লখনউ, উত্তরপ্রদেশ: সোনা চুরি হয়, টাকাও চুরি হয়। মোবাইল থেকে টিভি-নানা দামি জিনিসেও নজর থাকে চোরের। কিন্তু লেবু (Lemon)? এমনই আজব ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। আনাজ ব্যবসায়ীর গুদাম থেকে সাফ ৬০ কেজি লেবু। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুরের ঘটনা। যদিও বিষয়টি নিয়ে অবাক হচ্ছেন না অনেকেই। যখন লেবুর দাম আকাশ ছুঁয়েছে। তখন তার উপর চোরের নজর পড়া খুব স্বাভাবিক বলেই মনে করছেন তাঁরা।


চুরির তালিকা:
শাহাজাহানপুরে মনোজ কাশ্যপের (Manoj Kashyap) গুদাম (Godown) থেকে চুরি গিয়েছে অনেককিছুই। ৬০ কেজি লেবু চুরি গিয়েছে। তার সঙ্গেই চুরি গিয়েছে ৪০ কেজি পেঁয়াজ (Onion), ৩৮ কেজি রসুন (Garlic)। আর তার সঙ্গেই চুরি গিয়েছে একটি কাঁটা চামচও। বাজারিয়া এলাকায় বাহাদুরগঞ্জ মহল্লায় দোকান রয়েছে মনোজের। রবিবার দোকানের সামনে গিয়ে তিনি দেখেন তাঁর গুদামের তালা ভাঙা। আর সব্জি-আনাজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তায়। গোটা ঘটনায় তীব্র ক্ষোভ বিক্রেতাদের মধ্য়ে। এমনিতেই লেবুর আকাশছোঁয়া দাম। তার মধ্যেই এক ধাক্কায় এক লেবু চুরি যাওয়ায় প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়বেন ওই বিক্রেতা, জানাচ্ছেন স্থানীয় বিক্রেতারা।  


লেবুর দাম:
লখনউতে এখন লেবু বিক্রি হচ্ছে কেডি প্রতি ৩২৫ টাকায়। প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ১৩ টাকায়। দামের ছ্যাঁকায় পাত থেকে বাদ গিয়েছে লেবু। প্রবল গরমে লেবু-জলে লেবু আর থাকছে না। ডাল থেকে তন্দুরি, স্যালাড থেকে শিকঞ্জি। দামের খোঁচায় লেবুহীন হতে চলেছে সব। পাইস হোটেলেও বাদ পড়ছে লেবু। এই পরিস্থিতিতে লেবু চুরি যাওয়ায় আশ্চর্য হচ্ছেন না অনেকেই। 


কিন্তু এত দাম কেন?
ফেডারেশন অফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের (Federation of Hotel & Restaurant Association) প্রেডিডেন্ট গিরিশ ওবেরয় ( Girish Oberoi) বলেন, 'প্রবল দাম বেড়েছে লেবুর। মূলত জ্বালানির দাম বৃদ্ধি এবং জোগানে টান, সাঁড়াশি চাপে দাম বাড়ছে লেবুর।'


আরও পড়ুন: এসএসসি নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ