এর আগ্ও একাধিক নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের সমালোচনা করেন রাজনীতিক-ভোটকুশলী প্রশান্ত কিশোর। নাগরিকত্ব সংশোধনী বিলে দলের নেতারা সমর্থন জানানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি ট্যুইট করেন, ‘যে নাগরিকত্ব বিল ধর্মের নিরিখে মানুষের অধিকার বিচার করে, জেডিউ-কে তাতে সমর্থন জানাতে দেখে আমি হতাশ। দলের সংবিধানের প্রথম পাতাতেই যেখানে তিন বার ধর্ম নিরপেক্ষ কথাটির উল্লেখ রয়েছে, দলের নেতারা যেখানে গাঁধীর আদর্শে অনুপ্রাণিত, এই সিদ্ধান্ত সেখানে বেমানান।’
লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশের জন্য ভোটাভুটি শুরু হলে তাতে সমর্থন জানান জেডিইউ সাংসদরাও। দলের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানে নিপীড়িত সংখ্যালঘু অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে বিলে। তাই সেটিতে সমর্থন জানাবেন তাঁরা।দলের এই সিদ্ধান্ত নিয়ে তখনও একইরকম অসন্তোষ প্রকাশ করেছিলেন ভোটকুশলী।