কলকাতা: পুরনো ভাড়াতেই কাল থেকে বেসরকারি বাস। যত আসন, তত যাত্রী নিয়েই বেসরকারি বাস। ভাড়া নিয়ে রেগুলেটরি কমিটির গঠনের আশ্বাস। সরকারের আশ্বাসের পরেই পথে নামছে বেসরকারি বাস। বাস নামানো নিয়ে এমনই দাবি একাধিক মালিক সংগঠনের।
প্রসঙ্গত, বুধবার আনলক ওয়ানের তৃতীয় দিনে, সরকারি বাসের পাশাপাশি রাস্তায় নেমেছে বেশ কিছু বেসরকারি বাস। কিন্তু, সেগুলিতে নির্ধারিত ভাড়ার থেকে নেওয়া হচ্ছে বেশি টাকা। কোনও বাসের সামনে বড় বড় করে লেখা কোভিড নাইন্টিন স্পেশাল ফেয়ার। আবার, কোনোটার সামনে লেখা এমারজেন্সি সার্ভিস কোভিড নাইন্টিন। যদিও পরিবহনমন্ত্রী বুধবার স্পষ্ট করে জানিয়েছেন, ভাড়া বাড়ানোর কোনও প্রশ্নই নেই।
এর আগে, আনলক ১ শুরু ইস্তক, সোমবার থেকেই যত আসন তত যাত্রী নিয়ে শুরু হয় বাস পরিষেবা। কিন্তু, ভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি বাস নামেনি। অন্যদিকে, সরকারি বাসস্ট্যান্ড বা ডিপোতে ভর্তি হয়ে যাচ্ছে বাসের সব আসন। ফলে দীর্ঘক্ষণ বাসস্টপে দাঁড়িয়েও বাসে উঠতে পারছেন না যাত্রীদের একাংশ। চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে একটার পর একটা বাস।
ফলে, রাস্তায় বেরিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। কলকাতা থেকে জেলা, প্রায় সর্বত্রই বাস স্ট্যান্ডে লম্বা লাইন। কোথাও কোথাও তা এঁকে বেঁকে চলে গিয়েছে এক-দেড় কিলোমিটার পর্যন্ত। যাত্রীরা বারবার বলছেন, বাসের সংখ্যা কম বলেই গন্তব্যে পৌঁছতে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। অফিস পৌঁছতে হবে নির্দিষ্ট সময়ে। কোনও কোনও বাস স্টপে তো ২-৩ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে যাত্রীদের দাবি।
অনেকে বলছেন, ভাড়া নিয়ে টানাপোড়েনের জেরে অধিকাংশ বেসরকারি বাস রাস্তায় না নামার ফলেই এই ভোগান্তি হচ্ছে। মঙ্গলবার পরিবহণ দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করে চারটি বাস মালিক সংগঠন। দু’পক্ষের আলোচনার ভিত্তিতে বেসরকারি বাসের ভাড়া নিয়ে তৈরি হয়েছে রেগুলেটরি কমিটি। কমিটিতে থাকছেন সরকার ও বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা। এর ফলে ভাড়া নিয়ে দ্রুত সমাধান মিলবে বলে আশাবাদী বাস মালিক সংগঠনগুলি।
পুরনো ভাড়া, যত আসন-তত যাত্রী নিয়েই কাল থেকে চালু বেসরকারি বাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jun 2020 06:20 PM (IST)
দু’পক্ষের আলোচনার ভিত্তিতে বেসরকারি বাসের ভাড়া নিয়ে তৈরি হয়েছে রেগুলেটরি কমিটি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -