কলকাতা: উত্তরপ্রদেশে যোগী সরকারের উন্নয়ন-বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি। এই নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ট্যুইট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের ছবি চুরি করে নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে যোগী আদিত্যনাথের সরকার।
বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে, এদিন এমন সুরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যোগীকে তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘যোগীর কাছে উত্তরপ্রদেশে পরিবর্তন মানে বাংলার পরিকাঠামোর ছবি চুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নকে নিজেদের বলে দাবি। বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে।’
অন্যদিকে, একই সুর ফিরহাদ হাকিমের গলায়। এদিন চেতলার প্রচার থেকে ববি হাকিম বলেন, "মিথ্যাচারে বিজেপি এক নম্বর। এর আগে দাঙ্গার ছবি, ভুল তথ্য প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করেছে। মা উড়ালপুল কলকাতা তথা বাংলার গর্ব। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তৈরি হয়েছে। সেই উড়ালপুলকে যদি যোগী প্রণাম করত, অনুসরণ করত তাহলে আমরা বুঝতাম যে ডবল ইঞ্জিনের বুদ্ধি ফিরেছে। কিন্তু যেভাবে মিথ্যা প্রচার করছে যে মা উড়ালপুল ওঁর। এদিকে উত্তরপ্রদেশে যে উন্নয়ন বন্ধ হয়েছে সেটা কার? যোগীর মিথ্যাচার মানুষের কাছে ফের প্রমাণিত।"
যোগী আদিত্যনাথের নাম উল্লেখ করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ট্যুইট, অজয় বিস্তও যখন তাঁকে সাহায্য করতে পারলেন না, তখন বাংলার উন্নয়ন-মডেলের ছবিকেই নিজের প্রচারে ব্যবহার করছেন। অন্যদিকে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ট্যুইট, ঠগী যোগীর উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুল, JW ম্যারিয়ট হোটেল, আমাদের আইকন হলুদ ট্যাক্সির ছবি। হয় নিজেকে বদলান, না হলে বিজ্ঞাপন এজেন্সি বদল করুন। এরপর নিশ্চয়ই নয়ডায় আমার বিরুদ্ধে এফআইআর হবে।
এদিকে, এই ঘটনার দায়স্বীকার করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রে। সংস্থার সানডে এক্সপ্রেসের প্রচ্ছদে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে এদিন। এই ঘটনার পর সংবাদপত্রের তরফে টুইটে বলা হয়, "পত্রিকার মার্কেটিং বিভাগ উত্তরপ্রদেশের বিজ্ঞাপনের প্রচ্ছদ কোলাজে অসাবধানতাবশত একটি ভুল চিত্র অন্তর্ভুক্ত করেছে। এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কাগজের সমস্ত ডিজিটাল সংস্করণে ছবিটি সরিয়ে ফেলা হচ্ছে।"