নয়াদিল্লি: আবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ইচ্ছেপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সরাসরি পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে বসিয়ে সংবাদমাধ্যমের সামনেই এই কথা বললেন ট্রাম্প। মঙ্গলবার সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের পরে ইমরানকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা কাশ্মীরের ব্যাপারে কথা বলছি। এই ব্যাপারে ভারত-পাক সম্পর্কের ব্যাপারেও কথা হয়েছে। আমরা যদি কোনও ভাবে সাহায্য করতে পারি, নিশ্চয়ই করব।’
কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে আমেরিকা নজর রাখছে বলে জানান তিনি। সেই সঙ্গে ট্রাম্প এও বলেন তাঁরা শুধুমাত্র দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ব্যপারে কথা বলবেন তাই নয়, অন্য কথাও হবে।
গত কয়েক মাসে বারবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চেয়েছেন ট্রাম্প। তবে ভারত যে তেমনটা চাইছে না, সেটাও স্পষ্ট করা হয়েছে দিল্লির তরফে। ট্রাম্প তো এমনও দাবি করেন, নরেন্দ্র মোদিই নাকি তাঁর সাহায্য চেয়েছেন।
হোয়াইট হাউসের তরফে প্রকাশিত বিবৃতিতে মঙ্গলবার জানানো হয়েছে, ইমরানও কাশ্মীর ইস্যুতে ভারত-পাক সম্পর্কে মার্কিন-মধ্যস্থতা চেয়েছে।
সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে ইমরান বলেন, "আমাদের জন্য পাকিস্তানে এটা একটা বড় ইস্যু। আমরা আশা করব, মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করতে পারে, কেননা, অন্য কোনও দেশ তা পারবে না।



কয়েক সপ্তাহের মধ্যে ভারত সফরে আসবেন ট্রাম্প। ভারত সফরে এসে তিনি পাকিস্তানেও যাবেন কিনা সে ব্যাপারে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমরা এখন দেখা করছি। তাই পাকিস্তানে যাচ্ছি না।”