কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি দিল না বিদেশমন্ত্রক। একটি সংগঠনের আমন্ত্রণে ৬ অক্টোবর রোম সফরে যাওয়ার কথা ছিল তাঁর। এর আগে শিকাগো সফরে যেতেও মুখ্যমন্ত্রীকে অনুমতি দেওয়া হয়নি। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার ভবানীপুরের উপনির্বাচনী প্রচার থেকে মোদি ও কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। 


প্রচারে মমতা বলেন, "বিশ্ব শান্তির জন্য একটি মিটিং ছিল রোমে। দু মাস আগে এঁদের সঙ্গে কথাবার্তা হয়েছে।  জার্মান চ্যান্সেলর যাবেন, পোপ, ইমাম, ইতালির প্রধানমন্ত্রী আর আমাকে বলেছিলেন যাওয়ার জন্য। ইতালি সরকার আমাদের জন্য বিশেষ অনুমতি দিয়েছিল। আমাকে বিশ্ব শান্তি সম্মেলনে বারবার যাওয়ার জন্য বলেছে। অথচ কেন্দ্র আমার এই যাত্রা বাতিল করে দিল। কেন বন্ধ করল যে মুখ্যমন্ত্রীর জন্য না কি এই যাত্রা নয়। আমি যেখানেই যাব সেখানেই বাধা। আর আপনাদের লোক খালি এদিক-ওদিক ঘুরে বেড়াবে। তখন তো কেউ কিছু বলে না।"


মোদির আমেরিকা সফর নিয়েও এদিন কটাক্ষ করতে ছাড়েননি মমতা। তিনি বলেন, "কোভ্যাকসিন নিয়ে কেউ যদি কোথাও না যেতে পারে, তাহলে বিশেষ অনুমতি নিয়ে কীভাবে প্রধানমন্ত্রী মার্কিন সফরে গেলেন? কত ছাত্রছাত্রী, শিল্পপতিরা যেতে পারেননি কাজের জন্য। প্রধানমন্ত্রী মাঝে মাঝে দেশের কাজের জন্য যেতেই পারেন। কিন্তু আমাকে কেন রোমে যেতে দেওয়া হচ্ছে না। যেই শান্তির কথা উঠল ওমনি যাওয়া বন্ধ। আমি বিদেশে ঘুরতে যাই না। আমার অতো আগ্রহ নেই। কিন্তু রোমে গেলে তা দেশের জন্য গর্বের হত। হিন্দু ধর্মের জন্য যদি এত উদারতা তাহলে আমি একজন হিন্দু মহিলা, আমাকেই বারংবার আটকে দেওয়া হয় কেন? হিংসা, পুরো হিংসা থেকে এসব করা হয়।"  



আরও পড়ুন, বিজেপির রাজ্য সভাপতিকে জেড ক্যাটিগরির কেন্দ্রীয় নিরাপত্তা, 'একটু অসুবিধা হবে' জানালেন সুকান্ত মজুমদার


আগামী অক্টোবরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য  আমন্ত্রণ জানানো হয়েছিল। সমাজসেবায় তাঁর  অবদানের কথা উল্লেখ করে এই  আমন্ত্রণ জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল  রোমের একটি সংগঠন। ৬ অক্টোবর রোমে ২ দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে পোপ ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলকেও। বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্যেও মমতাকে শুভেচ্ছা জানানো হয়েছিল ওই সংগঠনের পক্ষ থেকে।


আগামী অক্টোবরে মুখ্যমন্ত্রীকে রোমে শান্তি সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিল কমিনিউনিটি অফ সন্ত এগিডিও। সমাজসেবা ও শান্তি প্রতিষ্ঠাই এই সংগঠনের লক্ষ্য। আগামী ৬ ও ৭ অক্টোবর সংগঠনের উদ্যোগে শান্তি সম্মেলন হবে।