Presidential Election Result 2022 Live: দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু

Presidential Election Result 2022 Live Updates: এবার পালা নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের। দেশের সাংসদ ও বিধায়ক মিলিয়ে ভোটদানের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি বেছে নেবেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Jul 2022 11:27 PM
Presidential Election Result Live: বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হাকে হারিয়ে দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু

বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হাকে হারিয়ে দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। এখন দেশের রাষ্ট্রপতি পদে রয়েছেন রামনাথ কোবিন্দ। তাঁর মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। দেশের প্রথম আদিবাসী ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি ২৫ জুলাই তিনি শপথ নেবেন। 

Presidential Election Result Live: সোশাল মিডিয়ায় দ্রৌপদীকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি

দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে এনডিএ প্রার্থীর জয় নিশ্চিত হতেই ফুলের তোড়া নিয়ে তাঁর বাড়িতে হাজির হন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পুষ্পস্তবক দিয়ে দেশের প্রথম আদিবাসী ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতিতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছাও জানান নরেন্দ্র মোদি।

Presidential Election Result Live: দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা রাজনাথের

"তিনি গ্রাম, দরিদ্র, বঞ্চিতদের কল্যাণে কাজ করে চলেছেন। তাদের মাঝে থেকেই তিনি আজ সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছেছেন। এটি ভারতের গণতন্ত্রের শক্তির প্রমাণ" দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা রাজনাথের

Presidential Election Result Live: দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা যশবন্তের

'২০২২-এর রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য আমি দ্রৌপদী মুর্মুরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই'। জয়ের পর নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন যশবন্ত সিনহা। এ দিন ফল ঘোষণার পরই এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদের প্রার্থী। 

Presidential Election Result Live: যশবন্ততে বড় ব্যবধানে হারিয়ে দেশের রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু

যশবন্ততে বড় ব্যবধানে হারিয়ে দেশের রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু

Presidential Election Result Live: রাইসেনার কুরসিতে দ্রৌপদী মুর্মু

রাইসেনার কুরসিতে দ্রৌপদী মুর্মু

Presidential Election Result Live: দু-রাউন্ডের পরেও এগিয়ে দ্রৌপদী মুর্মু

দু-রাউন্ডের পরেও এগিয়ে দ্রৌপদী মুর্মু

Presidential Election Result Live: দু-রাউন্ডের পরেও এগিয়ে দ্রৌপদী মুর্মু

দু-রাউন্ডের পরেও এগিয়ে দ্রৌপদী মুর্মু

Presidential Election Result Live: দ্রৌপদী মুর্মুর পক্ষে এখনও পর্যন্ত ১ হাজার ৩৪৯টি ভোট

রাইসিনার রেসে এগিয়ে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। তাঁর পক্ষে এখনও পর্যন্ত ১ হাজার ৩৪৯টি ভোট পড়েছে। যার ভোটমূল্য ৪ লক্ষ ৮৩ হাজার ২৯৯। অন্যদিকে, বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হার পক্ষে ৫৩৭টি ভোট পড়েছে। যার ভোটমূল্য ১ লক্ষ ৮৯ হাজার ৮৭৬।

Presidential Election Result Live: দ্রৌপদী মুর্মুর প্রত্যাশিত জয়ের পর তাঁর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী

সূত্রের খবর দ্রৌপদী মুর্মুর প্রত্যাশিত জয়ের পর তাঁর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী এবং সিনিয়র মন্ত্রীরা। 

Presidential Election Result Live: ৭১.৭৯ শতাংশ ভোট দ্রৌপদীর ঝুলিতে

সূত্রের খবর, ৭১.৭৯ শতাংশ ভোট দ্রৌপদীর ঝুলিতে

Presidential Election Result Live: বিজেপি কর্মীদের উৎসব

রাইসিনার রেসে এগিয়ে দ্রৌপদী মুর্মু। এ দিকে বিজেপির কলকাতার অফিস চত্ত্বরে উৎসবে মেতেছেন বিজেপির কর্মীরা। মিষ্টি, ঢাক-ঢোল নিয়ে রাস্তায় নেমেছেন তাঁরা। 

Presidential Election Result Live: বিজেপি কর্মীদের উৎসব

রাইসিনার রেসে এগিয়ে দ্রৌপদী মুর্মু। এ দিকে বিজেপির কলকাতার অফিস চত্ত্বরে উৎসবে মেতেছেন বিজেপির কর্মীরা। মিষ্টি, ঢাক-ঢোল নিয়ে রাস্তায় নেমেছেন তাঁরা। 

Presidential Poll Result Live: উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী মার্গারেটকে সমর্থন করবে তৃণমূল?

কালীঘাটে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক। দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী মার্গারেটকে সমর্থন করবে তৃণমূল? 
নাকি ভোটদানে বিরত থাকবে? অবস্থান ঠিক করবে তৃণমূল

Presidential Election Result Live: দিল্লিতে নৈশভোজের আয়োজন মোদির

রাম নাথ কোবিন্দের কর্মজীবন শেষ। তাঁর জন্য আগামিকাল দিল্লিতে একটি নৈশভোজনের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Presidential Poll Result Live: রামনাথ কোবিন্দের পরে দেশের রাষ্ট্রপতি কে?

রামনাথ কোবিন্দের পরে দেশের রাষ্ট্রপতি কে? সাংসদদের ভোটের গণনা শেষ, এখনও পর্যন্ত দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোটের ভ্যালু ৩৭৮০০০। দ্রৌপদী মুর্মুকে ৫৪০ জন সাংসদ ভোট দিয়েছেন। এখনও পর্যন্ত যশবন্ত সিনহা প্রাপ্ত ভোটের ভ্যালু ১৪৫৬০০।  যশবন্ত সিনহাকে ২০৮ জন সাংসদ ভোট দিয়েছেন। ১৫টি ভোট অবৈধ ঘোষিত

Presidential Election Result Live: এখন চলছে বিধায়কদের ভোট গণনা

সাংসদদের ভোটগণনা শেষ। এখন চলছে বিধায়কদের ভোট গণনা।

Presidential Poll Result Live: রাষ্ট্রপতি নির্বাচনে ১৫টি ভোট অবৈধ ঘোষিত

রাষ্ট্রপতি নির্বাচনে ১৫টি ভোট অবৈধ ঘোষিত। 

Presidential Election Result Live: এখনও পর্যন্ত যশবন্ত সিনহা ভোট পেয়েছেন ১৪৫৬০০ টি

এখনও পর্যন্ত যশবন্ত সিনহা ভোট পেয়েছেন ১৪৫৬০০ টি। যশবন্ত সিনহাকে ২০৮ জন সাংসদ ভোট দিয়েছেন। 

Presidential Poll Result Live: সাংসদদের ভোটের গণনা শেষ, এখনও পর্যন্ত দ্রৌপদী মুর্মু ভোট পেয়েছেন ৩৭৮০০০ টি

সাংসদদের ভোটের গণনা শেষ, এখনও পর্যন্ত দ্রৌপদী মুর্মু ভোট পেয়েছেন ৩৭৮০০০ টি

Presidential Election Result Live: সামগ্রিক পরিস্থিতির বিচারে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে দ্রৌপদী মুর্মু

দ্রৌপদী মুর্মু নাকি যশবন্ত সিন্হা, কে হবেন রাইসিনা হিলসের মালিক তা জানা যাবে আর কয়েকঘণ্টা পরেই। সকাল ১১টায় শুরু রাষ্ট্রপতি ভোটের গণনা। NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বিরোধী জোটের প্রার্থী ছিলেন যশবন্ত সিন্হা।  সামগ্রিক পরিস্থিতির বিচারে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে দ্রৌপদী মুর্মু। 

Presidential Poll Result Live: দ্রৌপদী মুর্মর জয় নিয়ে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতাদের গলায় আত্মবিশ্বাসের সুর 

দ্রৌপদী মুর্মর জয় নিয়ে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতাদের গলায় আত্মবিশ্বাসের সুর 

Presidential Election Result Live: সাংসদদের ভোট গণনা চলছে, এরপর শুরু হবে বিধায়কদের ভোট গণনা

সাংসদদের ভোট গণনা চলছে, এরপর শুরু হবে বিধায়কদের ভোট গণনা 

Presidential Poll Result Live: দ্রৌপদী মুর্মুর পৈতৃক গ্রামেও উৎসবের আমেজ, চলছে উদযাপন

দ্রৌপদী মুর্মুর পৈতৃক গ্রামেও উৎসবের আমেজ, চলছে উদযাপন 

Presidential Election Result Live: দ্রৌপদী মুর্মুর জয়ের জন্য ছিন্নমস্তিকা মন্দিরে চলছে বিশেষ প্রার্থনা

দ্রৌপদী মুর্মুর জয়ের জন্য ছিন্নমস্তিকা মন্দিরে চলছে বিশেষ প্রার্থনা 

Presidential Poll Result Live: সংসদে চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা, কে হবেন দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি?

সংসদে চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা, কে হবেন দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি? 

Presidential Election Result Live: শুধু আদিবাসীরা নন, দেশবাসী প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি পেলে গর্বিত হবেন: কিরেন রিজিজু 

শুধু আদিবাসীরা নন, দেশবাসী প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি পেলে গর্বিত হবেন: কিরেন রিজিজু 

Presidential Poll Result Live: "বহু আদিবাসী নেতাই দ্রৌপদী মুর্মুকে অভ্যর্থনা জানিয়েছেন,'' মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর

"বহু আদিবাসী নেতাই দ্রৌপদী মুর্মুকে অভ্যর্থনা জানিয়েছেন।'' মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর। 

Presidential Election Result Live: কে হবেন দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি? 

কে হবেন দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি? 

Presidential Poll Result Live: কে হবেন রাইসিনা হিলসের মালিক? রাষ্ট্রপতি নির্বাচনের গণনা শুরু

রাষ্ট্রপতি নির্বাচনের গণনা শুরু

Presidential Election Result Live: কে হবেন রাইসিনা হিলসের মালিক? জানা যাবে আর কয়েকঘণ্টা পরেই

কে হবেন রাইসিনা হিলসের মালিক? জানা যাবে আর কয়েকঘণ্টা পরেই

Presidential Poll Result Live: ভোট গণনা শুরুর আগেই দ্রৌপদী মুর্মুর গ্রামে শুরু বিজোৎসব

ভোট গণনা শুরুর আগেই দ্রৌপদী মুর্মুর গ্রামে শুরু বিজোৎসব

Presidential Election Result Live: ২৪ জুলাই শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের মেয়াদ

২৪ জুলাই শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের মেয়াদ

Presidential Poll Result Live: রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনার পরে নাড্ডার নেতৃত্বে বিজেপির 'অভিনন্দন যাত্রা' -র আয়োজন

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনার পরে নাড্ডার নেতৃত্বে বিজেপির 'অভিনন্দন যাত্রা' -র আয়োজন

Presidential Election Result Live: নির্বাচন কমিশন সূত্রে খবর রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছেন ৯৯ শতাংশ ভোটার

নির্বাচন কমিশন সূত্রে খবর রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছেন ৯৯ শতাংশ ভোটার

Presidential Poll Result Live: মনোনীত সাংসদ ছাড়া রাজ্যসভা ও লোকসভার সাংসদ এবং বিধায়করা এই ভোটদান পর্বে অংশগ্রহণ করেন

মনোনীত সাংসদ ছাড়া রাজ্যসভা এবং লোকসভার সাংসদ এবং বিধায়করা এই ভোটদান পর্বে অংশগ্রহণ করেন

Presidential Election Result Live: সংসদ সহ দেশের একাধিক বিধানসভা মিলিয়ে ৩০টি কেন্দ্রে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে

সংসদ সহ দেশের একাধিক বিধানসভা মিলিয়ে ৩০টি কেন্দ্রে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে

Presidential Poll Result Live: আজ বিকেলের মধ্যেই ঘোষণা হতে পারে রাষ্ট্রপতি নির্বাচনের ফল

আজ বিকেলের মধ্যেই ঘোষণা হতে পারে রাষ্ট্রপতি নির্বাচনের ফল

Presidential Election Result Live: রাজ্যসভার সেক্রেটারি জেনারেল প্রমোদ চন্দ্র মোদি এই গণনার মুখ্য নির্বাচনী আধিকারিক

রাজ্যসভার সেক্রেটারি জেনারেল প্রমোদ চন্দ্র মোদি এই গণনার মুখ্য নির্বাচনী আধিকারিক

Presidential Poll Result Live: ২৫ জুলাই শপথ গ্রহণ করতে পারেন নতুন রাষ্ট্রপতি

২৫ জুলাই শপথ গ্রহণ করতে পারেন নতুন রাষ্ট্রপতি 

Presidential Election Result Live: দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? সকাল ১১টা থেকে সংসদে ব্যালটের গণনা শুরু

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আজ সকাল ১১টা থেকে সংসদে ব্যালটের গণনা শুরু

প্রেক্ষাপট

রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের (Ramnath Kovind)। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি দেশের সংবিধানের সর্বোচ্চ পদ সামলেছেন। এবার পালা নতুন রাষ্ট্রপতির দায়িত্ব (Presidential Election Result 2022) গ্রহণের। দেশের সাংসদ ও বিধায়ক মিলিয়ে ভোটদানের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি বেছে নেবেন। সোমবার সকাল দশটা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে ও বিভিন্ন রাজ্যের বিধানসভায় ভোটাভুটি সম্পন্ন হয়েছে। আজ ফল প্রকাশ হবে। এনডিএ-র দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) না বিরোধীদের যশবন্ত সিনহা (Yashwant Sinha)। দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আজ সকাল ১১টা থেকে সংসদে ব্যালটের গণনা শুরু।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.