মুম্বই: মার্কিন টেলিভিশনে যতই রাজত্ব করুন, নিজের ঐতিহ্য ও আধ্যাত্মিক মূল্যবোধ থেকে এতটুকু সরে আসেননি প্রিয়ঙ্কা চোপড়া। বিদেশে থাকা সত্ত্বেও পুজো না করে ঘরের বাইরে পা ফেলেন না তিনি। জানিয়েছেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া।


মধু জানিয়েছেন, তাঁর মেয়ে পুরোপুরি পঞ্জাবি, অত্যন্ত ধর্মভীরু। পুজো না সেরে বাইরে বেরোন না। বিশ্বের যেখানেই থাকুন, মানুষকে তিনি সম্বোধন জানান 'নমস্তে' বলে। ভারত ও তার সংস্কৃতিকে তাঁর হৃদয় থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়।

প্রিয়ঙ্কা এখন তাঁর পঞ্জাবি ছবি ‘সর্বান’-এর প্রমোশনে ব্যস্ত। তিনি চান, বিদেশে ছবিটি দুর্দান্তভাবে মুক্তি পাক। ১৩ জানুয়ারি পঞ্জাবের লোহরি উৎসব চলাকালীন মুক্তি পাবে ছবিটি। মধু জানিয়েছেন, প্রিয়ঙ্কা চান, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা পঞ্জাবি জনতার কাছে সমাদৃত হোক তাঁর ছবি। ইউরোপের পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পঞ্জাবি ছবির বিরাট বাজার রয়েছে।