কলকাতা: রাম মন্দির আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। এই আবহে রাহুল গাঁধীর একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে তুমুল বিরোধিতা করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। মঙ্গলবার প্রচারে গিয়ে রাহুলের একটি বক্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে ট্রাস্ট্রের তরফে। রাহুল গাঁধী (Rahul Gandhi)) অভিযোগ করেছিলেন, আদিবাসী সম্প্রদায়ের হওয়ার কারণে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি দ্রৌপদী মুর্মুকে। এই অভিযোগকেই নস্যাৎ করেছেন, ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই। তাঁর অভিযোগ, 'এই দাবি সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন এবং ভ্রান্ত'। ওই অনুষ্ঠানে দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছিলেন তিনি। চম্পত রাই অভিযোগ করেছেন, গাঁধীর অভিযোগ খুবই আপত্তিকর। 


X হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন চম্পক রাই। সেখানে তিনি বলেছেন, 'গুজরাতের একটি সভায় রাহুল গাঁধী বলেছিলেন অযোধ্যায় রাম মন্দিরে রাম লালা প্রাণপ্রতিষ্ঠায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ডাকা হয়নি কারণ তিনি আদিবাসী। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের ট্রাস্টি এবং সাধারণ সম্পাদক হিসেবে আমার এই বক্তব্যে তীব্র আপত্তি রয়েছে। রাহুল গাঁধীর এই বক্তব্য একেবারে মিথ্যে, ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক।' তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তো বটেই, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, 'তফসিলি জাতি, তফসিলি জনজাতি, অন্যান্য পিছিয়ে পড়া জাতি এবং সমাজের অতি দরিদ্র অংশকেও  আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা এসেছিলেন।' তিনি জানিয়েছেন, প্রাণ প্রতিষ্ঠার পুজোর সময়েও তফসিলি জাতি, তফসিলি জনজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া অংশের বহু পরিবার এসে পৌঁছেছিলেন সেখানে। 'Goodh Mandap'-এ বসে তাঁরা পুজোও দিয়েছেন।                       


রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে বুধবার অযোধ্যা রামমন্দিরে (Ayodhya Ram Mandir) যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Ayodhya Visit)। এই প্রথম রাম মন্দিরে যাচ্ছেন রাষ্ট্রপতি। 


২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রাম লালা প্রাণপ্রতিষ্ঠা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান যজমান হয়েছিলেন। সমাজের বিভিন্ন স্তর থেকে আমন্ত্রিতরা এসে পৌঁছেছিলেন রাম ম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: গরমে পুড়ছে ২ মেদিনীপুর! আর কতদিন চলবে তাপপ্রবাহ?