক লাগানো গাড়িতে চড়ে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী। এই অভিযোগে যুগবেড়িয়া এলাকায় বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বুথের বাইরে বেআইনি জমায়েত করে ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূলই, পাল্টা অভিযোগ বিজেপি প্রার্থীর।


কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ চার রাজ্যের কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছ ভোটগ্রহণ। আর ভোটগ্রহণের শুরুতেই অশান্তির ছবি। তৃণমূলের অভিযোগ, গাড়ির সামনে লোগো ব্যবহার করে ভোট কেন্দ্রে আসেন বিজেপি প্রার্থী জয় সাহা। পাল্টা বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোটকেন্দ্রের বাইরে অবৈধভাবে জমায়েত করেছে তৃণমূল। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। গোটা গলি সিল করে রাখে পুলিশ।


আরও পড়ুন: Mamata Banerjee in Goa: ‘দেশের সর্বত্র যাওয়ার সবার অধিকার আছে’, গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়


আরও পড়ুন:  West Bengal Bypoll 2021: 'গো ব্যাক স্লোগান,' তৃণমূলের বিক্ষোভের মুখে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা