নয়াদিল্লি: কয়েকদিন আগেই অমিত শাহ ঘোষণা করেছিলেন, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে পিছনে হাঁটবে না সরকার। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ জানালেন জেডিইউ সহ-সভাপতি প্রশান্ত কিশোর। বললেন, ‘যে ধারাবাহিকতায় তিনি সারা দেশে সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) কার্যকর করবেন বলে ঘোষণা করেছিলেন, ক্ষমতা থাকলে তা করে দেখান।’





ট্যুইটারে কিশোর লেখেন, যে কোনও নাগরিকদের ক্ষোভ-উষ্মাকে খারিজ করে দেওয়াটা সরকারের শক্তির পরিচয় হতে পারে না। তাঁর প্রশ্ন, যাঁরা সিএএ-এনআরসি বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন, আপনি যদি তাঁদের অবজ্ঞা করেন, তাহলে পূর্বঘোষণা অনুযায়ী সিএএ ও এনআরসি কেন কার্যকর করছেন না? সম্প্রতি, লখনউয়ে একটি জনসভায় শাহ জানিয়ে দেন, প্রতিবাদ সত্ত্বেও সিএএ ইস্যুতে পিছিয়ে যাবে না কেন্দ্র। তিনি বলেন, আমরা প্রতিবাদে ভয় পাই না। সত্যি বলতে কি, আমরা প্রতিবাদের মধ্যে জন্মেছি, বড় হয়েছি। বিরোধী থাকা সময়েও আমরা একই কথা বলেছিলাম। এখন ক্ষমতাসীন থাকা অবস্থাতেও একই কথা বলছি।





প্রসঙ্গত, প্রথম থেকেই সিএএ-র বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কিশোর। তিনি জানিয়েছিলেন, বিহারে সিএএ-এনআরসি কার্যকর করা হবে না। এই ইস্যুতে সহমত পোষণের জন্য আমি কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে বলে রাখা প্রয়োজন, কিশোরের দল জেডিইউ অবশ্য লোকসভা ও রাজ্যসভায় বিলকে সমর্থন করেছিল। এপ্রসঙ্গে, দলের শীর্ষ নেতা নীতীশ কুমারই এর ব্যাখ্যা দিতে পারবেন বলে জানিয়েছেন কিশোর। তিনি বলেন, নীতীশ বলতে পারবেন, কোন পরিস্থিতিতে ওই সিদ্ধান্ত তিনি নিয়েছেন।