শিলিগুড়ি: গণনার শুরু হতেই শিলিগুড়িতে (Siliguri Municipal Election Result) জয়ী জোড়াফুল শিবির। সেখানে তিনটি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল (TMC)। কংগ্রেস (Congress) প্রার্থী জয়ী হয়েছেন একটি ওয়ার্ডে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কলকাতা পৌরসভা নির্বাচনের ফলাফলের রেশই ধরা পড়ছে শিলিগুড়িতে।
এ দিন গণনা শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই ২০, ২৩ এবং ৪৭ নম্বর ওয়ার্ডে জয়ী হন তৃণমূলের প্রার্থী। ২০ নম্বর ওয়ার্ডে জয়ী হন অভয়া বসু। লক্ষ্মী পাল জয়ী হন ২৩ নম্বর ওয়ার্ডে। ৪৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন অমর আনন্দ দাস। কংগ্রেসের সুজয় ঘটক বিজয়ী ঘোষিত হন ১৬ নম্বর ওয়ার্ডে। সুজয়বাবু বহু দিনের কাউন্সিল সেখানে। স্থানীয়দের মধ্যে যথেষ্ট জনপ্রিয়ও তিনি।
অভয়া বসু পেশায় ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা। প্রার্থী নির্বাচিত হওয়ার পর অলিগলিতে গিয়ে প্রচার করতে দেখা যায় তাঁকে। সকলের অভাব-অভিযোগের কথা শোনেন। সকলকে সমস্য়া সমাধানের আশ্বাসও দেন। জয়ী হলে প্রথমে আবর্জনা পরিষ্কারে উদ্যোগী হবেন বলে জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: Siliguri Municipal Poll Result 2022: শিলিগুড়িতে ১২টি ঘরে ৯২টি টেবিলে ৪৭টি ওয়ার্ডের ভোটগণনা
আজ চার পুরসভার ভোটের ফল ঘোষণা। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি - এই চার পুরসভার ২২৬টি ওয়ার্ডের জন্য শুরু হয়েছে ভোট গণনা। ভাগ্য নির্ধারণ হবে চার পুরসভার সাড়ে ন’শো প্রার্থীর। প্রথমে ED বা ইলেকশন ডিউটি ভোট অর্থাৎ ভোটকর্মীদের ভোট গণনা শুরু হয়েছে। এরপর ইভিএম গণনা হবে।
১০৬টি ওয়ার্ড বিশিষ্ট রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা আসানসোলে ২টি ধাপে ২২ রাউন্ড গণনা চলছে। বিধাননগরে ৪১টি ওয়ার্ড। গণনা হবে ৮ থেকে ১৪ রাউন্ড। ৪৭টি ওয়ার্ড বিশিষ্ট শিলিগুড়ি পুরসভার ৬ থেকে ৭ রাউন্ড গণনা হবে। চন্দননগরে ৩৩টি ওয়ার্ডের মধ্যে ভোট হয়েছে ৩২টিতে। গণনা হবে ৬ থেকে ১১ রাউন্ড।
গণনা কেন্দ্র ও তার বাইরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রতিটি গণনা কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরায় নজরদারি। গণনাকেন্দ্র থেকে ২০০ মিটার পর্যন্ত জারি করা হয়েছে ১৪৪ ধারা।