West Bengal Assembly Election 2021 Live Updates: বাংলার জন্য মিলবে বিশেষ প্যাকেজ, প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ, বিজেপিতে যোগদানের পর বললেন রাজীব

দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে আইইডি বিস্ফোরণের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর ২ দিনের পশ্চিমবঙ্গ সফর বাতিল করেন। তবে বিজেপির যোগদান সভা আগের পরিকল্পনামতই হবে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Jan 2021 10:03 PM
রাজীবদের যোগদানের ছবি ট্যুইটারে পোস্ট করলেন অমিত শাহ
বালি থেকেই প্রার্থী হতে চাই, জানালেন বৈশালী ডালমিয়া
ভোটের মুখে সবার বিবেক জেগে উঠেছে, কটাক্ষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের। তিনি বলেছেন, বিশ্বাসঘাতকের রাজনীতির বিরুদ্ধে আগামী নির্বাচনে ভোট দেবেন মানুষ।
অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর রাজীব জানালেন, কাল ডুমুরজলার সভায় আরও অনেকে যোগ দেবেন। তিনি আরও বলেছেন, কেন্দ্র-রাজ্য বিবাদে উন্নয়ন ব্যাহত হয়েছে। বাংলার উন্নয়নের স্বার্থে শাহর সঙ্গে আলোচনা হয়েছে। বাংলার জন্য মিলবে বিশেষ প্যাকেজ। আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজীব আরও বলেছেন, অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিলাম। এবার বিজেপির হয়ে পাখির চোখ বাংলা।
দিল্লিতে অমিত শাহের বাড়িতে গেলেন রাজীব, বৈশালী, প্রবীর, রথীন।
অমিত শাহের বাড়িতে যান রানাঘাটের পার্থসারথি চট্টোপাধ্যায়ও।
চার্টার্ড ফ্লাইটে কৈলাস-মুকুলের সঙ্গে দিল্লিতে যান রাজীবরা।
অমিতের সঙ্গে সাক্ষাতের পরে রাতেই ফিরছেন রাজীবরা।
যোগ দিলেন রুদ্রনীল ঘোষও
কাল ডুমুরজলায় বিজেপিতে ‘যোগদান মেলা’।
ডুমুরজলার সভায় ভার্চুয়ালি থাকবেন অমিত শাহ
অমিত শাহর বাড়িতে বিজেপিতে যোগ দিলেন রাজীব-বৈশালী-প্রবীর-রথীন-পার্থসারথি।
অমিত শাহের বাড়িতে রাজীব, বৈশালী, প্রবীররা
চার্টার্ড ফ্লাইটে কৈলাস-মুকুলের সঙ্গে দিল্লিতে পৌঁছন রাজীবরা। সেখানে তাঁরা সরাসরি অমিত শাহর বাড়িতে যান। অমিতের সঙ্গে সাক্ষাতের পর আজ রাতেই তাঁরা ফিরছেন বলে জানা গিয়েছে।
অমিত শাহের বাড়ির উদ্দেশে রওনা রাজীব, বৈশালীদের।
কিছুক্ষণ আগেই দিল্লিতে পৌঁছন রাজীব, বৈশালী, রথীন, প্রবীর, রুদ্রনীল।
চার্টার্ড ফ্লাইটে কৈলাস-মুকুলের সঙ্গে দিল্লিতে আসেন রাজীবরা।
অমিতের সঙ্গে সাক্ষাতের পরে আজই বিজেপিতে যোগ দেবেন বলে সূত্রের খবর।
শুভেন্দুর নোটিসের ২৪ ঘণ্টার মধ্যেই কড়া জবাব অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। শুভেন্দুর নোটিসের কড়া জবাব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মানহানির নোটিস তিনিই পাঠাতে পারেন, যাঁর সামান্য সম্মান রয়েছে। আমি শুভেন্দু সম্পর্কে যা মন্তব্য করেছি, তা সম্পূর্ণ ঠিক।
নারদাকাণ্ডে শুভেন্দুকে ঘুষ নিতে দেখা গিয়েছে। তদন্ত করছে ইডি ও সিবিআই।
দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে সারদা কর্তা সুদীপ্ত সেন একাধিক চিঠি লিখেছেন।
এর থেকে প্রমাণিত হয় শুভেন্দুর এমন কোনও মান নেই, যার হানি করা যায়।
শুভেন্দু যদি এরপরেও আইনি পদক্ষেপ করেন, তাহলে আরও কড়া জবাব দেব।’
হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় দিব্যেন্দু অধিকারীকে আমন্ত্রণ। তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় একাধিক প্রকল্পের সূচনা অনুষ্ঠানে শুভেন্দুর ভাই দিব্যেন্দুকে আমন্ত্রণ পেট্রোলিয়ামমন্ত্রীর।
বিধানসভা ভোটে স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরীর জামানত বাজেয়াপ্ত হবে। হুঁশিয়ারি বিজেপি নেতা অরবিন্দ মেননের। ১ মাস আগে আসবে সিআরপিএফ। বললেন বিজেপির অন্যতম কেন্দ্রীয় পর্যবেক্ষক নরোত্তম মিশ্র।
কার জামানত কে বাজেয়াপ্ত করবে, জবাব দেবে মানুষ। পাল্টা মন্ত্রী স্বপন দেবনাথ।মিম ও আব্বাস সিদ্দিকির রাস্তা আটকানোয় এত রাগ? কটাক্ষ সিদ্দিকুল্লা চৌধুরীর।
পরে বিকেল পাঁচটা নাগাদ রাজীবের ফেসবুক প্রোফাইলের এই কভার পিকচার বদলানো হয়।
অমিত শাহজি সম্মান দেখিয়েছেন, দিল্লি উড়ে যেতে বিশেষ বিমান পাঠিয়েছেন, দিল্লির সভাতে উনি থাকবেন, থাকবেন জেপি নাড্ডাজি, এখান থেকে যাচ্ছেন কৈলাস বিজয়বর্গীয়জি, আজই আলোচনা ফলপ্রসূ হলে বিজেপিতে যোগ, বিমানবন্দরে জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়
তৃণমূল ও বিধায়ক পদ ছেড়েছেন গতকালই। বিধানসভা থেকে বেরনোর সময় হাতে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর আজ বিজেপিতে যোগ দিতে বিশেষ বিমানে চেপে দিল্লির উদ্দেশে রওনা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে, বিকেল চারটে একচল্লিশ মিনিটেও তাঁর ফেসবুক প্রোফাইলে জ্বলজ্বল করছিল ‘বাংলার গর্ব মমতা’ স্লোগান।
মহাত্মা গান্ধীর তিরোধান দিবসকে সামনে রেখে পথে নামল বাম-কংগ্রেস। রামলীলা ময়দান থেকে বেলেঘাটা গান্ধী আশ্রম পর্যন্ত যৌথ মিছিল। পায়ে পা মেলালেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, প্রদীপ ভট্টাচার্যরা।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে দিল্লি গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড়ে তাঁর ছবি দেওয়া ফ্লেক্স ছিড়ে ফেলে দিল তৃণমূল কর্মীরা। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। এনিয়ে তৃণমূলের সমালোচনা করে হাওড়া জেলা সদরের বিজেপি সভাপতি জানিয়েছেন, প্রত্যেকেরই রাজনৈতিক স্বাধীনতা থাকা উচিত।
৪৮ ঘণ্টার নোটিসে ঠাকুরনগরে এসে সভা করবেন অমিত শাহ




২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঠাকুরনগরে আসবেন অমিত শাহ। ঠাকুরনগরের সভামঞ্চ ভাঙতে নিষেধ করেছেন তিনি। অমিত জানিয়েছেন, এখন যেহেতু দিল্লি বিস্ফোরণের জেরে একটা আন্তর্জাতিক সঙ্কটের পরিস্থিতি তৈরি হয়েছে তাই তিনি আজ আসতে পারেননি। কিন্তু দ্রুত আসবেন এবং মতুয়াদের নাগরিকত্ব নিয়ে যা বলার বলবেন।
চার্টার্ড বিমানে দিল্লি যাচ্ছেন রাজীবরা, খবর সূত্রের




রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া ও রানাঘাটের প্রাক্তন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় আজ দিল্লি যাচ্ছেন। যাচ্ছেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীও। দেখা করবেন অমিত শাহের সঙ্গে। বিশেষ চার্টার্ড বিমানে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে। কাল ফিরে আসবেন তাঁরা।
হচ্ছে না অমিতের ঠাকুরনগরের সভা, হতাশ মতুয়ারা




আজ ঠাকুরনগরে অমিত শাহের সভা ছিল। তিনি না আসায় তা হচ্ছে না। কিছু বলার নেই, তাই এলেন না, বলেছেন মমতাবালা ঠাকুর। সভা বাতিলে হতাশ মতুয়া সমাজ, সভাস্থল থেকে ফিরে যাচ্ছেন তাঁরা। ড্যামেজ কন্ট্রোলে ঠাকুরনগর যাচ্ছেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়।
আজ দিল্লি যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, খবর বিজেপি সূত্রের




শোনা যাচ্ছে, আজ বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও অমিত শাহের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দেখা হতে পারে, এ ব্যাপারে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গিয়েছে।
কাল ডুমুরজলায় আসছেন স্মৃতি ইরানি




রাজনাথ সিংহ আসার ব্যাপারটি এখনও নিশ্চিত করেননি। সন্ধের পর তা জানা যাবে। কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্ব জানিয়েছে, স্মৃতি ইরানি আগামীকাল ড়ুমুরজলা আসা নিয়ে সবুজ সংকেত দিয়েছেন।
অর্জুনকে আইনি নোটিসের হুমকি অরূপ রায়ের




বেলুড়ের গুলি কাণ্ডে অরূপ রায়ের ইন্ধন ছিল। তিনি বিজেপিতে আসতে চাইলেও নেওয়া হবে না। অর্জুন সিংহের এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে আইনি নোটিস পাঠানোর হুমকি দিলেন মন্ত্রী অরূপ রায়।
ডুমুরজলায় বিজেপির মেলায় থাকছেন রাজনাথ সিংহ




বিজেপি ঠিক করেছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে সামনে রেখে এই সভা করা হবে। যে সভা অমিত শাহের করার কথা ছিল তা করবেন রাজনাথ সিংহ। আজ রাজনাথের ব্যক্তিগত কাজে কলকাতায় আসার কথা ছিল, আজ দুপুরেই পিরে যেতেন তিনি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী না আসায় রাজনাথ কর্মসূচির পরিবর্তন করে আজ রাতটা এখানে থাকবেন, কাল যাবেন ডুমুরজলার যোগদান মেলায়। তাই সকালে আসেননি রাজনাথ, আজ রাতে আসবেন তিনি।
খেলার মাঠে মাটি ফেলা নিয়ে বিবাদ, পলতায় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে




খেলার মাঠে মাটি ফেলাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার পলতায় তৃণমূল-বিজেপি বিবাদ। তার জেরে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, স্থানীয় ক্লাবের তরফে আজ থেকে পলতায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অভিযোগ, গতকাল তার প্রস্তুতি চলাকালীন খেলার মাঠে মাটি ফেলতে আসেন তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত বিজেপির মণ্ডল সভাপতি বাধা দেওয়ায় তাঁকে মারধর করা হয়। তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের নেতৃত্বে হামলা চলে বলে বিজেপির অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নোয়াপাড়া থানার পুলিশ। দু’ পক্ষই অভিযোগ দায়ের করেছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
কোচবিহারে তৃণমূল অফিস ভাঙচুর, অভিযুক্ত বিজেপি




কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে চিলাখানা ২ নম্বর অঞ্চলে কালীবাড়ি এলাকায় তাদের পার্টি অফিসে চড়াও হয়ে ফ্লেক্স-পতাকা ছিঁড়ে আগুন লাগিয়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুরও চালানো হয়। আজ সকালে বিষয়টি নজরে আসায়, ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। বিজেপির কটাক্ষ, মত্ত অবস্থায় নিজেরাই ভাঙচুর করে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে শাসকদল।
শনিবার সকালের খবর



কাল ডুমুরজলায় হবে বিজেপির যোগদান মেলা




অমিত শাহ না এলেও ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা পরিকল্পনামতই হবে। কারা যোগ দেবেন এখনই বলা সম্ভব নয়। বললেন দিলীপ ঘোষ।
সূত্রের খবর, রবিবার রাজ্যে আসতে পারেন জেপি নাড্ডা। তিনি না এলে আসতে পারেন রাজনাথ সিংহ।
আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি কর্মসূচিতে অংশ নিতে হলদিয়া আসছেন তিনি। কয়েক ঘণ্টার জন্য এই বঙ্গ সফরে আসবেন তিনি। যেহেতু কয়েক ঘণ্টার জন্য এই সফর, তাই রাজনৈতিক কর্মসূচির সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে বঙ্গ বিজপি। এদিকে, ৫ আর ৬ তারিখ দু'দিনের জন্য বঙ্গ সফরে আসছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা।
রবিবার বিজেপি-র হাওড়ার সভা হবে কর্মসূচি মেনেই। অমিত শাহের পরিবর্তে কোন নেতা হাজির থাকবেন, তা নিয়ে সিদ্ধান্ত এখনও হয়নি।
অমিত শাহের বঙ্গসফর বাতিল।
দিল্লিতে বিস্ফোরণে জেরে আজ রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কাল অমিত শাহের সব কর্মসূচি বাতিল। আজ দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণ হয়।
এই বিস্ফোরণের জেরে কাল বাতিল সব কর্মসূচি।
৭ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। হলদিয়াতে আসছেন নরেন্দ্র মোদি
মধ্য কলকাতায় বৈঠকে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী। মধ্য কলকাতায় একটি বাড়িতে ১ ঘণ্টা বৈঠক।
সন্ধে ৬.১৫ থেকে রাত ৭.১৫ পর্যন্ত বৈঠক হয় বলে জানা গিয়েছে।
ডুমুরজলায় অমিত শাহের সভাকে সফল করতে বৈঠকে আলোচনা হয়েছে বলেও খবর। বৈঠকে মূল বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী
অমিতের সভাতেই বিজেপিতে যোগ দেবেন রাজীব, প্রবীর, রথীন।
ভোটের প্রস্তুতি নিয়ে কালীঘাটে তৃণমূলের বৈঠক। মমতার নেতৃত্বে কালীঘাটে বৈঠকে কর্মসমিতির বৈঠক শেষে সাংবাদিক বৈঠক সৌগত রায়ের। তিনি বলেছেন, ‘ এদিন সংসদে বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির বক্তৃতা ১৯টি রাজনৈতিক দল বয়কট করেছে। রাষ্ট্রপতির পদকে সম্মান করি।কৃষকদের ইস্যু সবথেকে জরুরি, মনে রাখা উচিত ছিল রাষ্ট্রপতির। কৃষক সমাজ কেন্দ্রের বিরুদ্ধে চলে গেছে। সরকার এখনও অনমনীয় মনোভাব দেখাচ্ছে। কেন্দ্রের অনমনীয় মনোভাবের নিন্দা করছি। বিজেপি কৃষক আন্দোলনে লোক ঢুকিয়ে অশান্তির চেষ্টা করছে। আন্দোলন ভণ্ডুল করার জন্য বিজেপি ঘনিষ্ঠ একজন অশান্তি সৃষ্টি করেছে। কৃষক আন্দোলনের পাশে আছি, থাকব। বিজেপির অশান্তি সৃষ্টির চেষ্টার নিন্দা করছি’।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস শুভেন্দু অধিকারীর।
‘বিচারাধীন মামলার সূত্র টেনে শুভেন্দুর মানহানির চেষ্টা’, এই অভিযোগে আইনি নোটিশ।
একাধিক সভা থেকে শুভেন্দু অধিকারীকে আক্রমণ অভিষেকের।অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস শুভেন্দুর
তৃণমূল ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিত্ব, বিধায়ক পদে ইস্তফার পরে দল ছাড়লেন রাজীব। তিনি তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ছাড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠালেন পদত্যাগ পত্র।
রাজ্যের ১১১টি পুরসভায় হয়নি ভোট। এই সমস্ত পুরসভায় নির্বাচনী কাজ শেষের নির্দেশ। কাজ শেষ করে দ্রুত নির্বাচন করানোর নির্দেশ। নির্বাচন কমিশনকে নির্দেশ হাইকোর্টের। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে হোক ভোট।
তালিকায় নেই কলকাতা পুরসভা।
কারণ, কলকাতা পুরসভার ভোট মামলা চলছে সুপ্রিম কোর্টে।
হাওড়া পুরসভাতেও জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ভোট-নির্দেশ।
দ্রুত ভোট করানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের।
'যে মতেই থাকি, আপনাদের হয়ে কাজ করব'




ঠাকুর বলেছেন,যত মত তত পথ। করোনার সময়ে ব্রাহ্মণ পুরোহিতদের ভয়ঙ্কর অভাব নিজের চোখে দেখেছি, যত দূর সম্ভব পাশে থাকার চেষ্টা করেছি। বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
<<দ্রুত হাওড়া পুরসভার ভোট করানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের
ভোট-প্রস্তুতির কাজ শেষ করতে নির্দেশ আদালতের >>
আমি মানসিক প্রস্তুতি নিয়েছি, বললেন রাজীব




মন্ত্রিত্ব ছাড়ার পর ৭ দিন সময় নিয়েছিল। নির্দল হয়ে মানুষের জন্য কাজ করা যায় না, সংসদীয় গণতন্ত্রে কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা উচিত। এবার আমি মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছি। যা জানার কাল জানাব। বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
আজই তৃণমূল ছাড়ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়




আজ তৃণমূল ছাড়ছেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্য়ায়। ছাড়তে পারেন বিধায়ক পদও। বিজেপিতে যোগ দিতে পারেন, আসতে পারেন অমিত শাহের মঞ্চে।
আজই তৃণমূল ছাড়ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়




আজ তৃণমূল ছাড়ছেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্য়ায়। ছাড়তে পারেন বিধায়ক পদও। বিজেপিতে যোগ দিতে পারেন, আসতে পারেন অমিত শাহের মঞ্চে।
বিজেপিতে যাচ্ছেন রথীন চক্রবর্তী




বৈশালী-প্রবীর ঘোষালের এবার রথীন চক্রবর্তী, রবিবার অমিত শাহের মঞ্চে দেখা যাবে হাওড়ার প্রাক্তন মেয়রকে। ৩১ তারিখ অমিত শাহের সভায় যাচ্ছি, নিজেই জানালেন এবিপি আনন্দকে।
বিজেপিতে যাচ্ছেন প্রবীর ঘোষাল?




বৈশালী ডালমিয়ার পর এবার প্রবীর ঘোষাল ? রবিবার অমিত শাহের মঞ্চে উত্তরপাড়ার বিধায়কের বিজেপিতে যোগদানের সম্ভাবনা। যোগদানের তালিকায় নজরে আরও দুই, খবর সূত্রের।
রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে আপস করা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে রাজ্যপালের টুইট




তৃণমূল ভবনে হিন্দি ভাষীদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের অংশ তুলে ধরে জগদীপ ধনকড়ের ট্যুইট, এই ভিডিও দেখে আমি গভীরভাবে উদ্বিগ্ন। রাজনৈতিক নেতা ও অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করছি। বিপজ্জনক পরিস্থিতি। রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে আপস করা হচ্ছে এবং রাজনৈতিক দায়বদ্ধতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই বিচ্যুতি স্বচ্ছ নির্বাচনের পরিপন্থী। আধিকারিকদের নামে কেন? কেন প্রশাসনকে টেনে আনা হচ্ছে? আঞ্চলিকতা বা অন্যান্য বিষয়গুলি সরকারি পোস্টিং পাওয়ার ক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত নয়। পূর্ববর্তী নির্বাচনে নিম্নমান লক্ষ্য করা গিয়েছে, তা এবার উন্নীত করার সময় এসেছে। ট্যুইটে লিখেছেন রাজ্যপাল।
সদ্য বিজেপিতে যোগ দেওয়া হলদিয়ার বিধায়কের বাড়ির সামনে বোমাবাজি




সদ্য বিজেপিতে যোগ দেওয়া হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের বাড়ির সামনে বোমাবাজি। উদ্ধার হয়েছে ২টি তাজা বোমা। ১৯ ডিসেম্বর, মেদিনীপুরে অমিত শাহর সভায় সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তাঁর অভিযোগ, গতকাল রাতে বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিধায়কের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় ২টি তাজা বোমা। তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা।
ঠাকুরনগরে অমিত শাহের সভার আগে এলাকা জুড়ে মমতার নামে পোস্টার




ঠাকুরনগরে অমিত শাহর সভার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মতুয়ার সঙ্গে দিদি লেখা পোস্টার ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। মমতা পোস্টারে লেখা, মতুয়াদের উন্নয়নে মুখ্যমন্ত্রী কী কাজ করেছেন। পোস্টারে রয়েছে হরিচাঁদ প্রেমচাঁদ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আসন্ন বিধানসভা নির্বাচনে মতুয়া -ভোট কার দিকে এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। এরই মাঝে অমিত শাহর সভার আগে গাইঘাটা চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে মতুয়াদের নামে পোস্টার পড়ায় চরমে উঠেছে চাপানউতোর। অমিত শাহকে বহিরাগত অ্যাখ্যা দিয়ে তৃণমূলের দাবি, মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। পাল্টা বিজেপির কটাক্ষ, অমিত শাহ-র ঠাকুরনগর সফর নিয়ে আতঙ্কে ভুগছে তৃণমূল।
গারুলিয়ায় বিজেপির দেওয়াল দখল করল তৃণমূল




উত্তর ২৪ পরগনার গারুলিয়ায় বিজেপির দেওয়াল দখলের ঘটনায় নাম জড়াল তৃণমূলের। ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। বিজেপির দাবি, আসন্ন বিধানসভা ভোটের জন্য এলাকার কয়েকটি দেওয়ালে সাদা রং করে রাখা হয়। অভিযোগ, গতকাল সেইসমস্ত দেওয়ালে তাদের নাম মুছে দিয়ে নিজেদের দলের নাম লিখে দখল করে নেয় তৃণমূল কর্মীরা। গেরুয়া শিবিরের দেওয়াল-দখলের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ করেন, চন্দ্রকোণায় বিজেপি নেতাকে মারধর তৃণমূলের




১০০ দিনের কাজে শ্রমিক নিয়োগে দুর্নীতির প্রতিবাদ করায়, বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার টুকুরিয়া গ্রামে। বিজেপির অভিযোগ, ১০০ দিনের কাজে হিসেব বহির্ভূতভাবে নিয়োগ করা হচ্ছে। প্রতিবাদ করায়, বিজেপি কর্মীদের হেনস্থা করা হয়। এর প্রতিবাদে সভা করায়, রাতে ফের বিজেপির ওবিসি মোর্চার সভাপতির বাড়িতে চড়াও হয়ে মারধর করে তৃণমূল কর্মীরা। গুরুতর আহত বিজেপি নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা-যোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপির আদি বনাম নব্যর কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালের খবর



মুখ্যমন্ত্রী কেন্দ্রের সব প্রকল্পের বিরোধিতা করছেন, কাজ হবে কী করে! বললেন দিলীপ ঘোষ




উনি পরীক্ষা করতে চাইছেন, কজন সঙ্গে আছেন। এই পরীক্ষায় সফল হবেন না। বিধানসভায় তৃণমূল বিধায়কদের হুইপ জারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

উনি কেন্দ্রের সব প্রকল্পের বিরোধিতা করলে, কাজ কী করে হবে। রাজনীতি করতে গিয়ে সবাইকে ডুবিয়েছেন, এবার নিজে ডুববেন। রাজ্যে সপ্তম পে কমিশন চালু করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

বিজেপি মানে চমক। দিল্লিতে উন্নয়নের চমক। এখানে সংগঠনের চমক। অনেক লিস্ট ঘুরছে, কোনটা হিট হবে দেখা যাক। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে অমিত শাহর দ্বিতীয় দফা সফরে বিজেপিতে হেভিওয়েট নেতাদের যোগদান প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।

যে ধরনের মানুষ, তার সম্পর্কে সেরকম কথাই হবে। তবে দেখতে হবে, আমাদের সংস্কৃতি যেন নীচে না নামে। আমাদের লোকেদের বলব এসব ব্যাপারে যেন না জড়ায়। অভিনেত্রী সায়নী ঘোষ সম্পর্কে সৌমিত্র খাঁ-র কু-কথা প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

মুখ্যমন্ত্রী ডাক্তার নন। সবাই ছবি তুলতে চলে যাচ্ছে। আমি চাই না আমার দলের লোক গিয়ে ভিড় করুক। বাড়ির লোকের কাছে খোঁজ নিক। সৌরভ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর হাসপাতালে দেখতে যাওয়া প্রসঙ্গে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
কাল রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ। বদলাতে চলেছে বিদ্যাসাগরের বাড়িতে যাওয়ার কর্মসূচি। ‘বিদ্যাসাগরের বাড়ি অধিগ্রহণ করেছে রাজ্য সরকার। অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল পূর্ত দফতরকে। এখনও জবাব না মেলায় বাতিল হতে চলেছে কর্মসূচি’, রাজ্য বিজেপি সূত্রে এমনই দাবি।
শনিবার ১০.৪৫: মায়াপুর পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
শনিবার ২.৪০: ঠাকুরনগর জনসভা অমিত শাহের।
শনিবার সন্ধে ৬.৪৫- সায়েন্স সিটির অনুষ্ঠানে যোগ।
সোশাল মিডিয়ার কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক।
রবিবার সকাল ১১.৩০: ভারত সেবাশ্রমে যাবেন অমিত শাহ।
দুপুর ১২.৪০: ডুমুরজলা স্টেডিয়ামে জনসভা অমিতের।
ডুমুরজলায় সভার পরে উলুবেড়িয়ার রোড শো বাতিল।
দুপুর ২: উলুবেড়িয়ায় মধ্যাহ্নভোজ করবেন অমিত।
দুপুর ৩.২০: বেলুড় মঠে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


বিজেপিতে যোগ দিতে চলেছেন বৈশালী ডালমিয়া। ৩১ জানুয়ারি বিজেপিতে যোগ দেবেন বৈশালী, সূত্রের খবর। উল্লেখ্য, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হাওড়ার বালির বিধায়ক বৈশালীকে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস। শেষপর্যন্ত তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন।
‘আমায় কী হিন্দি শেখাবে ওরা, আমি কান ধরে হিন্দি শেখাতে পারি। রাজ্যে হিন্দি, উর্দু, গুরমুখী ভাষাকে রাজ্যে স্বীকৃতি দিয়েছি। উনি টেলিপ্রম্পটার দেখে গুজরাটিতে ভাষণ দেন! নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এখন বাঙালি-অবাঙালি রাজনীতি করছে বলেও অভিযোগ করেন মমতা। বলেন, হিন্দু-মুসলিমের পর এখন বাঙালি-অবাঙালি! সেইসঙ্গে হিন্দিভাষীদের উদ্দেশে তাঁর আহ্বান, বাঙালিদের থেকেও বেশি ভোট আপনারা দিন। দেখিয়ে দেব আমরা আর কী করতে পারি। হিন্দিভাষীদের সঙ্গে বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী।
টবিন রোডে রোড শো বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।
বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু তদন্তে কমিটি গঠন। এডিজি আইনশৃঙ্খলাকে কমিটি গঠনের নির্দেশ।
সিআইডি তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখবে কমিটি।২২ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।
৪ সপ্তাহের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষের নির্দেশ। নির্দেশ দিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।
৭ ডিসেম্বর বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয় উলেন রায়ের। পুলিশের ছররাগুলিতে মৃত্যুর অভিযোগ পরিবারের।উলেনের মৃত্যুতে সিআইডির ভূমিকায় অসন্তোষ।সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতে পরিবার।
কালই রাজ্যে আসছেন অমিত শাহ। ৩০ ও ৩১ তারিখ একাধিক কর্মসূচি। যোগ দেবেন বহু প্রথিতযশা নেতা। বললেন মুকুল রায়।>
ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে। অশান্তি ছড়ানোর চেষ্টা রুখে দিতে হবে। আত্মসমর্পণকারী কেএলও জঙ্গিদের চাকরি দেওয়া হবে। আত্মসমর্পণকারী মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর চেষ্টা। রাজ্যের পুলিশ সৎ, একই সঙ্গে কঠোর। রাজ্য পুলিশে ২৪০০ কনস্টেবল নিয়োগ করা হবে। লিভ কমপেনসেশন ডে ৫২ থেকে বাড়িয়ে ৬০ দিন করার ভাবনাচিন্তা হয়েছে। ‘রাজ্য পুলিশে ২৪০০ কনস্টেবল নিয়োগ করা হবে। লিভ কমপেনসেশন ডে ৫২ থেকে বাড়িয়ে ৬০ দিন করার প্রস্তাব। ডিপ্রেশন বা সমস্যা এলে আলোচনা করুন। আত্মহত্যা কোনও সমস্যার সমাধান নয়। পুলিশকর্মীদের পরামর্শ মুখ্যমন্ত্রীর। পুলিশ কর্মীদের স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে আসতে নির্দেশ। সিভিক বা ভিলেজ পুলিশকেও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হোক।

৫ তারিখ বিধানসভার বাজেট অধিবেশন




৫ ফেব্রুয়ারি বসছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ওদিন ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে।
বিধানসভার মধ্যে জয় শ্রীরাম স্লোগান, মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা বিজেপি বিধায়কদের




কৃষি আইন বিরোধী প্রস্তাব ঘিরে উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা বিজেপি বিধায়কদের, বিধানসভার ভিতরে উঠল জয় শ্রীরাম স্লোগান। ৩ কৃষি আইন বাতিলের দাবিতে প্রস্তাবপাঠ পার্থ চট্টোপাধ্যায়ের। প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিক্ষোভ দেখান বিজেপিতে যোগ দেওয়া দুলাল বর, ওয়েলে নেমে বিক্ষোভ দেখান সুদীপ মুখোপাধ্যায়। বিক্ষোভের পর জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কক্ষত্যাগ। লবিতেও জয় শ্রীরাম ধ্বনি দেন বিজেপি বিধায়করা।
কেন্দ্রের ৩ কৃষি আইন বাতিলের দাবি মমতার




কৃষি আইন বাতিল না করলে পদত্যাগ করুক কেন্দ্রীয় সরকার। দাবি মুখ্যমন্ত্রীর। বাম-কংগ্রেসকে মুখ্যমন্ত্রীর অনুরোধ, কৃষি আইন বিরোধী প্রস্তাবে সমর্থন করুন, আমাদের মধ্যে আদর্শগত মতবিরোধ থাকতে পারে। চাষীদের স্বার্থে আসুন এই প্রস্তাবকে সমর্থন করি। কর্পোরেট ঋণ মকুব হতে পারে, কৃষকদের ঋণও মকুব করতে হবে। আন্দোলনকারী কৃষকদের দেশদ্রোহী বললে মানব না, কৃষকদের দেশদ্রোহী বললে দেশের মানুষ রুখে দাঁড়াবে। দিল্লির ঘটনার জন্য পুলিশই দায়ী, কৃষকরা লালকেল্লা দখল করতে গেছে বিশ্বাস করি না। দিনের পর দিন কষ্টের মধ্যে দিয়ে কৃষকরা আন্দোলন করছেন।
অনেকটা এগোল বিধানসভা ভোটে বাম-কংগ্রেস সমঝোতা




রাজ্যে বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে অনেকটা এগোল বাম ও কংগ্রেস। আজ দু’পক্ষের বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, এখনও পর্যন্ত ১৯৩টি আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে। পরের ধাপে বাকি ১০১টি আসন নিয়ে সমঝোতা আলোচনা হবে। বাম ও কংগ্রেস আগামী ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ব্রিগেড সমাবেশেরও ডাক দিয়েছে। এর আগে ৭৭টি বিধানসভা আসনে সমঝোতা হয়েছিল। ২০১৬-র বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন পেয়েছিল বাম ও কংগ্রেস। দু’পক্ষের গত ২৫ জানুয়ারির বৈঠকে ঠিক হয়, যে দল যেখানে জিতেছিল, সেই আসনে এবারও সেই দল প্রার্থী দেবে।
ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম স্লোগান, তাপস রায়ের মন্তব্য়ে রেগে আগুন বাম-কংগ্রেস




তৃণমূল বিধায়ক তাপস রায়ের মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম হল। তাপস বলেন, নেতাজির জন্মবার্ষিকীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীর অপমান করা হয়েছে। এ সময় বাম ও কংগ্রেসের দিকে তাকিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন তিনি। এরপর ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম, কংগ্রেস নেতারা। সুজন চক্রবর্তী বলেন, নেতাজির জন্মবার্ষিকীকে জয় শ্রীরাম স্লোগান নিন্দনীয় কিন্তু তাঁদের যেভাবে অপমান করা হল তাও নিন্দনীয়।
আজ শোভন-বৈশাখীর রোড শো




কিছুদিন আগেই পথে নেমেছেন বিজেপির দুই নেতা নেত্রী শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজ টবিন রোডে রোড শো করবেন তাঁরা।

উলেন রায় মৃত্যুর সিবিআই তদন্ত? আজ রায় দেবে আদালত




গত ৭ ডিসেম্বর বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয়েছিল উলেন রায়ের। ওই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে আদালতে আবেদন করেছিলেন তাঁর স্ত্রী মালতি রায়। আজ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ওই মামলার রায়দানের সম্ভাবনা। গতকালও এই মামলায় শুনানি হয়েছে।
বিধানসভার বিশেষ অধিবেশন, নেওয়া হবে কৃষি আইন বিরোধী প্রস্তাব




বিধানসভার বিশেষ অধিবেশনে কেন্দ্রের কৃষি আইন বিরোধী প্রস্তাব গ্রহণ করা হবে। ইতিমধ্যেই বাম ও কংগ্রেস যৌথভাবে একটি প্রস্তাব জমা দিয়েছে। বাম ও কংগ্রেসের দাবি, তাদের প্রস্তাবকে সামনে রেখে আলোচনা করুক সরকার। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে কৃষি আইনের বিরোধিতায় প্রস্তাব আনা হচ্ছে। বিরোধীদের আনা প্রস্তাবে রাজ্য সরকারের ভূমিকারও বেশ কিছু সমালোচনা করা হয়েছে। ফলে শেষপর্যন্ত দুটি প্রস্তাবকে এক করে বিজেপি বিরোধী অবস্থান নেওয়া হয় কি না, সেটাই দেখার।

'আমরা দাদার অনুগামী'




দলত্যাগী তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের সমর্থনে পোস্টার পড়েছে হুগলির কোন্নগরে। পোস্টারের নীচে লেখা , আমরা দাদার অনুগামী।

'আমরা দাদার অনুগামী'




দলত্যাগী তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের সমর্থনে পোস্টার পড়েছে হুগলির কোন্নগরে। পোস্টারের নীচে লেখা , আমরা দাদার অনুগামী।
ইন্দ্রনীলের বাড়ির সামনে বোমাবাজি, গ্রেফতার ৬




মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল সন্ধেয় মন্ত্রীর কসবার বাড়ির সামনে কয়েকজন দুষ্কৃতী বোমাবাজি করে পালিয়ে যায়। এরপর রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কসবা থানার পুলিশ। সেই তল্লাশি অভিযানে ৬ জনকে গ্রেফতারের পাশাপাশি ৩টি মোটরবাইকও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হয়েছে কয়েকটি বোমা।
রিষড়ায় শুভেন্দুর সভা বন্ধ রাখতে বলল পুলিশ




রিষড়ায় শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তেজনা ছড়াল। আজ হুগলির রিষড়ায় সভা রয়েছে বিজেপি নেতার। গতকাল রাতে সেই সভার মঞ্চ বাঁধার কাজ চলার সময় পুলিশ এসে অনুমতিপত্র দেখতে চায়। পুলিশ সূত্রে খবর, তা দেখাতে না পারায় পুলিশ কাজ বন্ধ রাখতে বলে।এরপরই পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আজ হুগলির আরামবাগেও রোড শো করবেন শুভেন্দু অধিকারী।
'এতদিন টেস্ট করেছেন,এবার দেখুন বোমার আওয়াজ কেমন'




মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে গতকাল রাতে বোমাবাজি হয়। সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এতদিন টেস্ট করে রেখেছেন। এবার দেখুন বোমার আওয়াজটা কেমন হয়।

বিজেপি নেতাদের ওপর হামলার অভিযোগ নিয়ে দিলীপ বলন, বিজেপিতে যাঁরা আসছেন, তাঁদের ওপর হামলা, ভয় দেখানো হচ্ছে। সাপ যেমন ভয় পেলে ছোবল মারে, এরাও তেমন করছে বলে অভিযোগ করেন দিলীপ। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের খেলা হবে মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতির পাল্টা হুঁশিয়ারি, আসল খেলা এবার হবে। সেই খেলা তৃণমূল স্টেডিয়ামে বসে দেখবে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।

প্রেক্ষাপট

কলকাতা: অমিত শাহর আজকের সফরসূচি বাতিল হলেও, আগামীকাল ডুমুরজলায় যোগদান মেলা হবে। কারা বিজেপিতে যোগ দেবেন এখনই বলা সম্ভব নয়। তবে সংগঠনকে জোরদার করতে তাড়াতাড়ি যোগদান করুন। আহ্বান করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।


দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে আইইডি বিস্ফোরণের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর ২ দিনের পশ্চিমবঙ্গ সফর বাতিল করেন। তবে বিজেপির যোগদান সভা আগের পরিকল্পনামতই হবে। অমিত শাহের জায়গায় আসতে চলেছেন একাধিক হেভিওয়েট কেন্দ্রীয় নেতা। ৭ ফেব্রুয়ারি আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.