নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে গতকাল রাজঘাটে কংগ্রেসের ধর্না সমাবেশের জন্য রাহুল গাঁধীকে ধন্যবাদ জানালেন নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোর। কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে নাগরিকত্ব আইন ও এনআরসি চালু না করার ব্যাপারে সরকারিভাবে ঘোষণা করতে রাহুলকে অনুরোধ করেছেন তিনি।

প্রশান্ত টুইট করেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে জনগণের আন্দোলনে যোগ দেওয়ার জন্য রাহুল গাঁধীকে ধন্যবাদ। কিন্তু জনতার প্রতিবাদের পাশাপাশি এনআরসি বন্ধ করতে হলে রাজ্যগুলিকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমার আশা, আপনি কংগ্রেসকে বোঝাবেন যাতে কংগ্রেস শাসিত রাজ্যগুলি সরকারিভাবে ঘোষণা করে যে তারা এনআরসি মানবে না।


কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা কী বলেছেন তা আমাকে জানানোর বদলে কংগ্রেস সভানেত্রীর সরকারি বিবৃতি প্রকাশ করুন, যাতে বলা থাকবে, কংগ্রেস শাসিত রাজ্যে এনআরসি নয়। টুইট করেছেন প্রশান্ত।


প্রশান্ত কিশোরের বক্তব্য, রাজ্যগুলি যদি এনআরসি চালু করতে না চায়, তবে তা বন্ধ হতে পারে। তিনি বলেছেন, সিএবি-র বিরুদ্ধে ভোট দিয়েও তা আটকানো যায়নি বলে তিনি দুঃখিত কিন্তু রাজ্যগুলি এনআরসি চালু করতে না চাইলে তা এখনও আটকে দেওয়া সম্ভব। তাই এই দুটি গুলিয়ে ফেলবেন না। সংসদে সংশোধিত নাগরিকত্ব বিল বা সিএবি পেশের আগে থেকেই প্রশান্ত এর কট্টর বিরোধিতা করেন। এমনকী তাঁর দল সংযুক্ত জনতা দল এই বিলের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা করায় দল ছাড়তেও চান তিনি। তিনি বলেছেন, নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়া উচিত, বিক্ষোভকারীদের উচিত, অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের চাপ দেওয়া, যাতে তাঁরা নিজেদের রাজ্যে এনআরসি না চালু করেন।

কেরল, পঞ্জাব, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, বিহার ও রাজস্থানের মত অবিজেপি রাজ্যগুলি এনআরসি চালু করবে না বলে ইতিমধ্যেই দাবি করেছে।