নয়া দিল্লি : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গোয়া (Goa) সফরের আগেই তৃণমূল-আপকে আক্রমণ কংগ্রেস নেতা পি চিদম্বরমের (P Chidambaram)। "গোয়ায় আপ এবং তৃণমূল অবিজেপি ভোটকে ভাগ করবে।" এমনই দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা গোয়ায় দলের পর্যবেক্ষক চিদম্বরম। তাঁর বক্তব্য, গোয়ায় লড়াই হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে।


এক বিবৃতিতে চিদম্বরম বলেছেন, আমার ব্যাখ্যা হচ্ছে আপ (তৃণমূলও) গোয়ায় অবিজেপি ভোট ভাগ করবে শুধুমাত্র। তা নিশ্চিত করেছেন অরবিন্দ কেজরিওয়াল। গোয়ায় লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে।


তাঁর সংযোজন, যাঁরা শাসনের পরিবর্তন চান (১০ বছরের অপশাসনের) তাঁরা কংগ্রেসকে ভোট দেবেন। যাঁরা চান এই শাসন ব্যবস্থাই চলুক, তাঁরা বিজেপি-কে ভোট দেবেন। গোয়ার ভোটারদের সামনে পছন্দ স্পষ্ট। আপনি কি শাসনের পরিবর্তন চান? আমি গোয়ার ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি যে, তাঁরা শাসক পরিবর্তনের পক্ষে কংগ্রেসকে ভোট দিন।


আরও পড়ুন ; ৩ দিনের সফরে আজ ফের গোয়া যাচ্ছেন অভিষেক, প্রথম দফার প্রার্থীতালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা


তাঁর বক্তব্যের পাল্টা জবাব দেন অরবিন্দ কেজরিওয়াল। চিদম্বরমকে ট্যাগ করে তিনি ট্যুইটারে লেখেন, আপনাদের ভোট কেটে যাচ্ছে বলে কাঁদা বন্ধ করুন। যেখানে আশার আলো দেখবে, সেখানেই ভোট দেবে গোয়াবাসী। কংগ্রেস হচ্ছে বিজেপির কাছে আশা, গোয়ার কাছে নয়। আপনাদের ১৭ জন বিধায়কের মধ্যে ১৫ জনই বিজেপিতে চলে গেছেন।


এদিকে ৩ দিনের সফরে আজ গোয়া (Goa) যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজই তৃণমূলের (TMC) প্রথম দফার প্রার্থীতালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গোয়ায় শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে ৮ আসন ছাড়ছে তৃণমূল। বাকি ৩২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। 


প্রসঙ্গত, গোয়া বিধানসভায় রয়েছে ৪০টি আসন। ২০১৭-র বিধানসভা নির্বাচনে এখানে ১৭টি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস, বিজেপি জিতেছিল ১৩টিতে। অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল ১০টি আসন। কম আসন থাকা সত্ত্বেও গোয়ায় সরকার গঠনে সফল হয় গেরুয়া শিবির। সাহায্য নেয় আঞ্চলিক দলগুলির।