নয়াদিল্লি: গতকাল থেকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের জেরে সেপটিক শক হয়েছে তাঁর। এখনও গভীর কোমায় আছেন। জানাল দিল্লির সেনা হাসপাতাল।


১০ তারিখ দিল্লি ক্যান্টনমেন্টের আর্মিজ রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি হন প্রণব। পড়ে গিয়ে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে, তারপর ধরা পড়ে করোনা। এরপর ফুসফুসে সংক্রমণ হয়, কিডনিও কাজ করা বন্ধ করে দেয়। অস্ত্রোপচার করে তাঁর মস্তিষ্ক থেকে জমাট বাঁধা রক্ত বার করা হয়েছে। কিন্তু তারপর থেকে কোমায় প্রণব। হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের জেরে সেপটিক শক হয়েছে তাঁর, এখন গভীর কোমায় চলে গিয়েছেন। রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে, বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর দায়িত্বে রয়েছেন।

প্রাক্তন রাষ্ট্রপতি হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর দ্রুত সুস্থতা কামনা করে তাঁর গ্রাম বীরভূমের কীর্ণাহারে ৭২ ঘণ্টার যজ্ঞ হয়েছে।