আশাবুল হোসেন, কলকাতা: আগামী বছর ফেব্রুয়ারিতে গোয়ায় (Goa) বিধানসভা ভোট (Assembly Election)। তার আগে দ্বিতীয়বার গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনদিনের সফরে তাঁর সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ ও কাল তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর (TMC Supremo)।


আজ দুপুর ১টা নাগাদ গোয়া ইন্টারন্যাশনাল সেন্টারে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গোয়ার তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। দুপুর সাড়ে ৩টে নাগাদ বেনৌলিমে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ২ দিনে করবেন ৩টি জনসভা। ইতিমধ্যেই মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি তৃণমূলের সঙ্গে গাটছড়া বেঁধেছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের সফরে তৃণমূলে যোগ দিতে পারেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এনসিপি-র বিধায়ক আলেমাও চার্চিল-সহ একাধিক হেভিওয়েট। 


আরও পড়ুন, 'তৃণমূলে ফিরলে স্বাগত জানাব', প্রবীর ঘোষালকে পাশে নিয়ে বার্তা মদনের


জানা গেছে, সোমবার বিকেলে পানাজির কাছে নামী সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে দেখা করবেন মমতা। পরে রাজ্যস্তরের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় দক্ষিণ গোয়ার বেনৌলিম গ্রামে একটি সভা করবেন। পরের দিন অর্থাৎ ১৪ তারিখে পানাজিতে একটি সভা করবেন। পরে উত্তর গোয়ার আসনোরা গ্রামে আরও একটি মিটিং করবেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা নির্বাচন। জোরকদমে চলছে প্রচার, যোগদান কর্মসূচি। এই আবহে গোয়ায় তৃণমূলের সংগঠন বিস্তারের পর এই নিয়ে দ্বিতীয়বার সে রাজ্যে পা রাখতে চলেছেন তৃণমূলনেত্রী। তাঁর প্রথমবারের সফরে তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও অভিনেত্রী নাফিসা আলি। 


বার বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আদলে গোয়ায় ‘গৃহলক্ষ্মী কার্ড’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। বাংলায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ২৫ থেকে ৬০ বছরের মহিলারা মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি হলে মাসে মেলে ১ হাজার টাকা। কিন্তু গোয়ায় ক্ষমতায় এলে ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পে প্রত্যেক গৃহকর্ত্রীকে মাসে ৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল।