নয়াদিল্লি: মহারাষ্ট্রে ঐতিহাসিক জয়ের পর শনিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে অবস্থিত বিজেপির সদর দফতরে আয়োজিত বিজয় উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi। সেখানে বক্তব্য রাখার সময়ে মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি (Mahayuti) জোটের রের্কড জয়ের জন্য সেখানকার মানুষকে অভিনন্দন জানানোর পাশাপাশি কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি জোটকে কটাক্ষ করেন তিনি। বলেন, "মহারাষ্ট্রের মানুষ নেতিবাচক ও পরিবারতান্ত্রিক রাজনীতিকে পরাজিত করেছেন।" পাশাপাশি জানান মহারাষ্ট্রের জয় উন্নত ভারত গড়ার কাজকে আরও শক্তিশালী করেছে।
দিল্লির সদর দফতরে হাজির হওয়া বিজেপি নেতা ও কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "উন্নয়ন, সুশাসন ও সামাজিক ন্যায়ের জয় হয়েছে মহারাষ্ট্রে। অন্যদিকে পরাজয় হয়েছে মিথ্যা ও কুৎসার রাজনীতির। আজ পরাজয় হয়েছে নেতিবাচক রাজনীতির। আজ পরাজয় হয়েছে পরিবারবাদের। এর ফলে বিকশিত ভারতের সংকল্প আরও জোরদার হল। আমি এই জয়ের জন্য গোটা দেশজুড়ে থাকা বিজেপি ও এনডিএ কর্মীদের অভিনন্দন জানাই।"
মহারাষ্ট্রে জয়ের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ ও অজিত পাওয়ারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
এর পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করে নরেন্দ্র মোদি আরও বলেন, "একের পর এক নির্বাচন বলে দিচ্ছে, আজ দেশ শুধু উন্নয়ন চায়। ঝাড়খণ্ডে আমাদের জোট জয়ী না হলেও সেখানকার উন্নয়নে আর জোর দেবে বিজেপি। মহারাষ্ট্র তথা গোটা দেশে কংগ্রেস জোটের থেকে অনেক বেশি ভোট পেয়েছে। সুশাসনের প্রশ্ন এলেই এনডি-এর ওপর আস্থা রাখে মানুষ। আসলে বিজেপির সুশাসনের মডেলকে বিশ্বাস করে জনতা। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল, মহারাষ্ট্র জবাব দিয়েছে। এসটি ও ওবিসি-দের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা হয়েছিল। কিন্তু, কংগ্রেসের ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। আদিবাসী থেকে ওবিসি, সবাই বিজেপিকে ভোট দিয়েছে।"
প্রসঙ্গত উল্লেখ্য, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮টি আসনের মধ্যে ২৩৫টি আসনে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি জোট পেয়েছে ৪৯টি আসন। আর অন্যান্যরা পেয়েছে চারটি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।