আশাবুল হোসেন, কলকাতা: ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) প্রথম দফার ভোট। তার আগে বিজেপি বিরোধী শক্তিদের একজোট করতে এবার লড়াইয়ের মঞ্চ জোরদার করতে তৎপর সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে অখিলেশের (Akhilesh Yadav) দূত কিরণময় নন্দের বৈঠক হবে এই আবহেই। 


অখিলেশের দূত হয়ে কাল কলকাতায় আসছেন কিরণময় নন্দ। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৪.৩০: কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করবেন কিরণময়। মমতার সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক চান অখিলেশ যাদব। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ ভোটের আগে কর্মিসভায় মমতাকে চান অখিলেশ। 


উত্তরপ্রদেশ ভোট নিয়ে পারদ চড়ছে হু হু করে। রাম রাজ্যে এবার মুখোমুখি  বিজেপি ও সমাজবাদী পার্টি। ক্ষমতা দখলের লড়িয়ে মরিয়া দুই দলই। যোগীকে পরাস্ত করে সিংহাসন দখলের লড়াই জারি রেখেছেন মুলায়ম সিংহ পুত্র অখিলেশ। ২০২১ সালের বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার পর জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন আরও জোরদার হয়েছে। পাশাপাশি বাংলায় বিপুল ভোটে জয়লাভ করার পরেই সর্বভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। এই আবহে আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনের আগে অখিলেশ-মমতা বৈঠক নিয়ে জোর চর্চাও চলছে ওয়াকিবহাল মহলে। 


ভবানীপুর উপনির্বাচনে জয়ের পর  ট্যুইট করে শুভেচ্ছা জানিয়ে অখিলেশ বলেছিলেন,  মমতাদির জয়ই সত্যের জয়। সমাজবাদী পার্টির নেতা লিখেছেন, এটাই 'সত্যমেব জয়তে' রীতি। অন্যদিকে আবার সূত্রের খবর, মমতা দিল্লি এসে জানিয়েছিলেন, অখিলেশের প্রয়োজন হলে তিনি পাশে দাঁড়াবেন। এদিকে, উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন হবে। শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। চলবে ৭ মার্চ পর্যন্ত। ভোট গণনা ১০ মার্চ।  উত্তরপ্রদেশে ৪০৩টি আসনে ভোটগ্রহণ হবে। 


এদিকে, বিধানসভা নির্বাচনে বাকি নেই একমাসও। তার আগে রাজ্যের কৃষকদের (Farmers) জন্য বড় ঘোষণা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav)। ক্ষমতায় এলে তাঁর সরকার উত্তরপ্রদেশের কৃষকদের (Farmers) সেচকার্যের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা এবং সুদমুক্ত ঋণ (Interest Free Loan) দেবে বলে প্রতিশ্রুতি দিলেন তিনি। একই সঙ্গে, কৃষকদের জন্য বিমা এবং পেনশনের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন অখিলেশ।


সোমবার লখনউয়ে সাংবাদিক বৈঠক করেন অখিলেশ। সেখানে গম এবং চাল ছুঁয়ে শপথ নেন অখিলেশ, ‘‘কৃষকদের উপর অত্যাচার করেছে যারা, তাদের আমরা হারাব এবং রাজ্য থেকে তাড়ব।’’