নয়াদিল্লি:লাদাখ নিয়ে উত্তপ্ত আবহের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চলে যাওয়া নিয়ে শোকপ্রকাশ করল চিন। প্রণববাবু বর্ষীয়ান রাজনীতিবিদ, তিনি চলে যাওয়ায় ভারত-চিন বন্ধুত্বের ক্ষেত্রে বড় রকমের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে বেজিং।
২২ দিন সেনা হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার প্রয়াত হয়েছেন প্রণব মুখোপাধ্যায়। যে দিন তিনি মারা গিয়েছেন, সে দিনও প্রকৃত নিয়্ন্ত্রণরেখায় চিনের জমি দখলের চেষ্টা ভারতীয় সেনা ব্যর্থ করেছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। আর ঠিক সেদিনই লাদাখ ইস্যুতে ভারতের সঙ্গে মনোমালিন্যের মধ্যেই চিনের বিদে্শমন্ত্রকের মুখপাত্র হুয়া চানইং বলেছেন, ’’তাঁর চলে যাওয়া ভারত-চিন বন্ধুত্বের সম্পর্ক এবং ভারতের কাছে বড় ক্ষতি। তাঁর প্রয়াণে আমরা গভীর সমবেদনা জানাই, ভারত সরকার ও তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।‘‘
শুধু তাই নয়, চিনের বিদেশমন্ত্রকের তরফে প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এক প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেছেন, ’’প্রাক্তন রাষ্ট্রপতি ভারতের প্রবীণ রাজনীতিবিদ। ৫০ বছরের বেশি রাজনৈতিক জীবন তাঁর। ভারত-চিন সম্পর্কে তিনি সদর্থক ভূমিকা নিয়েছেন।‘‘
প্রণববাবুর কথা বলতে গিয়ে ২০১৪ সালে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফর প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। শি জিনপিংয়ের সেই সফরের পর নয়াদিল্লি-বেজিং যৌথ বিবৃতি জারি করেছিল, যাতে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব আরও বাড়ানোর কথা বলা হয়েছিল।