Mamata Banerjee Live Updates ‘যতক্ষণ বাঁচব রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচব’, বহরমপুরের সভায় মমতা
‘গরু চুরি, কয়লা পাচারে অনেক টাকা করেছে বলে বিজেপিতে’... তোপ তৃণমূলনেত্রীর
বহরমপুরের জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘মাথার উপর আমি আছি। যদি অন্যায় করে, দল ছাড়ুক, খুশি হব। দুর্নীতি করলে বরদাস্ত করব না। জনগণের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিইনি। ত্রিপুরার মানুষ বুঝতে পারছেন, কী ভুল করেছেন। বিজেপি বাংলার মনীষীদের জানে না, বাংলাকে চেনে না।’
বহরমপুরের জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘বিজেপি পার্টি জমিদারদের দল, লুঠ করতে দেব না। নোটবন্দির পর ঘরবন্দি করেছে। এবার জনগনের আদালতে বিজেপিকে বন্দি হতে হবে। গুজরাত বাংলা শাসন করবে না। বাংলাই বাংলা শাসন করবে, তৃণমূলই বাংলা শাসন করবে।’
বহরমপুরের জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘বাংলার থেকে কম ধান কেনে কেন্দ্র। বাংলার কৃষকদের বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। বাংলা থেকে মাত্র ৭৬ হাজার মেট্রিকটন ধান কেনে কেন্দ্র। রাজ্য সরকারই কৃষকদের থেকে ধান কিনবে, চিন্তার কারণ নেই।’
বহরমপুরের জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ইতিমধ্যেই ৫৫ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করিয়েছেন। এবছর জন থেকে কৃষকরা ৬ হাজার টাকা করে পাবেন। ভাগচাষিরাও ৩ হাজার টাকা করে পাবেন। পরিযায়ী সরকারদের মোদি সরকার কোনও সাহায্য করেনি। ‘দলবদলু চোর-ডাকাতদের চার্টার্ড বিমানে দিল্লি নিয়ে যাচ্ছেন। কৃষকদের নিয়ে মোদি সরকার বড়বড় কথা বলছে। কিষাণ সম্মান নিধি নিয়ে মিথ্যে বলছে।’
বহরমপুরের জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ইতিমধ্যেই ৫৫ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করিয়েছেন। এবছর জন থেকে কৃষকরা ৬ হাজার টাকা করে পাবেন। ভাগচাষিরাও ৩ হাজার টাকা করে পাবেন। পরিযায়ী সরকারদের মোদি সরকার কোনও সাহায্য করেনি।’
বহরমপুরের জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ইতিমধ্যেই ৫৫ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করিয়েছেন। এবছর জন থেকে কৃষকরা ৬ হাজার টাকা করে পাবেন। ভাগচাষিরাও ৩ হাজার টাকা করে পাবেন। পরিযায়ী সরকারদের মোদি সরকার কোনও সাহায্য করেনি।’
বহরমপুরের জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘যতক্ষণ বাঁচব রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচব। বিজেপির সবথেকে বড় নেতা মিথ্যে বলেন। মোদি এসে বললেন বাংলায় সরকারি কর্মীরা মাইনে পান না। কোন সরকারি কর্মী মাইনে পাননি দেখান মোদিবাবু। কেন্দ্রীয় সরকার বিএসএনএল, গেইল বন্ধ করে দিচ্ছে কেন?’
বহরমপুরের জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘কংগ্রেস বিজেপির সঙ্গে লড়াই করতে চায় না। সিপিএমও বিজেপির বড় বন্ধু। ‘বিজেপির বিরুদ্ধে একমাত্র তৃণমূলই লড়তে পারে।’
বহরমপুরের জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘মুর্শিদাবাদের মানুষের ভোটে আগামীদিনে সরকার গড়বে তৃণমূল। অনেক মার খেয়েছি, আমি লড়াই করতে ভয় পাই না। বাংলার সরকার গড়তে মুর্শিদাবাদ বড় ভূমিকা পালন করবে। বিজেপির উস্কানিতে কেউ পা দেবেন না।’
বহরমপুরের জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘বিজেপি বাংলার দল নয়, দাঙ্গা করার দল। তৃণমূল কংগ্রেস করতে হলে মা-বোনেদের সম্মান করতে হবে। বাংলায় মা-বোনেদের যে সম্মান, তা অন্য কোথাও নেই।’
বহরমপুরের জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘যারা দুর্নীতিগ্রস্ত তাঁরাই দুর্নীতির কাছে নিজেদের বিক্রি করে। মীরজাফর গদ্দারি করেছিল, এখানেও কয়েকজন দুষ্টু গরু আছে। গরু চুরি, কয়লা পাচারে অনেক টাকা করেছে বলে বিজেপিতে। বিজেপি হল ওয়াশিং মেশিন, কালোরা সাদা হয়ে বেরিয়ে আসে।’
পানাগড়ে মাটি উৎসবে যোগ দিয়ে মমতা বলেন, ‘কেন্দ্র কৃষক আইন করে পুঁজিপতিদের সুবিধা করেছে। সব ফসল তুলে নিয়ে যাবে, কৃষকরা চোখের জল ফেলবে। চাষিদের উপর অত্যাচার আমরা হতে দেব না।’
পানাগড়ে মাটি উৎসবে যোগ দিয়ে মমতা বলেন, ‘আমরা কেন্দ্রের একটাকাও নিই না। বাংলার থেকে কম ধান কেনে কেন্দ্র। বাংলার কৃষকদের বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারই কৃষকদের থেকে ধান কিনবে, চিন্তার কারণ নেই।’
পানাগড়ে মাটি উৎসবে যোগ দিয়ে মমতা বলেন, ‘এবছর থেকে কৃষকরা ৬ হাজার টাকা করে পাবেন। ভাগচাষিরাও ৩ হাজার টাকা করে পাবেন। বাংলা শস্যবিমা যোজনা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।’
পানাগড়ে মাটি উৎসবে যোগ দিয়ে মমতা বলেন, ‘কৃষকদের উন্নয়ন সাধনই আমাদের একমাত্র উদ্দেশ্য। মাটির অধিকার সবথেকে বেশি কৃষকদের। রাজ্যে ৭৩ লক্ষ চাষি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসবেন। ইতিমধ্যেই ৫৫ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করিয়েছেন।’
বছরে দু’বার করে দুয়ারে সরকারের ক্যাম্প হবে। পুরোহিতদের ১ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে। ২ কোটির বেশি সংখ্যালঘু পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হয়েছে। মাদ্রাসাগুলিকে সরকারি সাহায্য করা হবে। আমরা বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছি। ছটপুজোতেও দুদিন ছুটি দিয়েছি। আমরা সবাইকে নিয়ে চলার চেষ্টা করি।
ফাইভ স্টার হোটেল থেকে খাবার এনে নাটক করছে। যা ছিল বাম, আজ তাই বিজেপি। শান্তিতে থাকতে হলে তৃণমূলই আপনার বন্ধু। আগামীদিন মা-মাটি-মানুষের জয় হবে।
আমরাও হিন্দু, কিন্তু মানুষকে ঘৃণা করতে শিখিনি। বহিরাগত কিছু লোক রাজ্যে এসে মিথ্যে বলছে।
‘তৃণমূলের কেউ অন্যায় করলে আমি আছি। অন্যায় আমার কানে আসলে বরদাস্ত করি না। সেইজন্য কয়েকজন আগে থেকেই পালিয়েছে। জানত আমি আর টিকিট দেব না। যে শুধু নিজের পরিবারের জন্য কাজ করে তাঁকে কেন টিকিট দেব?’
মোদিবাবু বলছেন কৃষকদের নাম পাঠানো হয়নি। আমরা সব নাম পাঠিয়ে দিয়েছি। মোদিবাবুকে বলুন এবার টাকা পাঠাতে। কৃষি আইন কৃষকদের লুঠ করে নেবে।
রাজ্য সরকার কৃষকদের থেকে চাল কেনে। বিনা পয়সায় রেশন দিচ্ছি, বিনা পয়সায় রেশন দেব। সরকার থাকলে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পাবেন রাজ্যের মানুষ।
বিজেপি কোনও ধর্মকে সম্মান করে না। বিজেপি চৈতন্যদেব সম্পর্কে ভুল তথ্য দেয়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিজেপি।
প্রেক্ষাপট
কালনা : কালনায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি স্বাগত জানান সদ্য তৃণমূলে যোগ দেওয়া হুমায়ন কবীরকে। তৃণমূল সুপ্রিমোর কালনার জনসভায় রাজ্যের শাসকদলে নাম লেখান কিছুদিন আগে দায়িত্ব ছাড়া চন্দননগরের প্রাক্তন সিপি।
বক্তব্য রাখতে গিয়ে ফের দলত্যাগীদের নিশানা করে তৃণমূলনেত্রী বলেন, 'কয়েকটা দুষ্টু গরু দল ছেড়ে গেছে, ভাল হয়েছে, পাপ বিদায় নিয়েছে। যারা মায়ের দুঃসময়ে পাশে থাকে না তাঁরা কুসন্তান।
‘বিজেপি তাঁদের নিয়েছে, পরে বুঝতে পারবে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -