কলকাতা: তৃণমূলের পাখির চোখ বিজেপি-শাসিত ত্রিপুরা। এবার ওই রাজ্যে দলের স্টিয়ারিং কমিটি ও যুব সংগঠন তৈরির কথা ঘোষণা করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও নির্দেশ মেনে স্টিয়ারিং কমিটি ও যুব তৃণমূলের রাজ্য কমিটি গঠন করা হল বলে জানানো হয়েছে।                                                  



ত্রিপুরায় তৃণমূলের নতুন স্টিয়ারিং কমিটির রাজ্য আহ্বায়ক করা হয়েছে সুবল ভৌমিককে। ১৯ জনের স্টিয়ারিং কমিটির নেতৃত্বে থাকবেন সুস্মিতা দেব। ত্রিপুরায় যুব তৃণমূলের রাজ্য আহ্বায়ক হলেন বাপটু চক্রবর্তী। অন্যদিকে, তৃণমূলে যোগ দিচ্ছেন ত্রিপুরার লিগাল এইড সার্ভিসেসের রাজ্য চেয়ারম্যান সৃষ্টমোহন দাস। আজ কলকাতায় আসার আগে তিনি ইস্তফা দেন।                                        


কিছুদিন আগেই তৃণমূলে যোগ দেন সুস্মিতা দেব। অসম এবং ত্রিপুরায় তৃণমূলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। সম্প্রতি সনিয়া গাঁধীকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়েন সুস্মিতা দেব। এরপর রাজ্যসভায় সাংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করল তৃণমূল।                         


২০২৩-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ক্ষমতা দখলকে পাখির চোখ করেছে বাংলার শাসকদল। আর সেই লক্ষ্যে পৌঁছতে সে রাজ্যের মহিলা ভোট নিজেদের দিকে টানতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। এখানে তৃণমূল তুরুপের তাস করেছে সুস্মিতা দেবকে। প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেছেন, ত্রিপুরায় মহিলারা জনসংখ্যার প্রায় ৪৯ শতাংশ। মহিলাদের একটা ভিন্ন ভোট ব্যাঙ্ক রয়েছে। মহিলাদের ইউনিক চাহিদা যদি কেউ বোঝেন, সেটা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।