কলকাতা: সোশাল মিডিয়ায় এবার মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ তুললেন মদন মিত্রের পুত্রবধূ স্বাতী রায়। ফেসবুকে ভিডিও আপলোড করে তিনি তৃণমূল বিধায়কের বড় ছেলের বিরুদ্ধে এমনকী মিত্র পরিবারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ এনেছেন। নাম না করে প্রাক্তন মন্ত্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনলেন তাঁর পুত্রবধূ।                                       


ফেসবুকে একরাশ ক্ষোভ প্রকাশ করে মদনের পুত্রবধূ স্বাতী রায় বলেন, ‘২০১৪ সালে রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রীর বড় ছেলের সঙ্গে আমার বিয়ে হয়। কিন্তু কিছু দিন পরেই আমি বুঝতে পারি যে, আমার স্বামী একজন সাইকোপ্যাথ। সে মুঠো মুঠো ঘুমের ওষুধ এবং মদ খেত। আমাকেও মারধরও করত। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে মারধরের হাত থেকে বাঁচালেও কোনও লাভ হয়নি। কিন্তু, আমি বিচার চেয়েছিলাম। প্রতিবার মার খেতাম, যন্ত্রণা হত। সেই যন্ত্রণা ভোলার আগেই আবার মার খেতাম। সেটার কোনও বিচার আমি পাইনি।"              



মদনের পুত্রবধূর অভিযোগ, ২০১৯-এ কোনও মতে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। প্রথম দিকে তাঁকে টাকা দিয়ে সাহায্য করা হলেও পরে তা বন্ধ করা হয়। তাঁকে এবং তাঁর পরিবারকে বারবার ‘হুমকি’ দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ভয়ে দিদির বাড়িতে তিনমাস কাটান তিনি। তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন। শ্বশুর-স্বামী দু’জনেই তাঁকে এখনও চাপ দিচ্ছেন বলেও তাঁর অভিযোগ। তিনি এও বলেন, "আমি ওদের কোনও জিনিস নিইনি। আমার সব জিনিস ওদের কাছে। আর্থিক ভাবে এবং মানসিক ভাবে আমাকে মেরে ফেলতে চাইছে।" তাঁর দাবী, সমস্ত অভিযোগ সত্যি। কেউ প্রমাণ চাইলে ছবি এবং নথিও দেখাতে পারবেন। 


এদিকে,  পাল্টা পুত্রবধূর বিরুদ্ধেই ছেলেকে মারধরের অভিযোগ মদন মিত্রর।