West Bengal Elections Live Updates: রামের দেশ ভারতে তেলের দাম ৯১ টাকা, অথচ রাবণের দেশ শ্রীলঙ্কায় ৫১ টাকা, কটাক্ষ অনুব্রত মণ্ডলের
রানিবাঁধে ২০১৮-য় পঞ্চায়েত ভোটে খুন বিজেপি কর্মী অজিত মুর্মু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Feb 2021 10:20 PM
প্রেক্ষাপট
দক্ষিণ ২৪ পরগনা: বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ডায়মন্ড হারবারে তৃণমূলত্যাগী বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ল। আজ সকালে স্টেশন বাজার থেকে জেটিঘাট পর্যন্ত একাধিক জায়গায় জাতীয় সড়কের দু’ ধারে দীপক...More
দক্ষিণ ২৪ পরগনা: বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ডায়মন্ড হারবারে তৃণমূলত্যাগী বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ল। আজ সকালে স্টেশন বাজার থেকে জেটিঘাট পর্যন্ত একাধিক জায়গায় জাতীয় সড়কের দু’ ধারে দীপক হালদারের নামে বিশ্বাসঘাতক লেখা পোস্টার দেখা যায়। বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তোলা হয়েছে ওই পোস্টারে।সোমবার দল ছাড়ার কথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। গতকাল মুকুল রায়, শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। এরপরই ডায়মন্ড হারবারে বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
শুভেন্দু অধিকারীর ফেসবুক পোস্টে মন্তব্য করায় মুর্শিদাবাদে ফের দলবদলের জল্পনা। জেলার সহকারী সভাধিপতিকে তলব করল তৃণমূল। সাক্ষাৎ না করায় ক্ষুব্ধ জেলা সভাধিপতি। কৌশলে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন সহকারী সভাধিপতি।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট চেয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে চিঠি আব্দুল মান্নানের। ‘আপনি সবুজসঙ্কেত দিলে এগোবে আলোচনা। জোট হলে লাভবান হবে কংগ্রেস,’ দাবি মান্নানের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
অপদার্থ প্রধানমন্ত্রী। তাই রামের দেশ ভারতে তেলের দাম একানব্বই টাকা। অথচ রাবণের দেশ শ্রীলঙ্কায় তেল একান্ন টাকা। কটাক্ষ অনুব্রত মণ্ডলের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
‘কয়েকজন শিল্পীর ওপর চাপ তৈরি করছে বিজেপির আইটি সেল। বিজেপির পক্ষে লিখলে টাকা মিলবে, এমনই চাপ তৈরি করছে। কোথা থেকে এল এত টাকা?’ আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা আক্রমণে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
বাংলায় চারিদিকে ভয়ানক, ভয়াবহ পরিস্থিতি। জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের আক্রমণে রাজ্যপাল। রাজভবনে কেউ এলে, নাম লেখাতেও ভয় পাচ্ছেন। রসিদ দেখলেই সেলাম ঠুকে গাড়ি ছেড়ে দেয় কেন পুলিশ? রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের আক্রমণে রাজ্যপাল।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
২০১৪-র টেটে নিয়োগ হয়েছে শুধু তৃণমূলকর্মীদের। তৃণমূলকর্মীদের চাকরি দিয়েছেন স্বপন দেবনাথ, অনুব্রত মণ্ডলরা। বিস্ফোরক অভিযোগ সদ্য বিজেপিতে যোগ দেওয়া কালনার বিধায়ক বিশ্বজিত্ কুণ্ডুর।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
বলতে উঠতেই দাবি দাওয়া নিয়ে সরব, কসবায় এসসি-এসটি সেলের সম্মেলনে মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কথায় চলবেন না বলে কড়া বার্তা।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
জোড়াবাগানে নাবালিকার রহস্যমৃত্যু, ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। রাজনৈতিকভাবে উত্তেজনা তৈরির চেষ্টা, রুখে দিয়েছে সাধারণ মানুষ, দাবি তৃণমূলের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021: খুনে মূল অভিযুক্ত তৃণমূলকর্মীকে দলে নেওয়ার প্রতিবাদে হেস্টিংস অফিসের বাইরে বিক্ষোভ বিজেপির একাংশের
হেস্টিংসে বিজেপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলেন বাঁকুড়ার রানিবাঁধ এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, এক বিজেপি কর্মীর খুনের ঘটনায় অভিযুক্ত এক নেতা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। ওই নেতাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। ২০১৮-য় বাঁকুড়ার রানিবাঁধে খুন হন বিজেপি কর্মী অজিত মুর্মু। রানিবাঁধের বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, ওই খুনের নেপথ্যে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা বিদ্যুত্ দাস। সেই বিদ্যুত্ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। বিদ্যুতকে দল থেকে বহিষ্কারের দাবিতে দলের পতাকা, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করেছেন রানিবাঁধের বিজেপি কর্মীদের একাংশ। বিক্ষোভ এবার দিল্লিতেও পৌছবে, প্রতিক্রিয়া বাঁকুড়া তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরার।
হেস্টিংসে বিজেপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলেন বাঁকুড়ার রানিবাঁধ এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, এক বিজেপি কর্মীর খুনের ঘটনায় অভিযুক্ত এক নেতা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। ওই নেতাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। ২০১৮-য় বাঁকুড়ার রানিবাঁধে খুন হন বিজেপি কর্মী অজিত মুর্মু। রানিবাঁধের বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, ওই খুনের নেপথ্যে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা বিদ্যুত্ দাস। সেই বিদ্যুত্ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। বিদ্যুতকে দল থেকে বহিষ্কারের দাবিতে দলের পতাকা, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করেছেন রানিবাঁধের বিজেপি কর্মীদের একাংশ। বিক্ষোভ এবার দিল্লিতেও পৌছবে, প্রতিক্রিয়া বাঁকুড়া তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরার।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021: 'মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার ছক', দাবি বিজেপির, পুরুলিয়ায় শুভেন্দুর সভার আগে উত্তেজনা
পুরুলিয়ায় শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তেজনা ছড়াল। আজ পুরুলিয়ার জয়পুরে আরববি হাইস্কুল মাঠে সভা রয়েছে শুভেন্দুর। তার আগে, গতকাল রাতে সভামঞ্চ বাঁধার কাজ চলছিল। বিজেপির অভিযোগ, সেই সভামঞ্চের কাছেই গতকাল রাতে একটি পেট্রোলের বোতল চেখে পড়ে কর্মীদের। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সভা ভণ্ডুল করার জন্য মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার ছক কষেছিল। তৃণমূলের দাবি, বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে। ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। গতকাল তৃণমূল ওই এলাকায় শুভেন্দুর সভার প্রতিবাদে কালো পতাকা নিয়ে মোটরবাইক মিছিল করে। একদিকে তৃণমূলের বাইক মিছিল, অন্যদিকে মঞ্চে আগুন ধরানোর চেষ্টার অভিযোগ বিজেপির। এ দুয়ের যোগে সরগরম জেলার রাজনীতি।
পুরুলিয়ায় শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তেজনা ছড়াল। আজ পুরুলিয়ার জয়পুরে আরববি হাইস্কুল মাঠে সভা রয়েছে শুভেন্দুর। তার আগে, গতকাল রাতে সভামঞ্চ বাঁধার কাজ চলছিল। বিজেপির অভিযোগ, সেই সভামঞ্চের কাছেই গতকাল রাতে একটি পেট্রোলের বোতল চেখে পড়ে কর্মীদের। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সভা ভণ্ডুল করার জন্য মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার ছক কষেছিল। তৃণমূলের দাবি, বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে। ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। গতকাল তৃণমূল ওই এলাকায় শুভেন্দুর সভার প্রতিবাদে কালো পতাকা নিয়ে মোটরবাইক মিছিল করে। একদিকে তৃণমূলের বাইক মিছিল, অন্যদিকে মঞ্চে আগুন ধরানোর চেষ্টার অভিযোগ বিজেপির। এ দুয়ের যোগে সরগরম জেলার রাজনীতি।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021: ‘মন্ত্রিত্ব ছাড়া পর্যন্ত মনে পড়েনি কারসাজির কথা, কেন আমাকে তখন দল থেকে তাড়ানো হয়নি?’ মমতাকে জবাব রাজীবের
আলিপুরদুয়ারের জনসভা থেকে তাঁর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘আজ আমায় বলছেন কারসাজি করেছেন। ৮ অক্টোবর আপনার সঙ্গে আমার কথা হয়েছিল। বন সহায়ক পদে নিয়োগ নিরপেক্ষ ছিল। কোন বিধায়ক, কালীঘাট থেকে কী সুপারিশ, সবকিছুরই আমার কাছে তথ্য আছে। মন্ত্রিত্ব ছাড়া পর্যন্ত মনে পড়েনি বন সহায়ক পদে কারসাজি হয়েছে।’
‘সব জানলে, কেন আমাকে দল থেকে তাড়ানো হয়নি?’
আলিপুরদুয়ারের জনসভা থেকে তাঁর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘আজ আমায় বলছেন কারসাজি করেছেন। ৮ অক্টোবর আপনার সঙ্গে আমার কথা হয়েছিল। বন সহায়ক পদে নিয়োগ নিরপেক্ষ ছিল। কোন বিধায়ক, কালীঘাট থেকে কী সুপারিশ, সবকিছুরই আমার কাছে তথ্য আছে। মন্ত্রিত্ব ছাড়া পর্যন্ত মনে পড়েনি বন সহায়ক পদে কারসাজি হয়েছে।’
‘সব জানলে, কেন আমাকে দল থেকে তাড়ানো হয়নি?’
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
রথযাত্রার জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে, বিজেপিকে চিঠি দিয়ে জানাল নবান্ন
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
বিজেপির রথযাত্রার বিরুদ্ধে হাইকোর্টে আইনজীবী
মামলা করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ মজুমদার। ৫টি রথ রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে। ৬ তারিখ, শনিবার নবদ্বীপ থেকে রথযাত্রার উদ্বোধন করবেন জে পি নাড্ডা, এর দু’দিন পর বিজেপি সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতেই তারাপীঠ ও ঝাড়গ্রাম থেকে রওনা দেবে হবে আরও দুটি রথ। ১১ ফেব্রুয়ারি অমিত শাহ কোচবিহার থেকে রথযাত্রার উদ্বোধন করবেন, বিজেপি সূত্রে খবর কাকদ্বীপ থেকেও রথযাত্রার কথা রয়েছে। এমন ৫ জায়গা থেকে রথযাত্রা বা পরিবর্তন যাত্রা হলে বড় গন্ডগোলের আশঙ্কা, তাই যেন অনুমতি না দেওয়া হয়, আবেদনে বলা হয়েছে। সম্ভবত কাল শুনানি।
বিজেপির রথযাত্রার বিরুদ্ধে হাইকোর্টে আইনজীবী
মামলা করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ মজুমদার। ৫টি রথ রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে। ৬ তারিখ, শনিবার নবদ্বীপ থেকে রথযাত্রার উদ্বোধন করবেন জে পি নাড্ডা, এর দু’দিন পর বিজেপি সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতেই তারাপীঠ ও ঝাড়গ্রাম থেকে রওনা দেবে হবে আরও দুটি রথ। ১১ ফেব্রুয়ারি অমিত শাহ কোচবিহার থেকে রথযাত্রার উদ্বোধন করবেন, বিজেপি সূত্রে খবর কাকদ্বীপ থেকেও রথযাত্রার কথা রয়েছে। এমন ৫ জায়গা থেকে রথযাত্রা বা পরিবর্তন যাত্রা হলে বড় গন্ডগোলের আশঙ্কা, তাই যেন অনুমতি না দেওয়া হয়, আবেদনে বলা হয়েছে। সম্ভবত কাল শুনানি।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Election 2021: ‘যারা লোভী, ভোগী তাঁদের জন্য রাস্তা খোলা, চলে যান’, বেসুরোদের উদ্দেশ্যে মমতা
আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘যারা লোভী, ভোগী তাঁদের জন্য রাস্তা খোলা, চলে যান। তৃণমূলে যাঁরা আছেন শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে। তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না। তৃণমূলের টিকিট পেতে লবি করতে হয় না। তৃণমূলের সাংসদ-বিধায়কদের টাকা দিয়ে কেনা যায় না। বিজেপি লোভ-ভোগে ভরে গেছে।’
আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘যারা লোভী, ভোগী তাঁদের জন্য রাস্তা খোলা, চলে যান। তৃণমূলে যাঁরা আছেন শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে। তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না। তৃণমূলের টিকিট পেতে লবি করতে হয় না। তৃণমূলের সাংসদ-বিধায়কদের টাকা দিয়ে কেনা যায় না। বিজেপি লোভ-ভোগে ভরে গেছে।’
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
বাঁকুড়ায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল
বাঁকুড়ার পাত্রসায়রে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। বিজেপি যুব মোর্চার নেতাকে মারধরের অভিযোগ উঠল দলীয় কর্মীদের বিরুদ্ধে। প্রাক্তন তৃণমূল নেতা তথা বালসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বুদ্ধদেব পাল লোকসভা ভোটের পর বিজেপিতে যোগ দেন। তাঁর অভিযোগ, সিপিএম থেকে বিজেপিতে আসা কর্মীরা তাঁকে মারধর করেন। এ নিয়ে তৃণমূলের কটাক্ষ, এই ঘটনাই প্রমাণ করছে, গেরুয়া শিবিরে আদি ও নব্যের কোন্দল চরমে উঠেছে। পাল্টা বিজেপির দাবি, আক্রান্ত ব্যক্তির সঙ্গে তাদের দলের কোনও যোগ নেই। অন্তর্দ্বন্দ্ব ঢাকতে বিষয়টি বিজেপির ঘাড়ে চাপাতে চাইছে তৃণমূল।
বাঁকুড়ার পাত্রসায়রে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। বিজেপি যুব মোর্চার নেতাকে মারধরের অভিযোগ উঠল দলীয় কর্মীদের বিরুদ্ধে। প্রাক্তন তৃণমূল নেতা তথা বালসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বুদ্ধদেব পাল লোকসভা ভোটের পর বিজেপিতে যোগ দেন। তাঁর অভিযোগ, সিপিএম থেকে বিজেপিতে আসা কর্মীরা তাঁকে মারধর করেন। এ নিয়ে তৃণমূলের কটাক্ষ, এই ঘটনাই প্রমাণ করছে, গেরুয়া শিবিরে আদি ও নব্যের কোন্দল চরমে উঠেছে। পাল্টা বিজেপির দাবি, আক্রান্ত ব্যক্তির সঙ্গে তাদের দলের কোনও যোগ নেই। অন্তর্দ্বন্দ্ব ঢাকতে বিষয়টি বিজেপির ঘাড়ে চাপাতে চাইছে তৃণমূল।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
বিধায়কের নামে দুর্নীতি-পোস্টার
দলে কোণঠাসা হওয়ার পর, এবার নিজের এলাকায় পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নাম না করে দুর্নীতি-পোস্টার। পাণ্ডবেশ্বর নাগরিক মঞ্চের নামে এই পোস্টারে কয়লা-দুর্নীতির সঙ্গে বিধায়কের নাম জড়িয়ে পোস্টার দেওয়া হয়েছে। বিধায়ককে মানছি না, মানব না, আর নয় এই বিধায়ক লেখা পোস্টারে ছয়লাপ পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকা। এনিয়ে মন্তব্য করতে চাননি পাণ্ডবেশ্বরের বিধায়ক। বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল জেলা নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, পোস্টার-কাণ্ডে কটাক্ষ বিজেপির।
দলে কোণঠাসা হওয়ার পর, এবার নিজের এলাকায় পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নাম না করে দুর্নীতি-পোস্টার। পাণ্ডবেশ্বর নাগরিক মঞ্চের নামে এই পোস্টারে কয়লা-দুর্নীতির সঙ্গে বিধায়কের নাম জড়িয়ে পোস্টার দেওয়া হয়েছে। বিধায়ককে মানছি না, মানব না, আর নয় এই বিধায়ক লেখা পোস্টারে ছয়লাপ পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকা। এনিয়ে মন্তব্য করতে চাননি পাণ্ডবেশ্বরের বিধায়ক। বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল জেলা নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, পোস্টার-কাণ্ডে কটাক্ষ বিজেপির।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
কোচবিহারে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
ফের কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের ব্লক সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। গতকাল কর্মিসভায় তৃণমূলের দিনহাটা ১ নম্বর ব্লকের সভাপতি প্রশান্ত দেবশর্মার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। বিধায়কের অভিযোগ, প্রার্থী তালিকা নিয়ে প্রকাশ্যে আলোচনা করছেন ব্লক সভাপতি। লোকসভা ভোটে যারা দলের বিরুদ্ধে কাজ করেছিল, সেই শক্তি আবার সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল বিধায়ক। উল্টে বিধায়কের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তৃণমূল ব্লক সভাপতির দাবি, এর ফলে বিধানসভা ভোটের আগে দলে সমস্যা বাড়বে। আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। গোষ্ঠীদ্বন্দ্বেই শেষ হবে শাসকদল, কটাক্ষ বিজেপির।
ফের কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের ব্লক সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। গতকাল কর্মিসভায় তৃণমূলের দিনহাটা ১ নম্বর ব্লকের সভাপতি প্রশান্ত দেবশর্মার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। বিধায়কের অভিযোগ, প্রার্থী তালিকা নিয়ে প্রকাশ্যে আলোচনা করছেন ব্লক সভাপতি। লোকসভা ভোটে যারা দলের বিরুদ্ধে কাজ করেছিল, সেই শক্তি আবার সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল বিধায়ক। উল্টে বিধায়কের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তৃণমূল ব্লক সভাপতির দাবি, এর ফলে বিধানসভা ভোটের আগে দলে সমস্যা বাড়বে। আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। গোষ্ঠীদ্বন্দ্বেই শেষ হবে শাসকদল, কটাক্ষ বিজেপির।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
আজ আলিপুরদুয়ারে সভা মমতার
আজ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার তৃণমূল কর্মীরা এই সভায় যোগ দেবেন। গত লোকসভা ভোটে এই তিন জেলাতেই খারাপ ফল করে তৃণমূল। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, বিধানসভা ভোটের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা। এর আগে, গত বছরের ১৪ ডিসেম্বর, জলপাইগুড়ি ও কোচবিহারে সভা করেন মমতা। দেড়মাসের মধ্যে ফের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। কাল তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে।
আজ আলিপুরদুয়ারে সভা মমতার
আজ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার তৃণমূল কর্মীরা এই সভায় যোগ দেবেন। গত লোকসভা ভোটে এই তিন জেলাতেই খারাপ ফল করে তৃণমূল। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, বিধানসভা ভোটের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা। এর আগে, গত বছরের ১৪ ডিসেম্বর, জলপাইগুড়ি ও কোচবিহারে সভা করেন মমতা। দেড়মাসের মধ্যে ফের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। কাল তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
জোটের শর্ত, বাম-কংগ্রেসের কাছ থেকে ৪৪টি আসন চান আব্বাস সিদ্দিকি
বাম-কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আগ্রহ প্রকাশ করলেও, ৪৪টি আসনের দাবি জানালেন আব্বাস সিদ্দিকি। বামেদের দাবি, এই নিয়ে আলোচনা চলছে। বাঁকুড়ায় দলীয় কর্মসূচিতে এসে রাজ্যে বিজেপির উত্থানের জন্য তৃণমূলকে দুষেছেন ফুরফুরা শরিফের পীরজাদা। আব্বাস সিদ্দিকিকে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল।
বাম-কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আগ্রহ প্রকাশ করলেও, ৪৪টি আসনের দাবি জানালেন আব্বাস সিদ্দিকি। বামেদের দাবি, এই নিয়ে আলোচনা চলছে। বাঁকুড়ায় দলীয় কর্মসূচিতে এসে রাজ্যে বিজেপির উত্থানের জন্য তৃণমূলকে দুষেছেন ফুরফুরা শরিফের পীরজাদা। আব্বাস সিদ্দিকিকে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ক্ষোভ প্রশমনে রাজ্য নেতৃত্ব, সুর নরম মালদা তৃণমূলের জেলা কো অর্ডিনেটর দুলাল সরকারের
রাজ্য নেতৃত্বের ফোনের পর সুর নরম মালদা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকারের। বৃহস্পতিবার কলকাতায় দুলালকে তলব রাজ্য তৃণমূল নেতৃত্বের। কথা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গতকাল দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন দুলাল সরকার। এই খবর সম্প্রচার হতেই শোরগোল পড়ে যায় জেলা ও রাজ্য রাজনীতিতে । মালদা জেলায় তৃণমূলের সবচেয়ে পুরনো সৈনিকের বেসুরো হওয়ার ঘটনায় দলবদলের জল্পনাও মাথাচাড়া দেয়। দুপুরে দুলাল সরকারের সঙ্গে বৈঠকের জন্য সময় চান আইপ্যাক কর্মীরা। রাত আটটা থেকে নটা পর্যন্ত তাঁর রুদ্ধদ্বার বৈঠক হয় আইপ্যাক কর্মীদের সঙ্গে। সূত্রের খবর, এই বৈঠকের সময় রাজ্য নেতৃত্বের সঙ্গে ফোনে কথা হয় দুলাল সরকারের। এরপরই সুর নরম হয় তাঁর। বৃহস্পতিবার রাজ্য নেতৃত্বে সঙ্গে তাঁর বৈঠকে বসার সম্ভাবনা। কথা হতে পারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। দলনেত্রীর প্রতি আস্থা থাকলেও জেলার একাংশের নেতাদের প্রতি এখন ও ক্ষোভ রয়েছে তাঁর। সেই কথা দলনেত্রীকেও জানাবেন বলে জানিয়েছেন দুলাল সরকার।
রাজ্য নেতৃত্বের ফোনের পর সুর নরম মালদা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকারের। বৃহস্পতিবার কলকাতায় দুলালকে তলব রাজ্য তৃণমূল নেতৃত্বের। কথা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গতকাল দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন দুলাল সরকার। এই খবর সম্প্রচার হতেই শোরগোল পড়ে যায় জেলা ও রাজ্য রাজনীতিতে । মালদা জেলায় তৃণমূলের সবচেয়ে পুরনো সৈনিকের বেসুরো হওয়ার ঘটনায় দলবদলের জল্পনাও মাথাচাড়া দেয়। দুপুরে দুলাল সরকারের সঙ্গে বৈঠকের জন্য সময় চান আইপ্যাক কর্মীরা। রাত আটটা থেকে নটা পর্যন্ত তাঁর রুদ্ধদ্বার বৈঠক হয় আইপ্যাক কর্মীদের সঙ্গে। সূত্রের খবর, এই বৈঠকের সময় রাজ্য নেতৃত্বের সঙ্গে ফোনে কথা হয় দুলাল সরকারের। এরপরই সুর নরম হয় তাঁর। বৃহস্পতিবার রাজ্য নেতৃত্বে সঙ্গে তাঁর বৈঠকে বসার সম্ভাবনা। কথা হতে পারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। দলনেত্রীর প্রতি আস্থা থাকলেও জেলার একাংশের নেতাদের প্রতি এখন ও ক্ষোভ রয়েছে তাঁর। সেই কথা দলনেত্রীকেও জানাবেন বলে জানিয়েছেন দুলাল সরকার।
Tags: West Bengal Assembly Elections 2021 WB Polls WB Elections WB Election 2021 BJP TMC WB elections with ABP Ananda West Bengal Elections with ABP Ananda Congress WB Elections 2021 WB Election Prashant Kishore WB Polls with ABP Ananda West Bengal Assembly Elections Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shah Dilip Ghosh