WB Election 2021 LIVE: নিজের গড়ে বিজেপির মিছিলে শোভন, ‘আধুনিক বেহালার রূপকার’ দাবি বৈশাখীর
West Bengal Assembly Election 2021: প্রায় সাড়ে ৩ বছর পর নিজের গড় বেহালায় মিছিল করবেন শোভন চট্টোপাধ্যায়।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
02 Feb 2021 10:16 PM
রানাঘাটে মতুয়া কর্মসূচিতে গিয়ে নাচ বিধায়কের।জনসংযোগ কর্মসূচিতে গিয়ে নাচ বিধায়ক সমীর পোদ্দারের।রানাঘাটের বহিরগাছিতে গিয়ে নাচলেন বিধায়ক।পাত পেড়ে মতুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজ শাসক-বিধায়কের।প্রচারের জন্য করিনি, দাবি রানাঘাট উত্তর-পূর্বের বিধায়কের।১০ বছর পর হঠাত্ মতুয়া প্রেম, কটাক্ষ বিজেপির
বিজেপির মিছিলে পথে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁদের মিছিল বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড পর্যন্ত। প্রায় সাড়ে ৩ বছর পর নিজের গড় বেহালায় মিছিল শোভন চট্টোপাধ্যায়ের। আধুনিক বেহালার রূপকার শোভন, দাবি বৈশাখীর।
দিল্লিতে বিজেপির হাই পাওয়ার্ড টিমের বৈঠকে শুভেন্দু। যাচ্ছেন বারুইপুরের সভা সেরেই। আলোচনা রাজ্যে দলের ভোট প্রস্তুতি নিয়ে
শোভন বৈশাখীর মিছিলের আগে সৌজন্যের ছবি। বেহালার থ্রি এ বাসস্ট্যান্ডের সামনে দিয়ে যাচ্ছিল তৃণমূলের মিছিল। তখন ওই সময় শোভন বৈশাখীর সভার প্রস্তুতি চলছিল। সেইসময় তারক সিং নিজে দাঁড়িয়ে থেকে তৃণমূলের মিছিলকে পার করান।
সাসপেনশন কাটিয়ে দলে ফিরেই তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতা কালোসোনা মণ্ডলের। বললেন, খেলাও হবে, গুলিও চলবে। এসব বাহুবলীদের মতো ভাষা। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের।
লালার টাকা ব্যাঙ্ককের অ্যাকাউন্টে জমা পড়েছে। বারুইপুরের সভায় কাগজ দেখিয়ে দাবি শুভেন্দু অধিকারীর। তাঁর কটাক্ষ, এরপরেও বলতে হবে তোলাবাজ ভাইপো কে?
কেন্দ্র বেছে বেছে অনুদান দেয়নি। সবাই সমানভাবে সাহায্য পেয়েছেন। তাই রাজ্যে সংখ্যালঘুদের ভোট বিজেপির ঝুলিতেই পড়বে। দাবি শুভেন্দু অধিকারীর।
ভাইপো মধু খেয়েছে. আমরা শ্রমিক মৌমাছি, বারুইপুরে বললেন শুভেন্দু
ভাইপো রানি মৌমাছি, মধু খেয়ে গিয়েছে। আমরা তো স্রমিক মৌমাছি। আপনার ছোট বাড়ি কী হল সবাই দেখছে। আমরা নন্দীগ্রাম, জঙ্গলমহল, ছাত্র সংসদ করা লোক। বললেন শুভেন্দু।
ভাইপো রানি মৌমাছি, মধু খেয়ে গিয়েছে। আমরা তো স্রমিক মৌমাছি। আপনার ছোট বাড়ি কী হল সবাই দেখছে। আমরা নন্দীগ্রাম, জঙ্গলমহল, ছাত্র সংসদ করা লোক। বললেন শুভেন্দু।
বাংলা চাইছে কেন্দ্র-রাজ্য একসঙ্গে চলুক। কেন্দ্র ও রাজ্যকে যৌথভাবে কাজ করতে হবে। বিজেপি এলে রাজ্যের জন্য প্যাকেজ, কথা দিয়েছেন অমিত শাহ। বললেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। মানুষ রোটি-কাপড়া-মকান চায় বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে নিশানা করে তিনি অভিযোগ করেন, কেন্দ্রের টাকা না নিয়ে রাজ্যের কোষাগারি খালি করেছেন। তিনি বলেন, কেন এত হতাশা? কেন এত ভয়? এতে প্রমাণ হয় তোমাদের পায়ের তলায় মাটি নেই।
মানুষ শোভন চট্টোপাধ্যায়কে যত বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখছে তত ক্ষোভ বাড়ছে। কারণ এটা বাংলার সংস্কৃতি নয়। দাবি রত্না চট্টোপাধ্যায়ের।
ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার যোগ দিলেন বিজেপিতে। এদিন বারুইপুরে বিজেপির সভায় তাঁর হাতে দলের পতাকা তুলে দেওয়া হয়।
দীপক হালদার বলেছেন,বিভিন্ন বিষয়ে বারবার দলের কাছে বলেও কোনও লাভ হয়নি।
এদিন বারুইপুরের সভায় আসার পথে পদ্মপুকুর মোড়ে শুভেন্দুকে কালো পতাকা। কালো পতাকা দেখান বেশ কয়েকজন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নিউ ইন্ডিয়ান মাঠে আজ বিজেপির যোগদান মেলা কর্মসূচি। ওই সভায় অন্যতম বক্তা শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়। সভায় অংশ নিয়েছেন মুকুল রায় ও সায়ন্তন বসুও। ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার, ফলতার তৃণমূলের ব্লক সভাপতি ভক্তরাম মণ্ডল, বারুইপুর পুরসভার তৃণমূলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান দুলাল হালদার সহ বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করেন। দীপক গতকালই তৃণমূল ছেড়েছেন।
দীপক হালদার বলেছেন,বিভিন্ন বিষয়ে বারবার দলের কাছে বলেও কোনও লাভ হয়নি।
এদিন বারুইপুরের সভায় আসার পথে পদ্মপুকুর মোড়ে শুভেন্দুকে কালো পতাকা। কালো পতাকা দেখান বেশ কয়েকজন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নিউ ইন্ডিয়ান মাঠে আজ বিজেপির যোগদান মেলা কর্মসূচি। ওই সভায় অন্যতম বক্তা শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়। সভায় অংশ নিয়েছেন মুকুল রায় ও সায়ন্তন বসুও। ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার, ফলতার তৃণমূলের ব্লক সভাপতি ভক্তরাম মণ্ডল, বারুইপুর পুরসভার তৃণমূলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান দুলাল হালদার সহ বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করেন। দীপক গতকালই তৃণমূল ছেড়েছেন।
৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে চা সুন্দরী প্রকল্পে, ফালাকাটায় বললেন মমতা
৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে চা সুন্দরী প্রকল্পে। ৩ বছরের মধ্যে এই প্রকল্পে গৃহহীনরা পাবেন ঘর। রাজবংশী-কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছি, ফালাকাটা-ময়নাগুড়িতে হবে নতুন পুরসভা। আমরা যা বলি, তাই করি, বিনা পয়সায় আপনার আগামীদিনেও রেশন পাবেন। স্বাস্থ্যসাথীর বায়োমেট্রিক্স কার্ড না পেলে, বিকল্প কার্ড দেব, ওই কার্ডেও আপনারা সব সুবিধা পাবেন। কৃষক-শ্রমিকবিরোধী কোনও কাজ আমরা করব না। ৬৭ টাকা থেকে বাড়িয়ে চা বাগানের মাইনে ২০২ টাকা করেছি। বন্ধ চা বাগানগুলিও খোলার চেষ্টা করব। বললেন মমতা।
৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে চা সুন্দরী প্রকল্পে। ৩ বছরের মধ্যে এই প্রকল্পে গৃহহীনরা পাবেন ঘর। রাজবংশী-কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছি, ফালাকাটা-ময়নাগুড়িতে হবে নতুন পুরসভা। আমরা যা বলি, তাই করি, বিনা পয়সায় আপনার আগামীদিনেও রেশন পাবেন। স্বাস্থ্যসাথীর বায়োমেট্রিক্স কার্ড না পেলে, বিকল্প কার্ড দেব, ওই কার্ডেও আপনারা সব সুবিধা পাবেন। কৃষক-শ্রমিকবিরোধী কোনও কাজ আমরা করব না। ৬৭ টাকা থেকে বাড়িয়ে চা বাগানের মাইনে ২০২ টাকা করেছি। বন্ধ চা বাগানগুলিও খোলার চেষ্টা করব। বললেন মমতা।
এবার ক্ষোভ উগরে দিলেন মালদা তৃণমূলের জেলা কো অর্ডিনেটর দুলাল সরকার
এবার বেসুরো মালদায় তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর দুলাল সরকার। তাঁর অভিযোগ, দল তাঁকে জেলায় সেকেন্ড ম্যান করে রেখেছে, সেনাপতি করেনি। দল চায়নি বলেই তাঁকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান করা হয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন দুলাল। ইংরেজবাজার পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দুলালের দাবি, তৃণমূলের দুঃসময়ে তিনি ও তাঁর পরিবার পার্টি ছাড়েননি, অথচ দল তাঁকে প্রাপ্য মর্যাদা দিচ্ছে না বলে দাবি জেলা তৃণমূলের কোঅর্ডিনেটরের। এ নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব জানান, যা বলার রাজ্য নেতারা বলবেন।
এবার বেসুরো মালদায় তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর দুলাল সরকার। তাঁর অভিযোগ, দল তাঁকে জেলায় সেকেন্ড ম্যান করে রেখেছে, সেনাপতি করেনি। দল চায়নি বলেই তাঁকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান করা হয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন দুলাল। ইংরেজবাজার পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দুলালের দাবি, তৃণমূলের দুঃসময়ে তিনি ও তাঁর পরিবার পার্টি ছাড়েননি, অথচ দল তাঁকে প্রাপ্য মর্যাদা দিচ্ছে না বলে দাবি জেলা তৃণমূলের কোঅর্ডিনেটরের। এ নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব জানান, যা বলার রাজ্য নেতারা বলবেন।
নির্বাচনী প্রস্তুতি বৈঠক, আজই দিল্লি যাচ্ছেন শুভেন্দু
জরুরি তলবে আজই দিল্লি যাচ্ছেন শুভেন্দু, খবর বিজেপি সূত্রে। বারুইপুরে জনসভার পরেই রওনা দিচ্ছেন তিনি। দিল্লিতে নির্বাচনী প্রস্তুতি বৈঠকে ডাকা হল শুভেন্দুকে, খবর সূত্রের। অমিত শাহ বৈঠক করবেন কৈলাস-মুকুল-দিলীপদের সঙ্গেও।
জরুরি তলবে আজই দিল্লি যাচ্ছেন শুভেন্দু, খবর বিজেপি সূত্রে। বারুইপুরে জনসভার পরেই রওনা দিচ্ছেন তিনি। দিল্লিতে নির্বাচনী প্রস্তুতি বৈঠকে ডাকা হল শুভেন্দুকে, খবর সূত্রের। অমিত শাহ বৈঠক করবেন কৈলাস-মুকুল-দিলীপদের সঙ্গেও।
আজ ফালাকাটায় মমতার একাধিক কর্মসূচী
উত্তরবঙ্গ সফরে আজ আলিপুরদুয়ারের ফালাকাটায় একাধিক কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর। ফালাকাটার মিল রোড ময়দানে আজ দুপুর ১টায় রয়েছে পরিষেবা প্রদান অনুষ্ঠান। এরপর ৩০০ আদিবাসী তরুণীর গণবিবাহ অনুষ্ঠানে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন তৃণমূলনেত্রী।
উত্তরবঙ্গ সফরে আজ আলিপুরদুয়ারের ফালাকাটায় একাধিক কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর। ফালাকাটার মিল রোড ময়দানে আজ দুপুর ১টায় রয়েছে পরিষেবা প্রদান অনুষ্ঠান। এরপর ৩০০ আদিবাসী তরুণীর গণবিবাহ অনুষ্ঠানে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন তৃণমূলনেত্রী।
হনুমানের মৃত্যু, দুর্গাপুরে বিজেপি-তৃণমূল হাতাহাতি, আহত ১
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে হনুমানের মন্দির তৈরিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটল গতকাল রাতে। স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে আনন্দ স্পোর্টিং ক্লাবের মাঠে সম্প্রতি একটি হনুমানের মৃত্যু হয়। ক্লাবের মাঠেই পুঁতে দেওয়া হয় মৃত হনুমানটিকে। বিজেপি সমর্থক ক্লাব সদস্যরা দাবি তোলেন, ওই জায়গায় হনুমান মন্দির তৈরি করার। তৃণমূল সমর্থক ক্লাব সদস্যরা তাতে রাজি হন না। তাঁরা বলেন, মন্দির অন্য জায়গায় করা হোক। এই নিয়ে দু’পক্ষে বচসা শুরু হয়। তাতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। গতকাল রাত ৯টা নাগাদ তৃণমূল ও বিজেপি সমর্থক ক্লাব সদস্যদের মধ্যে বিবাদ, হাতাহাতি হয় বলে অভিযোগ। আহত হন এক বিজেপি সমর্থক। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে হনুমানের মন্দির তৈরিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটল গতকাল রাতে। স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে আনন্দ স্পোর্টিং ক্লাবের মাঠে সম্প্রতি একটি হনুমানের মৃত্যু হয়। ক্লাবের মাঠেই পুঁতে দেওয়া হয় মৃত হনুমানটিকে। বিজেপি সমর্থক ক্লাব সদস্যরা দাবি তোলেন, ওই জায়গায় হনুমান মন্দির তৈরি করার। তৃণমূল সমর্থক ক্লাব সদস্যরা তাতে রাজি হন না। তাঁরা বলেন, মন্দির অন্য জায়গায় করা হোক। এই নিয়ে দু’পক্ষে বচসা শুরু হয়। তাতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। গতকাল রাত ৯টা নাগাদ তৃণমূল ও বিজেপি সমর্থক ক্লাব সদস্যদের মধ্যে বিবাদ, হাতাহাতি হয় বলে অভিযোগ। আহত হন এক বিজেপি সমর্থক। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বারুইপুরে শুভেন্দুর সভার আগে তুলে ফেলা হল বিজেপির পতাকা, অভিযুক্ত তৃণমূল
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তেজনা ছড়াল। আজ বারুইপুরে বিজেপির তরফে যোগদান মেলার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা, শুভেন্দু অধিকারী ও মুকুল রায়। বিজেপির অভিযোগ, সেই সভা উপলক্ষে বারুইপুরের বিভিন্ন ওয়ার্ডে যে সব দলীয় পতাকা টাঙানো হয়েছিল, তা খুলে ফেলে দেওয়া হয়। ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ঘটনা ঘটেছে।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তেজনা ছড়াল। আজ বারুইপুরে বিজেপির তরফে যোগদান মেলার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা, শুভেন্দু অধিকারী ও মুকুল রায়। বিজেপির অভিযোগ, সেই সভা উপলক্ষে বারুইপুরের বিভিন্ন ওয়ার্ডে যে সব দলীয় পতাকা টাঙানো হয়েছিল, তা খুলে ফেলে দেওয়া হয়। ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ঘটনা ঘটেছে।
প্রেক্ষাপট
কলকাতা: আজ তৃণমূল ও বিজেপির জোড়া মিছিল ঘিরে জমজমাট বেহালা। বেলা ১২টায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মিছিল করবেন বেহালার ২৯ পল্লী থেকে ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড পর্যন্ত। আবার বিকেলে পথে নামবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
বিকেল তিনটেয় বিজেপির মিছিলে পা মেলাবেন শোভন-বৈশাখী। তাঁরা মিছিল করবেন বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড পর্যন্ত। প্রায় সাড়ে ৩ বছর পর নিজের গড় বেহালায় মিছিল করবেন শোভন চট্টোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -