LIVE UPDATES: উপনির্বাচনে তৃণমূল ৩, বিজেপি ০, প্রথমবার কালিয়াগঞ্জ, খড়গপুর সদর জোড়াফুলের দখলে, ব্যবধান বাড়িয়ে জয় করিমপুরেও

কালিয়াগঞ্জ, খড়গপুর সদর ও করিমপুরে জনতার রায় কোনদিকে তা স্পষ্ট হয়ে যাবে আর কয়েক ঘণ্টার মধ্যে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Nov 2019 06:56 PM
কালিয়াগঞ্জ, খড়গপুরের পর করিমপুরও তৃণমূলের।করিমপুরে ২৪ হাজার ১১৯ ভোটে জয়ী তৃণমূল।করিমপুরে তৃণমূল পেয়েছে ১ লক্ষ ২ হাজার ২১টি ভোট।বিজেপি পেয়েছে ৭৮ হাজার ৫০২টি।বাম-কংগ্রেস জোট পেয়েছে ১৮ হাজার ৪১৫টি ভোট।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও সবুজ ঝড়। প্রথমে পিছিয়ে থেকেও ২ হাজার ৪১৪ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া খড়গপুর সদর কেন্দ্রেও জয়ী তৃণমূল প্রার্থী। ২০, ৮১১ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
খড়গপুরে তৃণমূল জিতেছে ২০,৮১১ ভোটে।
কখনও কারও সঙ্গে ঝগড়া হয়নি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও হাতজোড় করি, বাংলার রাজনীতিতে সৌজন্যের অভাব নেই, রাজ্যপাল প্রসঙ্গে বললেন মমতা
তৃণমূল অবাঙালি, রাজবংশী, আদিবাসী ভোট পেয়েছে, বিজেপি এবার মানে মানে বিদায় নিক, বললেন মমতা।
বেকারত্ব বাড়ছে, ভিন রাজ্যে কাজ হারিয়ে ফিরছেন শ্রমিকরা। বিজেপি বিপাকে পড়লেই পাকিস্তানের কথা বলে, বললেন মমতা
২১ বছরে প্রথম কালিয়াগঞ্জ, খড়গপুরে জয়, আমাদের আরও নম্র হয়ে মানুষের পাশে থাকতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার সভ্যতা, সংস্কৃতি, সম্প্রীতি ও একতার জয়, বললেন মমতা।
মানুষের পাশে থেকেছি, পৌঁছে দিয়েছি সেচের জল। কৃষকের সঙ্গে থেকেছি, তাই এই জয়। বললেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
দেশের অর্থনৈতিক বুনিয়াদ নষ্ট করেছে বিজেপি, ধর্মের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন মানুষ। বাংলার প্রতি অবিচার করেছে বিজেপি, দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। এনআরসি আতঙ্কের রাজনৈতিক চাল ব্যর্থ হয়েছে, মত মন্ত্রীর।
কাল হল এনআরসি আতঙ্ক, মেনে নিলেন কালিয়াগঞ্জের পরাজিত বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার।
খড়গপুর সদর কেন্দ্রে এগিয়ে তৃণমূলের প্রদীপ সরকার, ১২ রাউন্ড শেষে তিনি এগিয়ে ১৬,১৭৭ ভোটে। করিমপুরে তৃণমূলের বিমলেন্দু সিংহ রায় এগিয়ে ২৫,৭৮৪ ভোটে।
দশম রাউন্ডের শেষে কালিয়াগঞ্জে জিতলেন তৃণমূল প্রার্থী তপনদেব সিংহ।
ষষ্ঠ রাউন্ডের শেষে ১১,০০০ ভোটের লিড তৃণমূলের।
কালিয়াগঞ্জে পঞ্চম রাউন্ডের শেষে ৫০১৩ ভোটে এগিয়ে বিজেপি।
৫৪৮২ ভোটে খড়গপুর সদরে এগিয়ে তৃণমূল।
করিমপুরে তৃণমূল এগিয়ে ১৪,৯২২ ভোটে।
কালিয়াগঞ্জে ১৮৯৩ ভোটে এগিয়ে বিজেপি।
করিমপুরে ৪৬৪৩ ভোটে এগিয়ে তৃণমূল।
খড়গপুরে কংগ্রেস এগিয়ে ৯৮০ ভোটে।
কালিয়াগঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার।
খড়গপুরে এগিয়ে গেল বিজেপি।
গণনা শুরু কালিয়াগঞ্জেও।
খড়গপুর সদরে শুরু হল ভোটগণনা।
কালিয়াগঞ্জে ২০টি টেবিলে ১০ রাউন্ড গণনা হবে, খড়গপুরে ১৬টি টেবিলে ১৬ রাউন্ড গণনা হবে, করিমপুরে ১৭টি টেবিলে ১৪ রাউন্ড গণনা।
সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা।

প্রেক্ষাপট

কলকাতা: আজ রাজ্যের ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা। কালিয়াগঞ্জ, খড়গপুর সদর ও করিমপুরে জনতার রায় কোনদিকে তা স্পষ্ট হয়ে যাবে আর কয়েক ঘণ্টার মধ্যে। গত লোকসভা নির্বাচনের নিরিখে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গপুর সদর এবং রায়গঞ্জ লোকসভার অন্তর্গত কালিয়াগঞ্জে বিপুল ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত করিমপুরে এগিয়ে ছিল তৃণমূল।

বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন করেছে নির্বাচন কমিশন। প্রতি গণনাকেন্দ্রের বাইরে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। মূল গণনাকেন্দ্রের নিরাপত্তায় আছে কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয়স্তরে রয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। তৃতীয়স্তরে রাজ্য পুলিশ। কাউন্টিং হলে ঢুকতে পারবেন শুধু ভোটকর্মী ও নির্বাচনী এজেন্টরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.