কলকাতা: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস (Coronavirus)। এদিকে এর মধ্যেই গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) ও পুরভোটে মমতা (Mamata Banerjee) প্রশাসনের সায় নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এরই মধ্যে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অডিটোরিয়ামে বৈঠকের পর বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাংবাদিকদের বলেন, ' কোভিড পরিস্থিতিতে রাজ্যে আগামী ২ মাস সব কিছু বন্ধ রাখা উচিত। নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত।' আগামী দুমাস ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় কোনও রাজনৈতিক সমাবেশ নয়। করা যাবে না বড় আকারের কোনও ধর্মীয় সমাবেশও।


অভিষেকের এই মন্তব্য নিয়েই জলঘোলা হয়। বিজেপির তরফে বলা হয়, এসব বলার কোনও অর্থ নেই। তৃণমূলের (TMC) তরফে সরকারিভাবে কিছু বলা না হলেও এদিন মমতা শিবিরের বর্ষীয়ান নেতা সৌগত রায় (Saugata Roy) বলেন, অভিষেকের বক্তব্যই দলের বক্তব্য। দেরিতে বলায় বাস্তবায়ন সম্ভব ছিল না।" যদিও বিরোধীদের দাবি, বলার পর বোধোদয়। 


ঠিক কী বলেছেন সৌগত রায়?



  • ‘অভিষেকের বক্তব্যই দলের বক্তব্য’

  • ‘কিন্তু অভিষেকের বিবৃতির আগেই পুরভোট, গঙ্গাসাগরের দিন ঠিক হয়’

  • ‘ফলে অভিষেকের পরামর্শ হঠাৎ করে বাস্তবায়ন সম্ভব ছিল না’

  • ‘এরপরে কোনও মন্তব্য করলে দলকে শুনতে হবে’


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বক্তব্যকে সমর্থন জানিয়েছেন চিকিৎসক কুণাল সরকার (Doctor Kunal Sarkar)। ‘করোনা রুখতে আগামী ২ মাস সব কিছু স্থগিত রাখা উচিত।’ শনিবার এমন মন্তব্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মতকেই একে একে সমর্থন জানিয়েছে চিকিৎসক মহল। অভিষেকের চিন্তাভাবনার বাস্তবায়ন করা হোক, ট্যুইট করেছে কুণাল সরকার।


চিকিৎসক কুণাল সরকারকে (Dr Kunal Sarkar) ধন্যবাদ জানিয়ে পাল্টা ট্যুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "‘আপনার অভিভাবকত্ব আমাদের সবার কাছে অনুপ্রেরণা। চলুন সকলে মিলে একসঙ্গে লড়াই করি।"