আগরতলা : ত্রিপুরা (Tripura) নিয়ে রাজনৈতিক পারদ ক্রমশ চড়েই চলেছে। দলের ওপর হামলার অভিযোগ ও সায়নী ঘোষকে গ্রেফতারির প্রেক্ষাপটে আজ বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। "ত্রিপুরায় বিপ্লব দেবের ইন্ধনে দুয়ারে দুয়ারে গুন্ডা", বলে মন্তব্য করেন তিনি।
এদিন আগরতলায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, "প্রথম দিন থেকে তৃণমূলকর্মীদের উপর হামলা করা হচ্ছে, মহিলাদের নিগ্রহ করা হচ্ছে। ত্রিপুরায় বিপ্লব দেবের ইন্ধনে দুয়ারে দুয়ারে গুন্ডা।" এই পরিপ্রেক্ষিতে রাজ্যবাসীর উদ্দেশে তাঁর প্রশ্ন, "আগামী দিনে পাড়ায় পাড়ায় গুন্ডা চান, না স্বপ্নের ত্রিপুরা চান, বলুক ত্রিপুরাবাসী। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে প্রতিশ্রুতি দিয়েছেন, সব জেনে তৃণমূলকে ভোট দেবেন।"
এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বিপ্লব দেব সরকারের তুলনা করেন অভিষেক। বলেন, "স্বাস্থ্যসাথী, রূপশ্রী, বিনে পয়সায় রেশন চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে একটা ছোট চোর চুরি করছে, উপরে ২জন বসে চুরি করছে। বাংলায় হেরেছে বলে পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার।"
ত্রিপুরায় নৈরাজ্যের পরিস্থিতি চলছে বলেও অভিযোগ তাঁর। অভিষেক বলেন, "দমন-পীড়নের ঘটনায় রোজ রেকর্ড ভাঙছে বিজেপি। ত্রিপুরায় রাজনৈতিক দল থেকে সাংবাদিক আক্রান্ত। আইনশৃঙ্খলার রক্ষাকারীদের এই অবস্থা হলে বাকিদের নিরাপত্তা কোথায়? মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ইন্ধনে হেলমেট পরে গুন্ডাবাহিনীর হামলা করছে। কারও মাথা, কারও কোমরে আঘাত, মিডিয়াকেও ছাড়া হয়নি। পুলিশের সামনে, থানার ভিতরে আক্রমণ, পুলিশ নীরব দর্শক। ত্রিপুরা পুলিশকে বলব, আপনারা কর্তব্য পালন করুন। যা ভাবমূর্তি তৈরি করা হচ্ছে, তাতে ৫০ বছর পিছিয়ে গেছে ত্রিপুরা। ত্রিপুরায় পায়ের তলার মাটি সরে গেছে বিপ্লব দেব সরকারের। অত্যাচার, তাণ্ডব না করে এই সময় উন্নয়নের কাজ দিলে এই অবনতি হত না।" তিনি বলেন, "পুলিশ, ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী-যত জোর আছে প্রয়োগ করুন, আপনাকে হারাতে এসেছি। ভাবছেন কেস দিয়ে বসিয়ে রাখবেন, যা ঘটেছে, সব কিছুর তথ্য আছে।"