গোপেশ্বর: ২৯ এপ্রিল খুলে যাচ্ছে কেদারনাথ মন্দিরের দরজা। সকাল ৬টা ১০ মিনিটে মন্দিরের দরজা খুলে যাবে বলে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির সমিতির সভাপতি মোহনপ্রসাদ থাপলিয়াল জানিয়েছেন।


শীতকালে ভগবান কেদার পূজিত হন উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে। সেখান থেকে আজ শিবরাত্রির দিন ঘোষণা করা হয়েছে কেদারনাথ মন্দির খোলার দিনক্ষণ। ২৫ তারিখ হবে ভৈরবনাথের পুজো। পরদিন ভগবান কেদারের ফুলে ঢাকা পালকি বয়ে উখিমঠ থেকে কেদারনাথের পথে যাত্রা করবেন ভক্তরা। ফাটা, গৌরীকুণ্ড হয়ে তাঁরা কেদারনাথ পৌঁছবেন ২৮ তারিখ।

২৯ তারিখ মেষ লগ্ন পড়লে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ঠিক ৬টা ১০ মিনিটে খুলে যাবে কেদারনাথ মন্দিরের দরজা। কেদার গৃহপ্রবেশ করবেন।