নয়াদিল্লি: করোনা সঙ্কটকালে দেশের কৃষিক্ষেত্রকে পুনরুজ্জীবিত করতে ও কৃষকদের আর্থিক সহায়তা দিতে রবিবার ১ লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো তহবিলের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উদ্যোগের আওতায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রথমদিন, দেশের প্রায় ৮.৫ কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হল ১৭ হাজার কোটি টাকা।


কৃষকদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। তিনি জানান, এই সময়ে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানোটা ভীষণ প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেন, কৃষিক্ষেত্রের গুরুত্বের ওপর সর্বদা জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ক্ষেত্রের বিকাশ ও উন্নতির জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন।



এই প্রকল্পের আওতায় প্রথম চার বছরের জন্য ১ লক্ষ কোটি টাকা কৃষিঋণ বাবদ বরাদ্দ করা হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে রাখা হয়েছে ১০ হাজার কোটি টাকা, পরের তিন বছরের জন্য বরাদ্দ ৩০ হাজার কোটি টাকা করে।


পিএমও থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী-কিষাণ প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত দেশের ৯.৯ কোটি কৃষক উপকৃত হয়েছেন। বণ্টন করা হয়েছে প্রায় ৭৫ হাজার কোটি টাকা। এদিন সেই প্রকল্পের ষষ্ঠ কিস্তি বণ্টন করা হল। বলা হয়েছে, এর ফলে কৃষক ও তাঁর পরিবার উপকৃত হবেন। গত ডিসেম্বরে ওই প্রকল্পের সূচনা হয়েছিল।